ভিউয়ার্স আমি আজকে আপনাদের মাঝে মেঘলা দিনের উক্তি স্ট্যাটাস সম্পর্কিত একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের এই পোস্ট থেকে আপনি মেঘলা দিনের উক্তি ও স্ট্যাটাস গুলো সংগ্রহ করতে পারবেন। আমাদের আজকের এই পোস্টের মেঘলা দিনের উক্তি স্ট্যাটাস গুলো আপনাকে রোমান্টিক হতে সাহায্য করবে। আপনি আমাদের আজকের এই মেঘলা দিনের স্ট্যাটাস গুলো থেকে মেঘলা দিনের রোমান্টিক মুহূর্ত গুলো সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন।মেঘলা দিন সাধারণত আষাঢ় শ্রাবণ মাসের দিনগুলো কে বোঝায় এ সময় আকাশে থাকে ঘন মেঘের ছড়াছড়ি। মেঘলা দিন বলতে সাধারণত এমন দিন কি বুঝায় যে দিনে আকাশ থাকবে শুধু মেঘের ছড়াছড়ি আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সমাহার। মেঘলা দেন আমাদের সকলের মনে দোলা আঁকে।কখনো কখনো মেঘলা দিন মানুষের মনকে রোমান্টিক করে তোলে আবার কখনো কখনো মেঘলা দিন মানুষের মনকে হতাশা ও বিষন্নতায় জর্জরিত করে তোলে। মেঘলা দিনে মানুষের কর্মক্ষমতা হ্রাস পায়। মেঘলা দিন সবার মনেই দোলা আঁকে না। কিছু কিছু মানুষের মনে মেঘলা দিন কষ্ট দিয়ে থাকে। কেননা মেঘলা দিনে মানুষের কাজে বিঘ্নতা সৃষ্টি হয় এর কারণে খেটে খাওয়া মানুষগুলো সংকটে পরে যায়।
মেঘলা দিন নিয়ে উক্তি:
আমরা মেঘলা দিন নিয়ে বিখ্যাত মনীষীদের কিছু উক্তি আপনাদের মাঝে তুলে ধরবো। আমাদের আজকে এই পোস্টটিতে আপনারা জানতে পারবেন মেঘলা দিন নিয়ে বিখ্যাত মনীষীদের উক্তি গুলো। আপনারা আমাদের আজকের এই মেঘলা দিনে নিয়ে উক্তি গুলো সংগ্রহ করে আপনার বন্ধু-বান্ধব ও পরিচিত জনদের মাঝে শেয়ার করে দিতে পারবেন।
আমার এই মন খারাপের মেঘলা দিনে তুমি এলে এক আলো হয়ে। যে আলো তে মিশে গেল আমার সকল দুঃখের আঁধার।
এক বৃষ্টিস্নাত মেঘলা দিনে ভিজেছিলাম তুমি আর আমি। আমার কাছে সেই দিন টা এখন অভিশাপ!
মেঘলা দিনে তোমার মাল্য পরিহিত ছবিতে নিরস দৃষ্টিতে তাকিয়ে থাকা আমি ভেবেছিলেম- আর একটা বেশি বছর কেন থাকতে পারলে না মোর সাথে?
তুমি মেঘলা দিনে আমার কাছে কিছু চাইলে বা আবদার করলে আমি তা কখনোই ফেরাতে পারবো না। কেননা, মেঘলা দিন যে আমার ভীষণ প্রিয়!
মেঘলা দিনেই হয়েছিলো আমাদের প্রথম দেখা। আর মেঘলা দিনেই হয়েছিলো আমাদের প্রণয়। কিন্তু নিয়তির কি অমোঘ পরিণতি দেখ- মেঘলা দিনেই হলো আমাদের বিচ্ছেদ।
মেঘলা দিনের ছন্দ:
মেঘলা দিনে ছুঁড়ে দিলাম তোমার মলিন হাসি,
সেই হাসিতে গা ডুবিয়ে একলা আমি ভাসি।
মন খারাপের দিনে আমি একলা হয়ে পড়ি,
স্বপ্ন তুলোয় বান ভাসিয়ে মেঘলাকাশে চড়ি।
মেঘলা দিনের কাছে আমি চাইছি তোমার খোঁজ,
কেন তুমি দূরে থাকো, আসো না রোজ রোজ?
তোমার কিসের এত অভিমান ও আমার মেঘলা দিন? কেন আজ বৃষ্টির ছটাক থামাতেই চাইছো না?
এই মেঘলা দিনে মন টা তো আর ঘরে তে রয়না,
আমার নদী ভীষণ মানি, তোমায় ছাড়া যে বয়না।
অভিমানী মেঘ, টুকরো আবেগ,
বিকেলবেলায় আঁকছি তোমায়
গল্পগুলো সাথী হলো
হলদে স্মৃতির অবাধ্যতায়।
আমার শহর জুড়ে আছে
মেঘের আনাগোনা
বৃষ্টি নামুক তাতে আমার
অশ্রু লুকিয়ে রাখবো আমার মাঝে।
মেঘলা দিনের স্ট্যাটাস:
মেঘলা দিন! আমার একটা আবদার রাখবে? আকাশের ওই পাখিটি কে গিয়ে বলবে- আমাকে তার পিঠে চড়িয়ে নিয়ে আকাশে ঘুরে বেড়াতে?
মেঘলাকাশে মন হারিয়ে তোকে নিয়ে ভাবি,
দূর সীমানার ওই পথে তে আমার সঙ্গে যাবি?
এই মেঘলা দিনে মন টা তো আর ঘরে তে রয়না,
আমার নদী ভীষণ মানি, তোমায় ছাড়া যে বয়না।
মেঘলা দিন! আমার একটা আবদার রাখবে? আকাশের ওই পাখিটি কে গিয়ে বলবে- আমাকে তার পিঠে চড়িয়ে নিয়ে আকাশে ঘুরে বেড়াতে?
আঁচলে মেঘ নিয়ে বসে থাকা অজ্ঞাত আকাশ
আমার ছাদের টব জল ভুলেছে বহুদিন
তোমার স্নিগ্ধতা বুঝি পায়নি অবকাশ।
বৃষ্টির মাঝে দুজনে আছি একই ছাতার নিচে
মেঘের গর্জন গুলো কানে এসে পৌঁছায়
দুজনের সাথে থাকতে এ মন আরো চায়।
একান্নটি খন্ড যখন জ্যেৎস্না দিলো জুড়ে
এক ফালি মেঘ খবর দিয়ে গেলো কোথায় উড়ে
যে সতীরে খুঁজলি রে মন সারা দিবস জুড়ে
সে তোর বুকেতেই রাখলো মাথা নিবিড় আঁধারে ৷
শেষ কথা:
আমরা আজকের এই পোস্টে মেঘলা দিনের কিছু গুরুত্বপূর্ণ স্ট্যাটাস আলোচনা করছি ।আশা করি আজকের এই পোস্ট আপনাদের সবার অবশ্যই ভালো লাগবে ।ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন ।এবং কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন. ভালো থাকবেন। আল্লাহ হাফেজ………….