সাকিব আল হাসানের জীবনী সহ সকল তথ্য 2023

Native Banner

হ্যাল্লো ভিউয়াস আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অলরাউন্ডার সাকিব আল হাসানের জীবন কাহিনী নিয়ে । অনেকে এখনো হয়তো সাকিবের সব তথ্য জানে না তাই বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জীবন কাহিনী মনোযোগ দিয়ে পড়ুনপৃথিবী পৃথিবীর ছোট-বড় কমবেশি সবাই ক্রিকেট পছন্দ করেন তবে কিছু কিছু মানুষ আছেন যারা সারাক্ষণ ক্রিকেট নিয়ে পড়ে থাকেন ক্রিকেটের প্রতি যাদের ভালোবাসা একটু বেশি তারা সবসময় ক্ক্রিকেট নিয়ে পড়ে থাকেন জন হলেন সাকিব আল হাসান ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল তাঁর অনবদ্য আগ্রহ তাই তার বাবা মা তাকে বিকেএসপিতে ভর্তি করিয়ে দেন আর তখন থেকে তিনি ধীরে ধীরে হয়ে উঠেন অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিব আল হাসান অর্জুনের কারণে এর সঙ্গে দ্বিতীয় মত পোষণ করেন এমন কেউ নেই সাকিব-আল-হাসান বর্তমান বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্বে আছেন খেলার কৌশল বুদ্ধিমত্তা সহ সব মিলিয়ে তিনি হয়ে উঠেন অলরাউন্ডার সাকিব আল হাসান

সাকিব আল হাসানের জন্ম:

জন্ম তারিখ:২৪ মার্চ, ১৯৮৭ (বয়স ৩১ বছর)জন্মস্থান:মাগুরা জেলা, বাংলাদেশউচ্চতা:১.৭৫ মি.স্ত্রী:উম্মে আহমেদ শিশিরসন্তান:আলায়না হাসান অব্রি অভিষেক:২০০৬ সালের ৬ আগস্টব্যাটিংয়ের ধরন:বাঁ হাতি মিডল অর্ডারবর্তমান টিম: