বিসমিল্লাহির রহমানির রাহিম
প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন ।আমিও ভাল আছি ।আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সমুদ্র নিয়ে কিছু কথা কবিতা ও স্ট্যাটাস নিয়ে ।যারা সমুদ্র নিয়ে কিছু কথা কবিতা ও স্ট্যাটাস খুঁজছেন তাদেরকে আমার এই ওয়েবসাইটে স্বাগতম।আমি আজকে আপনাদের সাথে সমুদ্র নিয়ে কিছু কথা কবিতা ও স্ট্যাটাস নিয়ে আলোচনা করব।আশা করছি আজকের এই আলোচনা আপনাদের সবার ভালো লাগবে।
সমুদ্র নিয়ে কিছু কথা:
সমুদ্র দেখতে সবাই ভালবাসে। মানুষের মন জতই খারাপ হোক না কেন সমুদ্রের কাছে গেলে তার মনের সব দুঃখ কষ্ট যায় সরিয়ে। কারণ সমুদ্রের বিশালতা মানুষকে সব সময় সমুদ্রের কাছে টেনে নিয়ে যায়। সমুদ্র এমন একটা জিনিস যেখানে গেলে মানুষের মনে আনন্দের জোয়ারে ভেসে আসে। সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়ালে মানুষের জীবনের সব দুঃখ কষ্ট সে হারিয়ে ফেলে। সমুদ্রের কাছে গেলে জীবনের মূল্য বোঝা যায়। সমুদ্রের কাছে গেলে বোঝা যায় জীবনে ব্যর্থ বলতে কিছু নেই। বিন্দু বিন্দু জলরাশি একত্রিত হয়ে যেমন বিরাট সাগরের রূপান্তরিত হয়। ঠিক তেমনি ছোট ছোট কাজ করার পরেই এই জীবনে সাফল্য অর্জন করা যায়। সমুদ্রের উত্তাল ঢেউয়ের জলরাশি আমাদের জানিয়ে দেয় আমাদের জীবনের অস্তিত্ব। সমুদ্রের বিশালতা আমাদের বোঝাতে শেখায় যে কোন কাজকেই তুচ্ছ মনে করা উচিত নয়। জীবনকে ক্ষুদ্র মনে না করে চেষ্টা করানো উচিত যত বাড়ে ব্যর্থ হবার হবে কিন্তু হাল ছাড়ানো যাবে না এক পর্যায়ে যেতে যেতে কোন না কোন এক সময় দেখবে আপনি বিশাল সাগরের পরিণত হয়ে নিজের ক্ষমতা দেখানোর জন্য প্রস্তুত হয়েছেন। সমুদ্র আমাদের আবারো শিক্ষা দেয় উদার হতে আর বুঝিয়ে দেয় যে জীবনের সময় কতটা মূল্যবান। সময় থাকতেই আমাদের জীবনকে পরিপূর্ণ ভাবে জানা উচিত। সমাজের মানুষকে জীবনে কিছু করে দেখানো উচিত। সময় থাকতে থাকতে সময়কে সঠিকভাবে কাজে লাগানো উচিত। তাহলে আমরা জীবনে সাফল্য অর্জন করতে পারব। জীবন থেকে যে সময় একবার পার হয়ে যায় তা হাজার চেষ্টা করেও আর জীবনে ফিরিয়ে আনা সম্ভব নয়। এইজন্য মহান মনীষীরা প্রবাদ উল্লেখ করে গেছেন: “সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।”