বিসমিল্লাহির রহমানির রাহিম
প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন ।আমিও ভাল আছি ।আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছিলালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে ।যারা লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা খুঁজছেন তাদেরকে আমার এই ওয়েবসাইটে স্বাগতম।আমি আজকে আপনাদের সাথে লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে আলোচনা করব।আশা করছি আজকের এই আলোচনা আপনাদের সবার ভালো লাগবে।
লালমনি এক্সপ্রেস ট্রেন নিয়ে কিছু কথা:
লালমনি এক্সপ্রেস বাংলাদেশের উত্তরের জেলা লালমনিরহাট কে রাজধানী ঢাকার সাথে সংযুক্ত করেছে। লালমনি এক্সপ্রেস বাংলাদেশের একটি আন্তঃনগর ট্রেন।লালমনি এক্সপ্রেস 2004 সাল থেকে লালমনিরহাট টু ঢাকা রুটে নিয়মিত চলাচল শুরু করছে। ঢাকা থেকে লালমনিরহাট স্টেশন পর্যন্ত সময় লাগে 9 ঘন্টা 35 মিনিট।ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে আপনাকে বেশ কয়েকটি তথ্য জানতে হবে তা না হলে আপনি ট্রেনের যাতায়াত করতে ভোগান্তিতে পড়তে পারেন।বর্তমানে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাপনার বেশ উন্নতি হয়েছে এবং এই উন্নতির কারণে যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।ট্রেন আমাদের দেশের অন্যতম জনপ্রিয় পরিবহন।লালমনি এক্সপ্রেস আপনার ভ্রমণকে শান্তিপূর্ণ এবং সন্তুষ্ট করতে পারে।বাংলাদেশ রেলওয়ে আন্তনগর ট্রেন সার্ভিস অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে যার মধ্যে লালমনি এক্সপ্রেস একটি।আমাদের মধ্যে অনেকেই আছে যারা ট্রেনে যাতায়াত করতে পছন্দ করে। কেননা বাস জার্নি অনেকটা বোরিং হয়ে থাকে। কারণ বাসে যাতায়াত করতে গেলে আমাদের ট্রাফিক জাম এ পড়তে হয়। যার ফলে আমাদের সময় নষ্টের পাশাপাশি ভোগান্তিতে পড়তে হয়।অন্যদিকে ট্রেন জার্নি অনেকটা সুবিধাজনক। কেননা ট্রেনে নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছানোর যায়।লালমনি এক্সপ্রেস বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী জেলা থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত চলাচল করে। ঢাকা লালমনির দূরত্ব 405 কিলোমিটার বা 252 মাইল।
লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী:
প্রতিদিন হাজার হাজার মানুষ ট্রেনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। আমাদের দেশে বাংলাদেশ রেলওয়ে একমাত্র ট্রেন সার্ভিস ।যাতায়াতের অন্যান্য যানবাহন ট্রেনের মত না। অন্যান্য যানবাহনে অনেক কষ্ট করে যাতায়াত করতে হয়। কিন্তু ট্রেনে যাতায়াত অনেক সহজলভ্য।
স্টেশন |
ছুটির দিন |
ছাড়ায় সময় |
পৌছানোর সময় |
ঢাকা টু লালমনিরহাট |
ঢাকা শুক্রবার |
২১ঃ৪৫ |
০৭ঃ২০ |
লালমনিরহাট টু ঢাকা |
ঢাকা শুক্রবার |
১০ঃ২০ |
১৯ঃ৫৫ |
লালমনি এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন এবং সময়সূচী:
বিরতি স্টেশন নাম |
ঢাকা থেকে (৭৫১) |
লালমনিরহাট থেকে (৭৫২) |
বিমানবন্দর |
২২ঃ১২ |
১৯ঃ২১ |
জয়দেবপুর |
২২ঃ৪২ |
১৮ঃ৪৭ |
টাঙ্গাইল |
২৩ঃ৪০ |
১৭ঃ৫০ |
বঙ্গবন্ধু সেতু পূর্বে |
০০ঃ০২ |
১৭ঃ২৮ |
শহীদ এম মনসুর আলী |
০০ঃ৩৯ |
১৬ঃ৪৬ |
উল্লাপাড়া |
০১ঃ০২ |
১৬ঃ১৮ |
বড়াল ব্রিজ |
০১ঃ৩০ |
১৫ঃ৫৫ |
আজিমনগর |
০২ঃ১৫ |
১৫ঃ১৬ |
নাটোর |
০২ঃ৪২ |
১৪ঃ৪৬ |
সান্তাহার |
০৩ঃ১৫ |
১৩ঃ৫৫ |
বগুড়া |
০৪ঃ২১ |
১৩ঃ০৮ |
সোনাতলা |
০৪ঃ৫০ |
১২ঃ৩৪ |
বোনারপাড়া |
০৫ঃ১৩ |
১২ঃ১২ |
গাইবান্ধা |
০৫ঃ৩৭ |
১১ঃ৪৮ |
বামনডাঙ্গা |
০৬ঃ০৯ |
১১ঃ১৭ |
পীরগাছা |
০৬ঃ২৭ |
১০ঃ৫৮ |
কাউনিয়া |
০৬ঃ৪৫ |
১০ঃ৪০ |
লালমনি এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা:
লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি একটি বাংলাদেশের আন্তঃনগর ট্রেন হয়ে যে সকল ধরনের সুবিধা পাওয়া যায়। লালমনি এক্সপ্রেস ট্রেনের আসনগুলো হলো শোভন, শোভন চেয়ার, প্রথম শিট, প্রথমবার্থ, স্নিকধা, এসি সিট এবং এসি বার্থ সহ সকল মানসম্মত আসন রয়েছে। আসন গুলোর মধ্যে বিভিন্ন শ্রেণি থাকায় সব শ্রেণীর মানুষ যাতায়াত করতে পারবে।
আসন বিভাগ |
টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন |
৪২০ টাকা |
শোভন চেয়ার |
৫০৫ টাকা |
প্রথম সিট |
৬৭৫ টাকা |
প্রথম বার্থ |
১০১০ টাকা |
স্নিগ্ধা |
৮৪০ টাকা |
এসি সিট |
১০১০ টাকা |
এসি বার্থ |
১৫১০ টাকা |
শেষ কথা:
পাঠক বন্ধুরা আমি এই পোষ্টের মাধ্যমে লালমনি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা আলোচনা করেছি। আশা করি, এই পোস্ট আপনাদের সবার ভালো লাগবে। ভাল লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ………………