বিশ্ব ভালোবাসা দিবস 14 ই ফেব্রুয়ারি ২০২৩ শুভেচ্ছা, ফেসবুক স্ট্যাটাস, উক্তি ও বাণী , ভ্যালেন্টাইন্স ডে পৃথিবীতে এই দিবসটি পালন করার ক্ষেত্রে অনেক রকমের ইতিহাস লুকায়িত রয়েছে। যে ইতিহাস গুলোর মধ্য থেকে নির্ধারিত হয় বিশ্ব ভালোবাসা দিবস।বিশ্ব ভালোবাসা দিবসের ইতিহাস এবং কোথায় কখন কোন সময় থেকে দিবসটি পালিত হয়ে আসছে। এবং কেন দিবসটি পালন করা হয় ? সকল প্রশ্নের উত্তর জানতে উপস্থাপন করা হল বিশ্ব ভালোবাসা দিবস।
ভালোবাসার কোনো নির্দিষ্ট বয়স নেই এটা যে কোন সময় হতে পারে একটা মানুষের জীবনে। ভালোবাসা প্রকাশের একটা নির্দিষ্ট দিন রয়েছে এই বিশ্বে সেটি হল ১৪ই ফেব্রুয়ারি। এই দিনে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে ভালোবাসার শুভেচ্ছা জানায়। এই দিনে তারা প্রেমিকাকে কত ভালবাসে তা প্রকাশ করে। একে অন্যের প্রতি কি রকম ভালোবাসা প্রকাশ করেন ওইদিন ভিন্ন মাত্রায়।প্রেমিক-প্রেমিকারা এই দিনটিকে ঘিরে বছরজুড়ে কল্পনার জগত সাজাতে থাকেন। আজকে ভালোবাসা দিবসের কিছু স্ট্যাটাস জানব।
ভালোবাসা দিবসের বাণী
প্রতিটা মানুষই এমন একজন ভালোবাসার মানুষকে খুঁজে যে তাকে প্রমাণ করে দেবে সত্যি কারের ভালোবাসা মৃত্যুর আগ পর্যন্ত ছেড়ে যায়না। বিশ্ব ভালোবাসা দিবসের এই দিনে প্রেমিক-প্রেমিকারা অনেক প্রতিশ্রুতি করে থাকেন।কারণ যে তারা একে অপরকে কতটা ভালোবাসে। বিশ্ব ভালোবাসা দিবসের দিন প্রেমিক-প্রেমিকাদের জন্য অনেক ভাল কিছু উপহার নিয়ে যান। তাই যারা নিজ প্রিয় মানুষকে ভালোবাসা দিবস উপলক্ষে বাণী দিতে চান আজকে তাদের জন্য এই পোস্ট। ভালোবাসা দিবসের কিছু বাণী আজকে আমরা তুলে ধরব।
ভালোবাসা মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভাল। বিয়ে হলে মানুষটা থাকে ভালোবাসাটা থাকে না আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো ভালোবাসাটা থাকে ভালোবাসা মানুষটা থাকে না, মানুষ এবং ভালবাসা এই দুইয়ের মধ্যে ভালবাসে হয়ত বেশি প্রিয়।
– হুমায়ূন আহমেদ
প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না।
– রবীন্দ্রনাথ ঠাকুর
সত্তিকারের ভালবাসা হল অনেকটাই প্রেতাত্মার মতো।এ নিয়ে সবাই কথা বলে কিন্তু শুধুমাত্র কয়েকজনের দেখা পায়।
– লা রচেফউকোল্ড
কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন।
– কাজী নজরুল ইসলাম
ভ্যালেন্টাইন্স ডে ফানি স্ট্যাটাস
ভালোবাসার সংজ্ঞা জানতে চাওয়া হলে,
ছাত্রঃ ভালোবাসার পূর্ণ অর্থ হলো ভা- ভালো-মন্দ চিন্তা না করে লো- লোকলজ্জা উপেখ্খা করে বা- মা-বাবার মুখে চুনকালি দিয়ে সা- সাগরে ঝাঁপ দেয়া। গণিত
শিক্ষকঃ যার দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ নেই শুধু গভীরতা আছে তাকেই ভালোবাসা বলে।
পুলিশঃ ভালোবাসা এমন এক জেলখানা যেখানে হৃদয় বন্দীদের খেলা চলে।
কবিঃ ভালোবাসা মানে উদাস হয়ে যাওয়া।
রাজনীতিবিদঃ ভালোবাসা হলো পার্কে, গাছতলায়, চাইনিজে সেমিনার আর বক্তৃতা।
ভিখারীঃ ভালোবাসা হলো একজনের মন অন্যজনকে ভিড়্গে দেয়া, অন্যজনের মন ভিড়্গে নেয়া।
কুলিঃ ভালোবাসা মানে অপরের সুখ-দুঃখ আঁটি বেঁধে বহন করা।
মাঝিঃ ভালোবাসা হলো মান-অভিমান এবং কিছু আবেগের দাঁড় টানা।
বিক্রেতা: ভালোবাসা হচ্ছে হৃদয়ের বেচাকেনা।
বাড়িওয়ালাঃ ভালোবাসা মানে দুই বেড, বাথ, ড্রইং আর একটা সুন্দর বারান্দা।
ব্যর্থ প্রেমিকঃ ভালোবাসা বলে নেই তো কিছু, ভালোবাসা মানে ফাঁকি।
যদি চাদঁ হতাম
সারা রাত পাহারা দিতাম!
যদি জল হতাম
সারা দেহ ভিজিয়ে দিতাম।
যদি বাতাস হতাম
তোমার কানে
চুপি চুপি বলতাম আমি
Happy Valentine’s DAY