সময় একবার চলে গেলে তার মূল্য পরক্ষণেই বোঝা যায়। এছাড়াও মানুষের ভালোবাসা সমুদ্রের মতো অন্তহীন হওয়া উচিত যা কখনো ফুরাবে না। যেমন সমুদ্রের জল কখনো ফুরিয়ে যাবে না। সমুদ্রের একটি ভগ্ন তরঙ্গ যেমন পুরো সমুদ্রকে ব্যাখ্যা করতে পারে না ঠিক তেমনি মানব জীবনের একটি অসাফল্য ঘটনা তার পুরো জীবনকে ব্যাখ্যায়িত করতে পারবে না। সমুদ্র সৌন্দর্য সৃষ্টি করতে পারে আবার ধ্বংস করতে জানে। সমুদ্র তার সৌন্দর্য আমাদের যেমন বিলিয়ে দেয় ঠিক তেমনি তার অস্তিত্ব কেরেও নিতে পারে ।এটা থেকে বুঝা যায় সমুদ্র মানুষকে শিক্ষা দেয় কখনো উদার হবার আবার কখনো বা কঠোর হবার।
সমুদ্র নিয়ে কিছু কবিতা :
1. আমার পাগল ভ্রমনপ্রিয় মন,
সমুদ্র সৈকত কিংবা পাহাড়ি এলাকার মানে ভ্রমণ,
দুটোই বড় প্রিয় ।
সমুদ্র মাতাল, চঞ্চল,আছড়ে পড়ে ঢেউ,
তা দেখে মন কি দাপিয়ে রাখতে পারবে না কেউ ।
অপরদিকে পাহাড় চিরকাল স্থির, অক্লান্ত,
তাকে দেখে মনে হয় অপার শান্ত।
সমুদ্রের আছড়ে পড়ে ঢেউ ,
বলে যায় আবার আসবে সে এই ঠিকানায়।
2. তোমার ইচ্ছা গুলো কেন যেন আমারও ইচ্ছে হয়ে যায় ,
তোমার ভাবনাগুলো কেন যেন আমারও ভাবনা হয়ে যায়।
তোমার ইচ্ছা হয় সমুদ্র’দেখতে, ঢেউয়ের মিতালীর চোখ জুড়াতে।
আমারও ইচ্ছে হয় তখন তোমায় দেখতে,
তোমার চোখের গভীরে দুঃখ সব ঘুচাতে।
তুমি সমুদ্রের গর্জনে হাসবে,
আমি দেখব সেই হাসি ।
সুহাসিনী নীল শাড়িতে সাজবে,
আমি দেখব সেই সাজ।
3. সমুদ্রের ঢেউয়ের বুকে কান পেতেছ শুনেছো ,
ওই অনন্ত ফেনীল জলরাশির শতাব্দী প্রাচীন কোলাহল
যার বুকের অন্ধকারে নিমজ্জিত থাকে কত প্রাণের অস্তিত্ব।
সমুদ্র শুনলেই বুকের মধ্যে একটা অজানা ভয় জেগে ওঠে,
আবার এক অদ্ভুত প্রশান্তিও দোলা দিয়ে যায় মনে।
সমস্ত মন খারাপে উজার করে দেওয়া যায় এক ওই সমুদ্রের কাছেই।
তখন যেন চিৎকার করে বলতে ইচ্ছে করে,
সমুদ্র তোমাকে ভীষণ ভালোবাসি।
4. দিন কাটায় কত লোকে ,
তারা জীবনের মায়া ভুলে ,
চলছে জাহাজের পাল তুলে ।
সামুদ্রিক মৎস্য শিকারের তরে ,
চলে যায় তারা দূর হতে বহু দূরে ।
এভাবে কেটে যায় মাসের-পর-মাস,
যেন সমুদ্র হয়ে গেছে তাদের আবাস।
5. কখনো কান পেতে শুনেছ সমুদ্রের কান্না?
