হ্যাল্লো ভিউয়াস আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অলরাউন্ডার সাকিব আল হাসানের জীবন কাহিনী নিয়ে । অনেকে এখনো হয়তো সাকিবের সব তথ্য জানে না তাই বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জীবন কাহিনী মনোযোগ দিয়ে পড়ুনপৃথিবী পৃথিবীর ছোট-বড় কমবেশি সবাই ক্রিকেট পছন্দ করেন তবে কিছু কিছু মানুষ আছেন যারা সারাক্ষণ ক্রিকেট নিয়ে পড়ে থাকেন ক্রিকেটের প্রতি যাদের ভালোবাসা একটু বেশি তারা সবসময় ক্ক্রিকেট নিয়ে পড়ে থাকেন জন হলেন সাকিব আল হাসান ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল তাঁর অনবদ্য আগ্রহ তাই তার বাবা মা তাকে বিকেএসপিতে ভর্তি করিয়ে দেন আর তখন থেকে তিনি ধীরে ধীরে হয়ে উঠেন অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিব আল হাসান অর্জুনের কারণে এর সঙ্গে দ্বিতীয় মত পোষণ করেন এমন কেউ নেই সাকিব-আল-হাসান বর্তমান বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্বে আছেন খেলার কৌশল বুদ্ধিমত্তা সহ সব মিলিয়ে তিনি হয়ে উঠেন অলরাউন্ডার সাকিব আল হাসান
সাকিব আল হাসানের জন্ম:
জন্ম তারিখ:২৪ মার্চ, ১৯৮৭ (বয়স ৩১ বছর)জন্মস্থান:মাগুরা জেলা, বাংলাদেশউচ্চতা:১.৭৫ মি.স্ত্রী:উম্মে আহমেদ শিশিরসন্তান:আলায়না হাসান অব্রি অভিষেক:২০০৬ সালের ৬ আগস্টব্যাটিংয়ের ধরন:বাঁ হাতি মিডল অর্ডারবর্তমান টিম:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
(#৭৫/অল-রাউন্ডার)
শিক্ষা:
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান,
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
তিনি যখন অলরাউন্ডার হয়ে উঠেন তখন, ভারতের কলকাতা নাইট রাইডারস ২০১১ সালে ৪ লাখ ২৫ হাজার ডলারে তাকে কিনে নেন। এছাড়া ২০১৮ সালে সানরাইজার্স হায়দ্রাবাদ নিলামে সাকিবকে ২ কোটি রুপিতে কিনে নেয়। আইপিএল ছাড়াও তিনি বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় লীগ গুলোতে খেলেছেন।
২০১৭ সালের অক্টোবরে ওয়ানডেতে ৫ হাজার রান করেন। মাত্র ১৭৮টি ওয়ানডে লেগেছে তার। বাংলাদেশের পক্ষে টেষ্ট ইতিহাসে সবছে বেশি উিকেট সাকিবের।
তার বুধবার মাঠে আসার আর একটা কারণ আছে। আসলে বাংলাদেশের প্রাণ শাকিব আল হাসানের জীবনী নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন সৃজিত। সে কারণেই এত দীর্ঘ সময় মাঠে থাকা শাকিবের সাহসী ও বীরত্ব গ্যালারিতে বসে প্রত্যক্ষ করলেন তিনি।
ক্রিকেটকে সেলুলয়েডের ফিতেবন্দি করা আর ক্রিকেটারদের জীবনী নিয়ে ছবি বানানো তার অনেক পছন্দের। ভারতের নারী ক্রিকেটে র অন্যতম তারকা মিতালী রাজকে নিয়ে তার বানানো ছবি ‘সাবাশ মিতু’ প্রকাশ হচ্ছে শিগগিরই।ম্যাচের শুরুতে মোহামেডান ব্যাট করে ১৪৪ রান সংগ্রহ করে। এরপর পরই মাঠে মেঘ ঘনিয়ে আসতে থাকে।আবাহনী ব্যাটিং করতে নামলে প্রথমেই ২ টা উইকেট হারিয়ে বসে। এরপর অধিনায়ক সাকিব বল করতে এসে ঘটে প্রথম ঘটনা। মুশফিকের নিশ্চিত এলবি এর আবেদন নাকচ করে দেন আম্পায়ার।এতে আম্পায়ার ইমরান পারভেজ সিদ্ধান্ত নিতে কোন সময়ও নেন নি যে পুনর্বিবেচনা করে দেখা যায় কিনা। আর তাতেই ক্ষেপে গিয়ে সাকিব স্টাম্পে লাথি মারেন ।তিনি খেলার মধ্যে অলরাউন্ডার হলেও বিভিন্ন সমসয় বিভিন্নভাবে বিতর্কের মুখে পড়েন এবং তাকে খেলা থেকে কয়েক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।২০১৫ সালে সাকিব ও শিশিরের মেয়ে আলায়না হাসান অব্রি জন্ম নেয়। শিক্ষাগত জীবনে সাকিব এআইইউবি (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ) থেকে বিবিএ পাস করেছেন। সাকিব ফুটবলেরও ভীষণ পাগল। বার্সেলোনা ও লিওনেল মেসির সমর্থক। সাকিব ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের অন্যতম সেরা স্বীকৃতি প্রথম আলো ক্রীড়া পুরস্কারে চারবার বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত
ব্যাট ও বোল টিম প্রতিপক্ষ গ্রাউন্ড ম্যাচ তারিখ স্কোরকার্ড
17, 1/44 বাংলাদেশ ভ ইন্ডিয়া দুবাই (ডিএসসি) ২1 সেপ্টেম্বর ২018-08 ওডিআই # 4042 অন্তর্দৃষ্টি
4/42, ২3 বাংলাদেশ আফগানিস্তান আবুধাবি ২0 সেপ্টেম্বর ২018-08 ওডিআই # 4041 অন্তর্দৃষ্টি
0, 1/31 বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা দুবাই (ডিএসসি) 15 সেপ্টেম্বর 2018 ওডিআই # 4036 অন্তর্দৃষ্টি
২4, 1/২২ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ লউডারহিল 5 আগস্ট 2018 টি ২0 আই # 694
60, ২/19 বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ লউডারহিল 4 আগস্ট 2018 টি ২0 আই # 693
19, 0/27 বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ব্যাসিটার 31 জুলাই 2018 টি ২0 আই # 69২
37, 0/45 বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ব্যাসিটারে 28 জুলাই 2018 ওডিআই # 4024 অন্তর্দৃষ্টি
শেষ কথা:
এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আশা করি এই পোস্টটি সবার ভালো লাগবে ।আর ভাল লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন। এবং কমেন্ট করে আমাদের জানাবেন। আর যদি এই প্রশ্নের মধ্যে কোনো ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।