বিসমিল্লাহির রহমানির রাহিম
প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন ।আমিও ভাল আছি ।আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মেহজাবীন এর জীবন কাহিনী ও অজানা সব তথ্য নিয়ে ।যারা মেহজাবীন এর জীবন কাহিনী ও অজানা সব তথ্য খুঁজছেন তাদেরকে আমার এই ওয়েবসাইটে স্বাগতম।আমি আজকে আপনাদের সাথে মেহজাবীন এর জীবন কাহিনী ও অজানা সব তথ্য নিয়ে আলোচনা করব।আশা করছি আজকের এই আলোচনা আপনাদের সবার ভালো লাগবে।
জন্ম:
মেহজাবিন চৌধুরী ১৯৯১ সালের ১৯ এপ্রিল চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।বাবার নাম মহিউদ্দিন চৌধুরী এবং মা গজলা চৌধুরী দুই ভাইয়ের নাম রাজু ও আলিশান।মেহজাবিনের দুই বোন হচ্ছেন মোকাদ্দেছ ও কায়নাত।এই পাঁচজনের মধ্যে সবচেয়ে বড় মেহজাবিন। মেহজাবিন চৌধুরী বাংলাদেশের একজন মডেল ও অভিনেত্রী। তিনি ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।
মেহজাবিন এর প্রাথমিক জীবন:
মেহজাবিনের পৈতৃক নিবাস চট্টগ্রামে। শৈশবে বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে। মেহজাবিন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং এর ছাত্রী ছিলেন।ও লেভেলে পড়াশুনা করার সময় তিনি লাক্স সুন্দরী নির্বাচিত হন।
মেহজাবিন এর অভিনয় জীবন :
লাক্স-চ্যানেল আই সুপারস্টার 2009 প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবিন এর অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত তুমি থাকো” সিন্ধুপারে”. এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ. এরপর তিনি একের পর এক নাটকে কাজ করছেন
একক নাটক[সম্পাদনা]
- তুমি থাকো সিন্ধুপারে
- অপেক্ষার ফটোগ্রাফি (২০১৩)
- ওধরা
- চেনা হয়ে যায় অচেনা
- আনলিমেটেড হাসো
- মনের মত মন
- তুলা রাশির ছেলে (২০১৩)
- অবশেষে অন্য কিছু
- তুমি রবীন্দ্রনাথের অমিত নও
- গরু যখন গুরু
- চক্র
- টিয়ার শেষ পর্ব
- মেট্রো পলিটন বিভ্রম
- তবুও অপেক্ষায়
- কট বিহাইন্ড
- একটি পূর্ব পরিকল্পিত বিবাহ
- জামাই ধরা
- দরজা খোলা ছিল
- ভুল ঠিকানায় যাত্রা
- আমি কার
- একটি অনাকাঙ্ক্ষিত প্রেমের গল্প (২০১৪)
- ব্রেক আপ ব্রেক ডাউন
- শূন্যতার বৃত্তে
- একটি অসমাপ্ত ভালবাসা
- মেঘলা
- বউ বদল
- কমন ডায়ালগ
- রিটার্ন
- ফিল্ম মানিয়া
- ব্লাক কফি
- ভন্দ জামাই
- স্বপ্নিল
- দ্যা ক্লথ
- ক্রেডিট কার্ড
- ব্লাক রোজ
- আজ ১০ই আগস্ট
- ফ্রেন্ডশিপ লাভ সামথিং মোর
- মনের মত মন
- ভালবাসায় বাধা
- প্রেম (২০১৫)
- ফটো ফ্রেম
- ব্লাইন্ড ডেট
- বিহবল দিশেহারা
- নীল রৌদ্রের ঘ্রাণ (২০১৬) [৬]
- বড় ছেলে(২০১৭)
- ব্যাচ ২৭
- ছেলেটি অবন্তীকে ভালোবেসেছিল (২০১৭)
- হাই হিল (২০১৭)
- তোমার জন্য মন (২০১৭)
- অনামিকার নীল উপাধ্যায়
- যাতনা কাহারে বলে
- ভালবাসি আজো
- বাইকম্যান
- বেকার(২০১৭)
- এপিটাপ (২০১৭
- বেস্ট ফ্রেন্ড (২০১৮)
- পরিচয়
- সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না
- খেয়ালী আমি হেয়ালী তুমি
- তুমি যদি বল
- তোর ভাবী
- দোসর
- অনিকেত সন্ধ্যা
- ঘুরে দাড়ানোর গল্প
- নীরবতা
- সুর সতিন
- ফেরার পথ নেই
- নিঃশব্দে সুর
- নীল আবরণ
- জলসাঘর
- অমিত্রাক্ষর
- কেন
- নির্বাসন
- চেনা অচেনা
- মরীচিকা
- ক্যান্ডি ক্রাশ
- সুর বিবাগী
- দ্বিতীয় যাত্রার আগে
- বুকের বা পাশে
- বেয়াইনসাব (২০১৯)
- বেটার হাল্ফ (২০১৯)
- মন বদল(২০১৯)
- তুমি আমারই (২০১৯)
- ব্ল্যাক ডায়মন্ড (২০১৯)
- চাপাবাজ (২০২০)
- ইরিনা (২০১৯)
- ভাইরাল গার্ল (২০২০)
- আলো (২০২১)
- প্লাস ফোর পয়েন্ট ফাইভ (২০২১) [৮]
ধারাবাহিক নাটক [সম্পাদনা]
- ধান্দা
- ইউনিভার্সিটি
- অ্যাবনরমাল
বিজ্ঞাপন:
বাংলালিংক
লাক্স
এলিট গোল্ড মেহেদী
রানী গুঁড়া মসলা
ওমেরা এলপিজি
পুরস্কার ও মনোনয়ন:
মেরিল-প্রথম আলো পুরস্কার
প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | |
---|---|---|---|---|
২৮ এপ্রিল ২০১৬ | শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী | সুপারস্টার | মনোনীত | |
২১ এপ্রিল ২০১৭ | হাতটা দাও না বাড়িয়ে | |||
৩০ মার্চ ২০১৮ | বড় ছেলে | বিজয়ী | ||
২৬ এপ্রিল ২০১৯ | বুকের বা পাশে |
-
আরটিভি স্টার অ্যাওয়ার্ড:
প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | |
---|---|---|---|---|
২৮ ডিসেম্বর ২০১৯ | ১ ঘণ্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেত্রী – কেন্দ্রীয় চরিত্র | এই শহরে ভালোবাসা নেই | বিজয়ী |
চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার:
প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | |
---|---|---|---|---|
১১ মার্চ ২০২২ | শ্রেষ্ঠ নাট্য অভিনেত্রী | পূনর্জন্ম | বিজয়ী |
শেষ কথা:
পাঠক বন্ধুরা আমি এই পোষ্টের মাধ্যমে মেহজাবীন এর জীবন কাহিনী ও অজানা সব তথ্য আলোচনা করেছি। আশা করি, এই পোস্ট আপনাদের সবার ভালো লাগবে। ভাল লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।আর যদি এই আর্টিকেলে কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সব সময়ের জন্য চেষ্টা করি আপনাদের সামনে ভালো একটি আর্টিকেল পেস্ট করতে। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ………………