বিসমিল্লাহির রহমানির রাহিম
প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন ।আমিও ভাল আছি ।আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মেয়ের বিয়েতে একজন বাবার দেয়া ছয়টি উপদেশ নিয়ে ।যারা মেয়ের বিয়েতে একজন বাবার দেয়া ছয়টি উপদেশ খুঁজছেন তাদেরকে আমার এই ওয়েবসাইটে স্বাগতম।আমি আজকে আপনাদের সাথেমেয়ের বিয়েতে একজন বাবার দেয়া ছয়টি উপদেশ নিয়ে আলোচনা করব।আশা করছি আজকের এই আলোচনা আপনাদের সবার ভালো লাগবে।
বাবা মাকে নিয়ে কিছু কথা:
মেয়ের বিয়েতে একজন বাবার দেয়া ছয়টি উপদেশ:
১ম উপদেশ: আমার স্নেহের কন্যা! তোমার যা আছে, তা নিয়েই সন্তুষ্ট থাকবে। এমনকি অতি সাধারণ খাবার নিয়েও অসন্তুষ্ট হবে না। মনে রাখবে! পরিতৃপ্তি আর ভালবাসার সাথে শুকনো রুটি আর পানি জোরপূর্বক অনেক দামি খাবার খাওয়ার চেয়েও উত্তম।
২য় উপদেশ : আমার মমতাময়ী কন্যা! তোমার স্বামী যা বলে, মনোযোগের সাথে তা মেনে চলবে। তাকে সবচেয়ে বেশি গুরত্বের জায়গাটা দিবে, আর সে যেভাবে চায় ঐভাবেই নিজেকে সাজাবে। এভাবে একটা সময় তুমি তার হৃদয়ের মধ্যে জায়গা করে নিবে। কারণ মানুষ তার কাজের দ্বারাই ভালোবাসার পাত্রে পরিণত হয় ; অন্যকিছু দিয়ে নয়।
৩য় উপদেশ : আমার আদরের কন্যা! তার সবচেয়ে কাছের বন্ধু হও আর কখনোই তাকে অমান্য করবে না। যদি তুমি তার গোপনীয়তা প্রকাশ করে দাও, তবে তোমার উপর সে বিশ্বাস হারাবে, আর যদি তাকে অমান্য করো, তাহলে তার ক্রোধ থেকে তুমি নিজেকে আড়াল করতে পারবে না।
৪র্থ উপদেশ : আমার আদরের দুলালি! যখন সে কষ্টে থাকে, তখন তার সামনে উচ্ছাস প্রকাশ করবে না বরং তার দুখের ভাগিদারী হও। যখন সে হাসিখুসি থাকে তখন তোমার ভিতরে লুকায়িত অভিযোগ তার দিকে ছুড়ে মারবে না। কখনোই তার ব্যক্তিত্বকে খাটো করবে না। তার মুখে হাসি দেখলে তুমিও তার সুখের অংশ হও। কখনই তার হাসিমুখে কষ্টের ছাপ আনবে না। কারণ এর ফলে একটা সময় তুমি তাদের একজন হয়ে যাবে যারা তার কষ্টের কারণ হয়।
৫ম উপদেশ : আমার নয়নমণি কন্যা!যদি তুমি তার থেকে সম্মান চাও, তবে শুরুতে তার উপর তোমার অগাধ শ্রদ্ধা থাকতে হবে । আর তখন সে তোমার জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হবে।
৬ষ্ট উপদেশ : আমার স্নেহের কন্যা! সারাজীবন এই কথাগুলো মেনে চলবে। সুখের ফুল ততক্ষণ পর্যন্ত তোমার জীবনে ফুটবেনা যতক্ষন তুমি তার ইচ্ছাকে নিজের ইচ্ছার থেকে বেশি প্রাধান্য না দিবে।
এই উপদেশগুলো দিয়ে আমি তোমাকে আল্লাহর নিকট হস্তান্তর করছি। আল্লাহ তোমার সহায় হোক আর সব শয়তানি নজর থেকে তোমায় হেফাজত করুক।
শেষ কথা:
পাঠক বন্ধুরা আমি এই আর্টিকেলের মাধ্যমে মেয়ের বিয়েতে একজন বাবার দেয়া ছয়টি উপদেশ আলোচনা করেছি। আশা করি, এই আর্টিকেল আপনাদের সবার ভালো লাগবে। ভাল লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।আর যদি এই আর্টিকেলে কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সব সময়ের জন্য চেষ্টা করি আপনাদের সামনে ভালো একটি আর্টিকেল পেস্ট করতে। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ………………