প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে হাজির হয়েছি।
পৃথিবীতে নিজের জন্ম ধাত্রী মায়ের পরে যিনি মা বলে বিবেচিত তিনি হচ্ছেন শাশুড়ি। শাশুড়ি বলতে সাধারণত বিপরীত ক্রমে স্বামী বা স্ত্রীর মাতা কে বুঝিয়ে থাকে। পৃথিবীতে শাশুড়ির সাথে মানুষের রক্তের সম্পর্ক না থাকলেও এই সম্পর্কে প্রাধান্য অনেক রয়েছে। কেননা অনেক সংস্কৃতি ও আইনি ব্যবস্থা এ সম্পর্কের সাথে যুক্ত ব্যক্তিদের উপর অনেক দায়িত্ব ও কর্তব্য আরোপ করেছে। যা একজন উত্তম পুত্রবধূ কিংবা জামাই হিসেবে সকলের মেনে চলা আবশ্যক। বাংলা সংস্কৃতিতে একজন শাশুড়িকে মায়ের সাথে তুলনা করা হয়। কিন্তু বিশ্বের অনেক দেশের উন্নত সংস্কৃতিতে শাশুড়িকে অসহ্যকর অসহনশীল কৌতুক কৃপণ ও অপ্রীতিকর ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়। তাদের ধারণা তারা সর্বদা স্বামীর শত্রু হয়ে থাকে। যা সম্পূর্ণ একটি কুসংস্কার মাত্র। ইসলামে শাশুড়িদের মায়ের সমপরিমাণ মর্যাদা রয়েছে। কেননা রক্তের সম্পর্ক ছাড়াও যাদেরকে মাহরাম বলে বিবেচিত তিনি হচ্ছেন শশুর শাশুড়ি। শাশুড়ির যেহেতু মায়ের সমান তাই আমাদের প্রত্যেকের উচিত শাশুড়িকে মায়ের মতোই সম্মান ও মর্যাদা দেওয়া। তাহলে আমাদের আজকের সমাজে অনেক পরিবর্তন আসবে।
শাশুড়ি নিয়ে কিছু কথা
শাশুড়ি তো আমাদের মায়ের মতো একজন ব্যক্তি যিনি আমাদের কে জীবনে সঠিক পরামর্শ প্রদান করে থাকে। আমাদের আজকের সমাজে শাশুড়ি নিয়ে অনেক ভ্রান্ত ধারণা সবার মনে তৈরি হয়েছে যার কারণে প্রায় প্রতিটি মানুষ শাশুড়ি সম্পর্কে খারাপ মনোভাব পোষণ করে থাকে। কিন্তু আমাদের প্রত্যেকের সুস্থ মস্তিষ্কে ভাবা উচিত পৃথিবীতে সব মানুষ সমান নয়। ভালো খারাপ দুটোর মিশ্রনে আমাদের আজকের এই পৃথিবী। তাই কতিপয় কিছু শাশুড়ির জন্য আমাদের মোটেই উচিত নয় পুরো শাশুড়ি জাত টাকে অসম্মান করা।
শাশুড়ি নিয়ে কবিতা
বউ-শাশুরী
– আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
শাশুরী তো মা নয়,শুধুই মায়ের মতন ,
করেনি গর্ভে ধারণ, সয়নি প্রসব বেদন।
করেনি মল-মূত্র সাফ,পায়নিকো দুঃখ তাপ,
লালন-পালনের কষ্ট,সব পেল মাপ।
জামাই-ছেলে,বধূ-মেয়ে,হয়না কভু সমান,
নিজ রক্তের প্রতি,থাকেই অধিক টান।
সুখ চাও মেয়ের শুধু,বউকে কর অপমান,
দু’য়ের মাঝে খোঁজ কেন,এত ব্যবধান।
শাশুরী তো মা নয়,তবুও মায়ের মতন,
ক্ষতি কি যদি করি, মাতৃ সম যতন।
বউ ভাবো,সে-ই মা, নেই কোন ফাঁক,
শাশুরী ভাবো,সে-ই মেয়ে,দাও মধুর ডাক।
আমারি বাহু ডোরে,তার প্রিয় সন্তান,
তাই দায়ে পরা ভালবাসা,খোঁজে নিজ কল্যাণ।
শুধু কবুল মন্ত্র-সূত্রে গাঁথা এই বাঁধন,
ফের মন্ত্র পাঠে হয় সম্পর্কের পতন।
শাশুড়ি নিয়ে উক্তি
জামাই এবং বউ এর মধ্যে সম্পর্ক হওয়া উচিৎ সবচেয়ে কাছের বন্ধুর মত।
– বি আর আম্বেদকর
সুখী দাম্পত্য জীবনে বউ জলবায়ু সরবরাহ করে এবং স্বামী প্রাকৃতিক দৃশ্য প্রদান করে।
– জেরাল্ড ব্রেনান
একজন পুরুষের চরিত্রের প্রকৃত সূচক হল তার বউয়ের স্বাস্থ্য।
– সিরিল কনোলি
একজন আদর্শ বউ যে কোন নারী যার একজন আদর্শ স্বামী আছে।
– বুথ টার্কিংটন
প্রত্যেক সফল পুরুষের পিছনে রয়েছে একজন গর্বিত বউ এবং একজন বিস্মিত শাশুড়ি।
– হুবার্ট এইচ
একজন মানুষের বাড়ি তার বউয়ের দুর্গ।
– আলেকজান্ডার চেজ
একজন উত্তম বউ সবসময় তার জামাইকে মাফ করে দেন যখন সে ভুল করে।
– মিল্টন বারলে
শাশুড়ী নিয়ে ছন্দ
আশায় আশায় আছি বসে,
খাবত জম্পেশ জামাই ষষ্ঠী,
শ্বশুরবাড়ি জুটবে কবে,
মিলবে মোর ঠিকুজি কুষ্ঠি।
ইচ্ছেমতো মনের মাঝে,
মাছের মাথা আর দই–ভাত
খাবার লোভে বলছি হেসে,
“শ্বশুরবাড়ি জিন্দাবাদ!