আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সব সময়।
বাঙালী রমনীদের কাছে শাড়ি এক অবিচ্ছেদ্য অংশের নাম।শাড়ি পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর হবে।তাই শাড়ি জরিয়ে আছে প্রতিটি বাঙালি রমনীর হৃদয় জুড়ে।আজকাল রমনীদের হয়ত সবসময় শাড়ি পড়া হয়ে উঠে না কিন্তু একদম যে শাড়ি পড়ে না কিংবা পড়তে পছন্দ করে না তা বলা মুশকিল।আজকাল মানুষের দৈনন্দিন জীবনের এক অবচ্ছেদ্য অংশের নাম হলো ফেইসবুক।আমাদের দৈনন্দিন জীবনের সকল কিছুই আমরা ফেইসবুকে শেয়ার করে থাকি।একটা ছবি যখনই ফেইসবুকে দেওয়া তার ইউনিকিটি নির্ভর করে আপনার ক্যাপশান এর উপর।ক্যাপশান এর উপর আপনার ছবির আসল সৌন্দর্য ফুটে ঊঠে।
শাড়ি নিয়ে উক্তি :
নীল শাড়ি আর সাদা ব্লাউজে মেয়েদের ঠিক আকাশের মতো মতো লাগে।
— হুমায়ূন আহমেদ।
ঈশ্বর ভারতীয়দের উপহার দেয়ার জন্য একটা তালিকা তৈরি করেছিলো। আর শাড়ি ছিলো সেই তালিকার শীর্ষে।
— সুনীল গঙ্গোপাধ্যায়।
. শাড়িই একমাত্র পোশাক যা কয়েক শতাব্দী ধরে ফ্যাশনের শীর্ষে রয়েছে।
— বৈশালী শধঙ্গুলে। ( ভারতীয় ফ্যাশন ডিজাইনার)।
কোনো নারী যখন শাড়ি পরে তখন পুরো বিশ্ব তার অনুগ্রহের প্রশংসা করতে থামে।
— সংগৃহীত।
বাঙালি মেয়েদের সবচেয়ে সুন্দর লাগে সাদা শাড়িতে, অথচ এরা সাদা শাড়ি সচরাচর পড়ে না, কারণ সাদা বিধবাদের রং।
— হুমায়ূন আহমেদ।
শাড়িটি বহু মহিলা-দেবী দুর্গাকে আঁকিয়েছে যারা রাক্ষসকে পরাজিত করেছিল, যুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বদানকারী রানী লক্ষ্মীবাই। একটি শাড়ি আমাকে এত কৃপণ তবুও এত শক্তিশালী মনে করে।— মহাশ্বেতা দেবী৷
যেইখানে কল্কাপেড়ে শাড়ি প’রে কোনো এক সুন্দরীর শব
চন্দন চিতায় চড়ে—আমের শাখায় শুক ভুলে যায় কথা;
সেইখানে সবচেয়ে বেশি রূপ—সবচেয়ে গাঢ় বিষণ্নতা;
— জীবনানন্দ দাশ
সাদা শাড়ি পড়ে মেয়েরা অনায়াসে পূর্ণিমার জ্যোছনার সাথে মিশে যেতে পারে।
— হুমায়ূন আহমেদ।
যুবতী, ক্যানবা করো মন ভারী,
পাবনা থ্যাহ্যা আন্যে দেব টাকা
দামের মটরি (পাবনা অঞ্চলের বিখ্যাত শাড়ি)
— লোকসংগীত
যদি আমি রেগে থাকি, পড়ে এসো শাড়ি
খুব করে বকে দিলেও, নিবোনা আর আড়ি।
— ফয়সাল আহমেদ।
যখন কোনো মেয়ে শাড়ি পড়ে , তখন তার ধর্ষণের আশঙ্কা একটু হলেও কমে।
— সংগৃহীত।
ক্যাপশন
১.”অষ্পষ্ট অনুভূতি মস্তিষ্ককে চুষে বেড়ানো কিছু বেওয়ারিশ চিন্তা”।
২.”মুছে ফেলে দিতে চাওয়া গ্লানিগুলো ধোয়া হয়ে বাতাসে মিলিয়ে যাওয়া”।
৩.”মধ্য রাতে খুব শুনতে ইচ্ছে করে”
৪.”আকাশটা একলাই রইলো আমাদের আর হলো না”
৫.”হৃদয় ভাঙার ব্যাথাটা আমি খুব করে বুঝি
কারণ আমি তা খুব করে সয়েছি”
৬.”ছেয়েছিলাম একটু হাজারো দুঃখের মাঝেও সুখটুকু ছুয়ে নিতে”
৭.”আপনি যখন নিজের জীবনকে মুড়ে ফেলার ঝামেলা অনুভর করেন তখন নিজেকে শাড়িতে মুড়িয়ে রাখুন এবং সকলের সাথে লড়াই করুন”
৮.নারীর কাছে এখনো শাড়ির আবেদন এখনো ততখানি যতখানি প্রেমিকের কাছে তার খোলা চুলের”
৯.পাঞ্জাবি না থাকলে শাড়িদের জিতে যাওয়া ফিকে হত
১০.বল বীর চির উন্নত শির
যখন ঝুকে ধরে কুচি শাড়ির
জানবে প্রেম ঝমে ক্ষীর
শাড়ি নিয়ে রোমান্টিক স্ট্যাটাস
লাল টিপ আর লাল শাড়ি পরে যখন কোনো মেয়ে তার প্রেমিকের সামনে আসে, তখন প্রেমিক হৃদয়ের কি হাল হয় সেটা বিধাতা ই জানে।
যেকোনো নারীকেই বিনা সাজেই শাড়িতে সুন্দর লাগে। আর যদি লাল শাড়ি তাহলে তো কোনো কথাই নেই।
শাড়িই একমাত্র পোশাক যা কয়েক শতাব্দী ধরে ফ্যাশনের শীর্ষে রয়েছে।
(বৈশালী শধঙ্গুলে)।
শাড়ি নিয়ে রোমান্টিক কবিতা
শাড়ি
মোকসেদুল ইসলাম
অদ্ভুত মানুষগুলো
সত্যি বলছি শাড়িতে বড়ই অদ্ভুত সু্ন্দর দেখা যায় তোমাকে
হঠাৎ করেই যেন কিশোরী থেকে ষোড়শী নারী হয়ে ওঠো
আর তখনই তোমার আঁচলের নিচেই বিচিত্র ভঙ্গিতে খেলা করে যৌবন।
তোমার এমন খেলা দেখতে দেখতে অবুঝ প্রেম কবে যে মনের চোরাবালিতে
ডুব দিয়ে বেড়ে উঠেছে বুঝতেই পারেনি বসন্তের বিশুদ্ধ নিয়মে বেড়ে ওঠা যুবক,
এইতো সেদিনের কথা নিয়ন্ত্রিত জীবনে যৌবনের আস্পর্ধায় চুমু খেতে গিয়ে
অবাক বিস্ময় নিয়ে থমকে দাঁড়িয়ে ছিল দুপুরের কাঠ ফাটা রোদ