রিজিক নিয়ে সেরা কিছু ইসলামিক উক্তি

Native Banner

হ্যালো ভিউয়ার্স আজকের আর্টিকেলটি একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল হতে চলেছে আজকে আমরা এই আর্টিকেলে মহামূল্যবান একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা হচ্ছে আমাদের রিজিক। আমরা রিজিক প্রতিদিন গ্রহণ করি বা খাই তা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামীন পক্ষ থেকে আসে তা আমরা সকলেই স্বীকার করি ও মানি রিজিক এমন একটি বিষয় যা আমাদের  আল কুরআন মাজিদে উল্লেখ আছে রিজিক নিয়ে অনেক ধরনের আয়াত এবং হাদিসে রয়েছে অসংখ্য হাদিস আমাদের এই রিজিক নিয়ে আসলে রিজিকটা আমাদের কোথা থেকে আসে এবং আমরা কিভাবে রিজিকটা গ্রহণ করি তার সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামীন তার পাক পবিত্র কালামে বলে দিয়েছেন।

রিজিক নিয়ে উক্তি হাদিস কোরআনের আয়াত 

মহান আল্লাহ যার জন্য ইচ্ছা করেন তার রিজিক বাড়িয়ে দেনএবং এবং যার প্রতি অসন্তুষ্ট হন তাররিজিক সংকুচিত করেন।
— সূরা আর-রাদ – ২৬