বিসমিল্লাহির রহমানির রাহিম
প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন ।আমিও ভাল আছি ।আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি শিক্ষা নিয়ে কিছু কথা ,স্ট্যাটাস ও উক্তি নিয়ে ।যারা শিক্ষা নিয়ে কিছু কথা ,স্ট্যাটাস ও উক্তি খুঁজছেন তাদেরকে আমার এই ওয়েবসাইটে স্বাগতম।আমি আজকে আপনাদের সাথে শিক্ষা নিয়ে কিছু কথা ,স্ট্যাটাস ও উক্তি নিয়ে আলোচনা করব।আশা করছি আজকের এই আলোচনা আপনাদের সবার ভালো লাগবে।
শিক্ষা নিয়ে কিছু কথা:
শিক্ষা নিয়ে কিছু স্ট্যাটাস:
1.সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হল শিক্ষা।
2.শিক্ষা হলো এমন কিছু যা তুমি কখনোই শেষ করতে পারবে না।
3.শিক্ষা মানুষকে উন্নত করে, আর অসুস্থতা মানুষকে মানসিক দিক থেকে পঙ্গু করে।
4.যদি সঠিক পথ বেছে নেন, তাহলে আশা ছাড়বেন না। কারণ যতোই বাঁধা-বিপত্তি আসুক না কেন, একদিন না একদিন ভালো মানুষদের জয় হবেই হবে।
5. শিক্ষার উচিত তাকে উদ্যোক্তা বা চাকরি সৃষ্টিকারী হতে প্রস্তুত করা, চাকরি খুঁজতে নয়।…আমরা যদি তরুণদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতাম, তাহলে বেকারত্ব বলে কিছু থাকত না।
6.যেকোন বুদ্ধিমান বোকা জিনিষকে বড় করতে পারে, আরো জটিল, এবং আরও তীব্র। এটি একটি প্রতিভাকে স্পর্শ করে, এবং সাহস অনেকটা বিপরীত দিকে অগ্রসর হয়।
7.যেই শিক্ষা গ্রহন করে যেই শিক্ষার গুণে গুনান্নিত হয়ে ছেলে মেয়ে সাজে, মেয়ে ছেলে সাজতে পছন্দ করে, ঐ শিক্ষাকে জ্ঞানীরা শিক্ষা না জাতীর জন্য বিষ বলে গন্য করেছেন ।
8.বৈষম্য কমাতে শিক্ষা ব্যবস্থার ওপর জোর দিতে হবে। বর্তমান শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করতে হবে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা হচ্ছে সেটা মানুষকে চাকরির দিকে নিয়ে যায়। কিন্তু আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে।
9.যে রকম বীজ আমরা বুনি, সে রকমই ফসল আমরা পাই। আমরাই আমাদের ভাগ্য তৈরী করি, তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কাউকে প্রশংসা করারও কিছু নেই।
10.টিয়া পাখির মতো মুখস্ত করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না, শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূরে করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়।
শিক্ষা নিয়ে কিছু উক্তি:
1.শিক্ষা হলো যে কোনো কিছু শোনার এক চমৎকার ক্ষমতা কোনো ধরনের রাগ বা আত্মমর্যাদা হারানো ব্যতীত।
— রবার্ট ফ্রস্ট
2.তাকেই বলি শ্রেষ্ট শিক্ষা, যা কেবল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। — রবীন্দ্রনাথ ঠাকুর
3.শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার দ্বারা পৃথিবীকে বদলে ফেলা যায়।
— নেলসন ম্যান্ডেলা
4.জ্ঞানী লোক কখনও সুখের সন্ধান করে না।
— এরিষ্টটল
5.শিক্ষা যে দিশায় শুরু হয় একজন মানুষ তাতেই নিজেত ভবিষ্যত বানিয়ে ফেলতে পারে।
— প্লেটো
6. অসম্পূর্ণ শিক্ষায় আমাদের দৃষ্টি নষ্ট করিয়া দেয়—পরের দেশের ভালোটা তো শিখিতে পারিই না, নিজের দেশের ভালোটা দেখিবার শক্তি চলিয়া যায়।
— রবীন্দ্রনাথ ঠাকুর
7.একটা ভালো শিক্ষা হলো একটা ভালো ভবিষ্যত এর মূল ভিত্তি।
— এলিজাবেথ ওয়ারেন
8.মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হল শিক্ষা।
— স্বামী বিবেকানন্দ
9.আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুন্ঠিত হই।
—প্রমথ চৌধুরী
10.টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো।
— সক্রেটিস
11.জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক | জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মুল্য দিতে।
— এ.পি.জে আব্দুল কালাম
12.শিক্ষা ব্যতীত প্রতিভা হলো খনির মধ্যে রূপার মতো।
— বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
13.শিক্ষার সর্বাধিক ফল হল সহনশীলতা।— হেলেন কেলার
14.আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়; যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়।
— রবীন্দ্রনাথ ঠাকুর
15.শিক্ষার প্রথম কাজ হলো কৌতুহলের শিকে ছেঁড়া।
— আইভরি ব্রাউন
16.শিক্ষার মূল হলো তেতো তবে এর ফল অনেক বেশি মিষ্টি।
— এরিস্টটল
17.যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে | জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসেনা।
— এ.পি. জে. আব্দুল কালাম
18.কেবল শিক্ষাই পারে দেশকে দারিদ্র মুক্ত করতে।— সংগৃহীত
19.জীবনের জন্য প্রস্তুতির নাম কখনোই শিক্ষা নয়, বরং শিক্ষা নিজেই হলো একটা জীবন।
— জন ডেয়েই
20.তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।
— নেপোলিয়ন বোনাপার্ট
21.শিক্ষা কখনোই কোন কিছু শেখার নাম নয়,বরং মনকে চিন্তা করতে শেখানোর নামই হলো শিক্ষা।
— আলবার্ট আইন্সটাইন
22.শিক্ষা বলিতে কতকগুলি শব্দ শেখা নহে; আমাদের বৃত্তিগুলির শক্তিসমূহের বিকাশকেই শিক্ষা বলা যাইতে পারে।
— বিবেকানন্দ
23.মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের শিক্ষা সমাপ্ত হয় না।— রবার্ট ই লি
শেষ কথা:
পাঠক বন্ধুরা আমি এই আর্টিকেলের মাধ্যমে শিক্ষা নিয়ে কিছু কথা ,স্ট্যাটাস ও উক্তি আলোচনা করেছি। আশা করি, এই আর্টিকেল আপনাদের সবার ভালো লাগবে। ভাল লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।আর যদি এই আর্টিকেলে কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সব সময়ের জন্য চেষ্টা করি আপনাদের সামনে ভালো একটি আর্টিকেল পেস্ট করতে। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ………………