প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি আজকে নিয়ে আজকের এই পোস্ট আমরা সবাই গ্রামে বাস করি আমরা অনেকেই বৃষ্টি বিলাসী। এবং আমি নিজেও বৃষ্টি বিলাসী। আজকে আমি আপনাদের সামনে বৃষ্টি নিয়ে গুরুত্বপূর্ণ উক্তি স্ট্যাটাস ও বাছাই করা ক্যাপশন আলোচনা করেছি আপনারা আমাদের আর্টিকেল থেকে সংগ্রহ করে প্রিয় জনের মাঝে শেয়ার করতে ভুলবেন না।
বৃষ্টি নিয়ে স্ট্যাটাস :
১। হাত রাখো আমার হাতে বৃষ্টিতে ভিজবো বলে, হৃদমাঝারে কাপিয়ে দেব ভালোবাসার ছলে।
২। তোমার চোখে নামলে বৃষ্টি আমার চোখেও নামে, মন চাইলে লিখো কিছু হলুদ খামে।
৩। কাঁচা আম, পাকা আম, কোনটা লাগে ভালো, বৃষ্টির দিনে জ্বালাই দুজন ভালোবাসার আলো।
৪। আমি ভিজি তুমি ভেজো, ভিজি দুজন বৃষ্টিতে, মনের মাঝে জ্বলাই আগুন বাকা চোখের দৃষ্টিতে।
৫। প্রেম জমছে মনের কোণে বৃষ্টি নামুক বুকে, এসো দুজন নাচি আজ মনের যত সুখে।
৬। সাত সকালে নামছে বৃষ্টি কি করি আজ বলো, তোমার কথা পড়ছে মনে চোখটি করছে ছলো ছলো।
৭। চোখের কোণে মায়ার বাসা বৃষ্টি নেমেছে বুঝি, লুকাও কেন ওগো তুমি, তোমাকেই যে খুঁজি।
৮। বৃষ্টি নামছে মনের ঘরে ভিজছে কি তোমার মন, যখন আমায় পড়বে মনে দিও একটি ফোন।
৯। বৃষ্টি এলে ভিজে শরীর, ভেজে মরা মন, তোমার জন্য মরি আমি সারাক্ষণ।
১০। নেচে নেচে গাও যে গান এই মেঘলা দিনে, আইসো কিন্তু নদীরে ধারে সূর উঠলে আমার বীণে।
১১। কে বাজিয়েছে মধুর বাঁশি বৃষ্টিভরা রাতে, হৃদয়ে টান পড়েছে হাত রাখো আমার হাতে।
১২। বৃষ্টির দিনে কেন থাকবে বুকের মাঝে হাহাকার, ভিজে ভিজে হারাই দুজন হই নিরাকার।
১৩। আম গাছে টিয়া পাখি ভিজছে মনের সুখে, তুমি আমি একই নীড়ের আসো আমার বুকে।
১৪। তোমার শ্বাস আমার শ্বাস এক হয়ে যাক, চেয়ে দ্যাখো স্বাগত জানাচ্ছে বৃষ্টিভেজা কাক।
১৫। প্রেম জাগে, শরীর জাগে, জাগে গভীর মন, বৃষ্টিভেজা এমন দিনে ভাবি তোমায় সারাক্ষণ।
১৬। খুলে রেখো মনের দুয়ার বৃষ্টিভেজা দিনে, আসবো তখন আমি কিন্তু রেখো আমায় চিনে।
১৭। বৃষ্টির জলে কাঁদো তুমি বৃষ্টির জলে হাসো, বুকে তোমার অনেক জ্বলা আমায় ভালোবাসো।
১৮। এই যে তুমি মেঘলা দিনে করছ লুকোচুরি, চেয়ে দ্যাখো আমার হাতে কিনে আনছি চুড়ি।
১৯। দুপুর বেলা নামল বৃষ্টি জেগেছে আমার মন, তুমি ছাড়া জীবন আমার হয় যে দহন।
২০। বৃষ্টি তোমায় ডাকছে আজ আসতে যদি হাসতে হাসতে, মরছি আমি খরায় পুড়ে তোমায় ভালো বাসতে বাসতে।
বৃষ্টি নিয়ে ক্যাপশন :
০১। তোমার শহরে মেঘ জমেছে আমার শহরে বৃষ্টি, ভালোবাসায় রাখবো তোমায় যদি দাও বাকা চোখের দৃষ্টি।
০২। বৃষ্টি নামুক তোমার ঘরে বৃষ্টি নামুক বনে, মেঘ জমলেই আসবো আমি থাকে যেন মনে।
০৩। যেদিকে তাকাই আমি তোমার ছবি ভাসে, বৃষ্টি এলে ভিজব দুজন রেখো আমায় কাছে।
