আজকে আমরা কথা বলবো শীতকাল নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন ও কবিতা নিয়ে। আমরা সকলেই জানি, বাংলাদেশ ছয় ঋতুর দেশ। এই ছয় ঋতুর মধ্যে উল্লেখযোগ্য একটি ঋতু আছে যা হেমন্ত পার হয়ে শীতের ছোঁয়া নিয়ে আসে। শীতকালের আগমন হয় হিমেল হাওয়া কে সঙ্গী করে ও কুয়াশার চাদরে আবৃত করে। পৌষ ও মাঘ মাসে হিমেল চাদর বিছিয়ে রাখে সবুজ শ্যামল বাংলার বুকে।
বাংলার ষড়্ঋতুর রঙ্গমঞ্চে একটি উল্লেখযোগ্য জায়গা জুড়ে শীতের অবস্থান।সোনার বাংলার এই পাতাঝরার মরশুমে বৃক্ষরাজি তাদের শরীর থেকে সকল শুকনো পাতা ঝরিয়ে ফেলে নতুন রূপে সেজে ওঠার প্রস্তুতি নেয় । মৃদু রোদের তাপ ও শিশির ঝরা রাত নিয়ে শীত আসে উদাসী সন্ন্যাসীর বেশে। নিম্নে উল্লেখিত হল শীতকাল নিয়ে কিছু মনোগ্রাহী উক্তি;
শীতকাল নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন কবিতা
স্বাগতম শীতকাল। আপনার দেরি হয়ে গেছে এবং শীতল নিশ্বাস আমাকে অলস করে দিচ্ছে কিন্তু আমি তবুও আপনাকে ভালোবাসি।
– টেরি গিলিমেটস
মানুষ যখন আনন্দে থাকে তখন কি শীতকাল নাকি গ্রীষ্মকাল তা কখনোই খেয়াল করে না।
— আন্তন চেখভ
শীতকাল হলো আরামের আয়েসের, ভাল ভাল খাবার এবং স্নীগ্ধ উষ্ণতার জন্য, বন্ধুত্বপূর্ণ হাতের কোমল স্পর্শের জন্য, আগুনের পাশে আলাপচারিতা করার সময়: এ সময়টি একান্তই বাড়ির জন্য।
— এডিথ সাইডওয়েল
হেমন্তকে অতিক্রম করে সমস্ত প্রকৃতিতে শীত যখন সাময়িকভাবে নিজের অধিকার বিস্তার করে; তখন মানুষ তাকে বরণ করে নেয়।
রৌদ্রের তাপ মৃদু, শিশির ঝরা রাত আর কুয়াশাচ্ছন্ন ভোরবেলা চারিদিক,
ধোঁয়ার মতন বাষ্পকণা উড্ডীন নদী ও পুকুরের জল হতে,
পাতা ঝরা মরশুম যে কড়া নাড়ে দ্বারে
আর জানান দিয়ে যায়;
উদাসী সন্ন্যাসীর বেশে শীত এসেছে অাজ প্রকৃতিকে রিক্ত করতে।
যদি শীতকাল আপনাকে পড়ে যেতে কিছুটা সাহায্য করে থাকে এবং এর থেকেও সে যদি বেশী কিছু দেয়, তবে সেটাই হবে আপনার জন্য সেরা মৌসুম।
— মারে পুরা
শীত আমাদের চরিত্র গঠন করে এবং আমাদের সেরাটি বের করে আনে ।
— টম অ্যালেন
হাসি এমন একটি সূর্য যা মানুষের মুখ থেকে শীতকে সরিয়ে দেয়।
—ভিক্টর হুগো
স্বাগতম শীতকাল । আপনার দেরী হয়ে গেছে এবং শীতল নিঃশ্বাস আমাকে অলস করে দিচ্ছে কিন্তু আমি তবুও আপনাকে ভালবাসি ।
— টেরি গিলিমেটস
প্রকৃতির সে এক উদাসী বিষণ্ন চেহারা; সর্বাঙ্গে ধূসর পাণ্ডুরতার আবেশ শীতের সকালে লেপের আরাম ছেড়ে উঠতে চায় না মন আরচোখে যেন লেগে থাকে ঘুমের রেশ।
আমাদের যদি শীত না থাকে, তাহলে বসন্ত এত সুন্দর হবে না । মাঝে মাঝে প্রতিকূলতার স্বাদ না পেলে সমৃদ্ধি এত মজাদার হয় না।
— অ্যান ব্র্যাডস্ট্রিট