শবে মেরাজ কি ? পবিত্র শবে মেরাজের গুরুত্ব ও তাৎপর্য

Native Banner

বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভাল আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের সামনে একটি মূল্যবান আর্টিকেল  আলোচনা করব তা হল সবে  মেরাজের গুরুত্ব ফজিলত। অনেকেই আছে যারা এখনো প্রসব শবে মেরাজের ফজিলত সম্পর্কে জানেনা শুধু নাম শুনেছে শবে মেরাজ কিন্তু এর ফজিলত কতটুকু তা জানিনা তাই আপনাদের সুবিধার জন্য আজকের শবে মেরাজের গুরুত্ব ফজিলত সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই আপনারা দেরি না করে চলে আসুন আমাদের আর্টিকেলে।

মেরাজ রজনীর গুরুত্ব:

সর্বশেষ নবী হজরত মোহাম্মাদ (সা.) এর ২৩ বছরের নবুওয়তি জীবনের অন্যতম অলৌকিক ও তাৎপর্যপূর্ণ ঘটনা হলো “মেরাজ”। মেরাজে গমন করে রাসুলুল্লাহ (সা.) আল্লাহ তায়ালার কাছ থেকে উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের আদেশসহ ইসলামী সমাজ পরিচালনার বিধি-বিধান নিয়ে আসেন। প্রিয় নবী হজরত মোহাম্মাদ (সাঃ) বিশ্ব মানবতার মুক্তির লক্ষ্যে ইসলামকে একটি পূর্ণাঙ্গ ও সর্বজনীন জীবন ব্যবস্থা হিসেবে রূপ দেয়ার জন্য তিনি আল্লাহ তায়ালার কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা পেয়েছিলেন মেরাজ রজনীতে। এ জন্য এ রাতটি মুসলমানদের কাছে অতীব গুরুপূর্ণ রাত।