Native Banner
বিসমিল্লাহির রহমানির রাহিম প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে ।আজ 6এপ্রিল 2022 রোজ বুধবার। আজকের সেহরি ও ইফতারের সময়সূচি দেখে নিন নিচের তালিকা থেকে এটি তুলে ধরা হয়েছে ইসলামি ফাউন্ডেশন এর প্রকাশ করার সময় সূচি অনুসারে। পাবনা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যাদের দরকার পাবনা জেলার ইফতারির সময়সূচী তারা এখান থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।পাবনা জেলার সেহরি ও ইফতারের সময় সূচি জেনে নিলে পাবনার বাসিন্দাদের রমজান মাসে সিয়াম সাধনায় সেহরি ও ইফতারের সময় সূচি জানতে ও অপরকে জানাতে সুবিধা হবে। পাবনা জেলার বাসিন্দারা এই ওয়েবসাইট থেকে খুব সহজেই রমজান মাসের পাবনা জেলার সেহরি ও ইফতারের সময়সূচী জেনে নিতে পারবেন। পাবনা জেলার সেহরি ও ইফতারের সময়সচি জানতে ইমেজ টি ডাউনলোড করে সংরক্ষন করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট এ প্রবেশ করে নিয়মিত পাবনা জেলার সেহরি ও ইফতার সম্পর্কে জানতে পারবেন।তাই যারা পাবনা জেলায় বসবাস করেন তাদের জন্য ইফতারের সময়সূচি ২০২২ জানার পাশাপাশি পাবনার সেহরির সময় ২০২২ জানতে হবে। এ জন্য আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পাবনার সেহরী এবং ইফতারের শেষ সময় ২০২২ জেনে নিন। প্রতিবছর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হয়।
রমজান অর্থ কি?
রমজান আরবি শব্দ। যার উৎপত্তি রজম ধাতু থেকে। অর্থ- দহন করা । ঝলসে দেওয়া। রমজানের এক মাস রোজা রাখার দ্বারা সাধকের সব পাপ পুড়ে ছাই হয়ে যায়। রুহের কালিমা দূর হয়। মমিনের হৃদয়ের ঔজ্জল্য আসে। তাকওয়ার অধিকারী ও মুত্তাকী হতে পারে। তাই এ মাসটির নাম রমজান।
ঢাকার সময়ের সাথে বাড়বে:
জেলার নাম | সেহরি | জেলার নাম | ইফতার |
মানিকগঞ্জ বগুড়া সিরাজগঞ্জ পঞ্চগড় নীলফামারী ভোলা | ১ মি. | মাদারীপুর | ১ মি. |
শরীয়তপুর দিনাজপুর ঠাকুরগাঁও জয়পুরহাট ফরিদপুর মাদারীপুর বরিশাল | ২ মি. | মানিকগঞ্জ ময়মনসিংহ গোপালগঞ্জ বাগেরহাট ফরিদপুর | ২ মি. |
নওগাঁ ঝালকাঠি গোপালগঞ্জ | ৩ মি. | শেরপুর খুলনা টাঙ্গাইল নড়াইল | ৩ মি. |
নাটোর পাবনা কুষ্টিয়া রাজবাড়ী মাগুরা পিরোজপুর বরগুনা পটুয়াখালী নড়াইল বাগেরহাট | ৪ মি. | সিরাজগঞ্জ জামালপুর মাগুরা | ৪ মি. |
রাজশাহী ঝিনাইদহ যশোর খুলনা | ৫ মি. | পাবনা ঝিনাইদা যশোর সাতক্ষীরা রাজবাড়ী | ৫ মি. |
চাঁপাইনবাবগঞ্জ চুয়াডাঙ্গা | ৬ মি. | চুয়াডাঙ্গা গাইবান্ধা কুষ্টিয়া বগুড়া | ৬ মি. |
সাতক্ষীরা মেহেরপুর | ৭ মি. | নাটোর মেহেরপুর কুড়িগ্রাম | ৭ মি. |
৮ মি. | রাজশাহী নওগাঁ রংপুর জয়পুরহাট লালমনিরহাট | ৮ মি. | |
৬ মি. | নীলফামারী দিনাজপুর চাঁপাইনবাবগঞ্জ | ১০ মি. | |
পঞ্চগড় ঠাকুরগাঁও | ১২ মি. |
সেই ক্যালেন্ডার অনুসারে পাবনা জেলার জন্য কিছু সময় বাড়িয়ে নিতে হবে। সে ক্ষেত্রে আপনারা সেহরির সময় এর সাথে প্রতিদিন চার মিনিট করে বাড়িয়ে নেবেন। আর ইফতারের সাথে প্রতিদিন ৫ মিনিট করে বাড়িয়ে নেবেন। এভাবে প্রতিদিন যদি আপনারা সেহরী এবং ইফতারের সময় বাড়িয়ে নিতে পারেন তাহলে সঠিক সময়টি পাবেন। এভাবে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমাদের জানাবেন। আমরা এ বিষয়ে আপনাদের বুঝিয়ে দেবো।
রমজান জুড়ে ভালো কাজের পরিকল্পনা করবেন – ০১
ওজর ব্যতীত রোজা বাদ দেবেন না- ০২
লোক দেখানে রোজা পরিহার করা-০৩
মন্দ কাজ থেকে বেচে থাকা- ০৪
রোজার পুরস্কার সমূহ লাভের দোয়া করা-০৫
রোজার কষ্টকে হাসিমুখে মেনে নেবেন ০৬
ওজর থাকলে রোজা পরিত্যাগ করবেন-০৭
গীবত ও কুসৃস্টি থেকে বেঁচে থাকবেন -০৮
হালাল রুজির চেষ্টা করবেন -০৯
সেহরি নিয়ম অনুযায়ি খাবেন ১০
ইফতার করবেন যে পদ্ধতিতে- ১১
রোজাদারকে বেশে বেশি ইফতার করাবেন- ১২
রোজাদারদের বিশেষ পাঁচটি পুরুস্কার
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উম্মতকে রমজানের ব্যাপারে পাঁচটি জিনিস বিশেষভাবে দান করা হয়েছে, যা আমার পূর্বে আর কোন নবীকে দান করা হয়নি। সেগুলো হচ্ছে
-
- রোযাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মেসক এর চেয়েও অধিক প্রিয়।
- ফেরেস্তারা প্রতিদিন রোজাদারের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে।
- জান্নাতকে প্রতিদিন তাদের জন্য সুসজ্জিত করা হয় অতঃপর আল্লাহ তাআলা এরশাদ করেন, আমার নেক বান্দারা দুনিয়ার ক্লেশ যাতনা দূরে নিক্ষেপ করে অতিসত্বর তোমার নিকট আসছে।
- এ মাসে দুষ্টুও অবাধ্য শয়তান দিগকে আবদ্ধ করে রাখা হয়। যার কারণে তারা ঐ সব পাপ করাতে পারে না, যা অন্য মাসে করানো সম্ভব।
- রমজানের সর্বশেষ রাতে রোজাদারদেরকে মাফ করে দেওয়া হয়। সাহাবা একরাম আরজ করলেন, ইয়া রাসুলুল্লাহ সেই রাত কি শবে কদর? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না বরং নিয়ম হলো কাজ শেষ হলে মজুরকে তার মজুরী দিয়ে দেওয়া। বায়হাকীর শুয়াবুল ঈমান কানযুল উম্মাল, পৃ. ৩০২।