না শুনতে পাবেনা,
সেই চেষ্টা করা বৃথা।
সমুদ্র জমিয়ে রাখে সুগভীর লবণাক্ত অভিমান,
জমিয়ে রেখেছে একবুক কান্না তার নোনা জলে।
তবু ঝড় ওঠে কখনও কখনও,
উত্তাল হয়ে উঠে সুনীল জলরাশি ।
কিন্তু ঝড় থামে ,
সমুদ্র আবার খুঁজে নেয় প্রশান্তি ,
গভীরতাই খুঁজে নেয় বেঁচে থাকার বাঁচিয়ে রাখার শক্তি।
সমুদ্র নিয়ে কিছু স্ট্যাটাস :
1.ঘরের ভিতরে বসে বসে নিরর্থক অপেক্ষা না করে বাইরে বেরিয়ে আসুন, দুচোখ ভরে এই বিশ্বকে দেখুন জানুন, জীবনটাকে উপভোগ করুন। উজ্জ্বল সূর্য রশ্মির স্পর্শ করুন আপনার সরির মন সাগরের বিশালতার মাঝে নিমজ্জিত হোক।
2.সমুদ্রের কাছে আমি শিখেছি যে ,একজন ব্যক্তির কতটুকু প্রয়োজন কতটা প্রয়োজন তা নয়।
3.সমুদ্র দেখতে আমরা কে না ভালোবাসি সমুদ্রের বিশালতা প্রিয় মানুষকে সবসময় তার কাছে টানে।
4.অশ্রু ঝরিয়ে গড়েছি আজ নোনার রাজপ্রাসাদ একাকীত্বে মিটিয়ে মনের অবসাদ।
5.তোমার ইচ্ছে হয় সমুদ্র দেখতে ঢেউয়ের মিতালীতে চোখ জুড়াতে আমারও ইচ্ছে হয় তখন তোমায় দেখতে।
6.সমুদ্রের ঘ্রাণ নিয়ে আকাশের বিশালতা কে অনুভব করা জীবনে হয়তো সর্বশ্রেষ্ঠ সেই পাওয়া।
7.আমি স্বাধীনতা মুক্ত বাতাস এবং দু সাহসিক কাজ চেয়েছিলাম এগুলো আমি সমুদ্রের মাঝেই পেয়েছি।
8.সমুদ্রের কাছে আমি শিখেছি যে একজন ব্যক্তি কতটুকু প্রয়োজন নিজেদের মধ্যে ভালোবাসা যতটা প্রয়োজন।
9.সমুদ্রের বিশালতা উপকারিতা আমাদের মনের শক্তি যোগায় অনুপ্রেরণা দেয় নতুন কিছু করার শিক্ষা দেয় তিনি থাকতেন এই চলার নামই জীবন।
10.আমার সাথে দেখা করুন যেখানে আকাশ সমুদ্র কে স্পর্শ করে ,আমার জন্য অপেক্ষা করো যেখানে পৃথিবীর শুরু হয়।
11.আমরা কেন সমুদ্রকে ভালোবাসি কারন আমরা ভাবতে পছন্দ করি এবং কিছু চিন্তা করার জন্য এটি তে কিছু শক্তি রয়েছে।
12.আমার ভাবনাগুলোর খোঁজ পাবে না কখনো কেউ, সে কখনো নদী, কখনো আবার সাগরের ঢেউ।
13.আপনি যে পানির প্রতিটি ফোঁটা পান করেন, প্রতিটি নিঃশ্বাস নিন, আপনি সমুদ্রের সাথে যুক্ত, আপনি পৃথিবীতে কোথায় থাকেন তা বিষয় নয়।
14.মানুষের ভালোবাসা হওয়া উচিত সমুদ্রের মতো যা কখনো শেষ হবার নয়।
15.সমুদ্রের ভিতর যে রকম একটি নদী হারিয়ে যায় তেমনি স্বার্থের সমুদ্রে নিজের সদগুণকে হারিয়ে যেতে দিবেন না।
উপসংহার:
একটি সমুদ্রের পানির উপর যেমন সমুদ্রের অনেক প্রাণী নির্ভর করে থাকে। ঠিক তেমনি পরিবারের একজন সফল মানুষের উপর অনেক মানুষ নির্ভর করে থাকেন।প্রিয় বন্ধুরা আমরা এই পোস্টের মাধ্যমে সমুদ্র নিয়ে কিছু কথা কবিতা ও স্ট্যাটাস বিস্তারিত আলোচনা করেছি ।আশা করি সমুদ্র নিয়ে কিছু কথা কবিতা ও স্ট্যাটাস গুলো পড়ে আপনাদের সবার ভালো লাগবে ।ভালো লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন ।এবং কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না ।সবাই ভাল থাকবেন ধন্যবাদ।