০৪। ঐ দেখো নামছে বৃষ্টি কি করি আজ বলো, হৃদয়ের তরে হারাই দুজন তাড়াতাড়ি চলো।
০৫। মনটি আমার করছে আনচান নামছে দূরে বৃষ্টি, তুমি আমার মনের মাঝে নিদারুণ সৃষ্টি।
০৬। বৃষ্টির মাঝে চলো হারাই অচিন কোনো দেশে, ভালোবাসায় ভরিয়ে দেব যদি আসো বধূবেশে।
০৭। বৃষ্টি নেমেছে আকাশপানে চারদিকে অন্ধকার, চলে এসো ওগো তুমি দিনটি হোক ভালোবাসার।
০৮। চেয়ে দেখো তোমার বুকে নেমছে যে বৃষ্টি, কি করে ফেরাই চোখ হাসিটা কি মিষ্টি।
০৯। বৃষ্টি ভেজা রাত দুপুরে আইসো তুমি ঘরে, মিটিয়ে দেবো লেনাদেনা বুক পকেটে ভরে।
বৃষ্টি নিয়ে উক্তি :
বৃষ্টি নিয়ে অনেক মনীষী গুরুত্বপূর্ণ উক্তি আলোচনা করে গেছেন প্রিয় বন্ধুরা আজকে আমি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ উক্তি আলোচনা করেছি আপনারা আমাদের আর্টিকেল থেকে এই গুরুত্বপূর্ণ উক্তিগুলো সংগ্রহ করুন এবং সবার মাঝে শেয়ার করুন।
আমি বৃষ্টিতে হাটতে ভালোবাসি,কারণ তখন কেউ আমার কান্না দেখতে পায় না।
— চার্লি চ্যাপ্লিন
১২. আমার দৃষ্টিতে জীবন এমনই; তুমি যদি রঙধনুর দেখা পেতে চাও, তবে তোমাকে বৃষ্টির সাথে মানিয়ে নিতেই হবে।
— ডলি পার্টন
১৩. বৃষ্টিই হোক সেই মাধ্যম যা মুছে দিক গতদিনের সকল জড়া, গ্লানি ও কষ্ট ।
— সংগৃহীত
১৪. যদি বৃষ্টি না হতো তাহলে আমরা কখনই সূর্যের আলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ পেতাম না।
— সংগৃহীত
১৫. যখন বৃষ্টি পরে তখন প্রত্যাশা করো রংধনুর, আর যখন নেমে আসে আঁধার তখন প্রত্যাশা করো তারার।
— সংগৃহীত
১৬. ঝড়ের নামকরন মানুষ নামানুসারে করা হতেই পারে,কিন্তু বৃষ্টির নাম করন করা হয় আত্মার খাতিরে। কেননা ঝড় আমাদের জীবনে যতই অন্ধকার আর ভয়ের জাগরণ করুক না কেনো,বৃষ্টি ঠিকই আমাদের মনকে শিথিল করে তোলে।
— রুচি
১৭. যারা এই মন্ত্রে বিশ্বাসী যে শুরু সূর্যালোকই প্রকৃত সুখের আভাস, তারা বৃষ্টিতে ভিজতে অভ্যাস্ত নয়।
— সংগৃহীত
১৮. কাব্য রচনার শব্দ ঠিক মাটিতে বৃষ্টি বিন্দু পরার মত, আর কলমের কালির গন্ধ হলো বৃষ্টির পর মাটির সুবাসের মত।
— আমল গ্রাডে
১৯. মেঘ আমার জীবনে ভেসে ভেসে আসে কিন্তু অন্ধকার নিয়ে না; বরং আমার জীবনের সূর্যাস্তে এক নতুন রঙ যোগ করতে।
— রবীন্দ্রনাথ ঠাকুর
২০. বৃষ্টি বিন্ধুর পতনের শব্দের কোনো অনুবাদ প্রয়োজন হয় না।
— এলান ওয়াটস
প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য বৃষ্টির পানি নিয়ে উক্তিটি তাদের ক্যাপশন গুলো আলোচনা করেছি প্রিয় বন্ধুরা আশা করছি আজকের আর্টিকেলটি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এবং মৃত্যু তথ্য জানার জন্য নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন ধন্যবাদ।