বিসমিল্লাহির রহমানির রাহিম
পাঠক বন্ধুরা শুরুতে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ আয়োজন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মুখের ব্রণ ও কালো দাগ দূর করার সহজ উপায় নিয়ে । আপনারা যারা মুখের ব্রণ ও কালো দাগ দূর করার সহজ উপায় খোঁজার জন্য ইন্টারনেটে সার্চ করে থাকেন তাদের এই ওয়েবসাইটে পক্ষ থেকে স্বাগতম। আপনাদের জন্যই এই পোস্টে। আপনারা নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংগ্রহ করতে পারেন।আমি আজকে আপনাদের সাথে মুখের ব্রণ ও কালো দাগ দূর করার সহজ উপায় নিয়ে আলোচনা করব।আশা করছি আজকের এই আলোচনা আপনাদের সবার ভালো লাগবে।
মুখের ব্রণ ও কালো দাগ দূর করার সহজ উপায়:
2.মধু
মধুতে অ্যান্টিবায়োটিক উপাদান রয়েছে, যা পিম্পলের ব্যাকটেরিয়ার সাথে লড়াই করে। এছাড়াও মধুতে ন্যাচারাল ব্লিচিং এজেন্ট রয়েছে, যা ব্রণের দাগ দূর করে।একটি বাটিতে ১ টেবিল চামচ কফি পাউডার এবং হাফ টেবিল চামচ মধু একসাথে মিশিয়ে নিয়ে পরিষ্কার মুখে লাগিয়ে নিয়ে হবে। ১৫ মিনিট পর স্ক্রাবিং করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে হবে।
3.লেবুর রস
লেবুর রসে তুলার টুকরো ডুবিয়ে ব্রণের দাগের ওপর লাগিয়ে ১৫ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
4.ভিটামিন ই তেল
যদি আপনার ভিটামিন ই তেলে কোনও অ্যালার্জি থাকে, তা হলে আলাদা কথা। না হলে দাগ-ছোপে সরাসরি তা ব্যবহার করে দেখতে পারেন। ভিটামিন ই ক্যাপসুল কিনে এনে তা থেকে তেল বের করে নিয়েও সরাসরি দাগের উপর লাগানো সম্ভব। তবে যাঁদের ব্রণর ধাত আছে, তাঁরা আমন্ড, সানফ্লাওয়ার সিডস, শুকনো অ্যাপ্রিকট ইত্যাদি রাখুন খাদ্যতালিকায়।
5.ফেসপ্যাক
১ টেবিল চামচ বেসন, ২ টেবিল চামচ টকদই, ১ চা চামচ মধু ও ১ চিমটি হলুদের গুঁড়া মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে ত্বকে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
6.আলুর রস
আলু খুব ভালো করে ধুয়ে ছেঁচে রস বের করে নিন। তার পর সরাসরি সেই রস লাগিয়ে নিন দাগ-ছোপে। মিনিট দশেক অপেক্ষার পর ধুয়ে ফেলতে পারেন। ফেস প্যাক বানানো যায় আলুর রস, মধু আর লেবুর রস দিয়েও।
7.চন্দন পাউডার
চন্দনে রয়েছে অ্যান্টি মাইক্রোভাল, যা স্কিনকে স্মুদ করে এবং ব্রণের দাগ দূর করে। এটি স্কিনকে উজ্জ্বল করে তোলে। এছাড়াও এতে ন্যাচারাল অ্যাস্ট্রিজেন্ট রয়েছে।
8.কমলা লেবুর খোসা
একটি কমলা লেবুর খোসা একটু জল দিয়ে ভাল করে মিক্সিতে বেটে নিন। তবে বেশি পাতলা করবেন না। এটা ব্রণর জায়গায় লাগান। ২০-২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
9.রসুন
অ্যালোভেরা জেলের সঙ্গে ২-৩টি রসুন থেঁতো করে মিশিয়ে দিন। এটি ব্রণতে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
10.ডিমের সাদা
২-৩ টি ডিমের সাদা অংশ নিয়ে ভাল করে ফেটিয়ে নিন যাতে ফুলে তা ক্রিমের মতো দেখতে হয়ে যায়। মুখ ধুয়ে তোয়ালে দিয়ে মুছে নিন। তারপর এই মিশ্রণটা মুখে ৩-৪ টি পরত লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে নিন।
11. টুথপেস্ট
ব্রণের সমস্যা সারাতে টুথপেস্ট খুব ভালো কাজ করে। ব্যথাযুক্ত ব্রণের জায়গায় রাতে ঘুমানোর আগে টুথপেস্টের প্রলেপ লাগিয়ে ঘুমান। সকালে উঠে দেখবেন ব্রণের ফোলা ভাব অনেক কমে গেছে আর ব্যথাও অনেকটা ভালো হয়েছে।
শেষ কথা:
প্রিয় বন্ধুরা আমরা এই পোস্টের মাধ্যমে মুখের ব্রণ ও কালো দাগ দূর করার সহজ উপায় আলোচনা করেছি ।আশা করি মুখের ব্রণ ও কালো দাগ দূর করার সহজ উপায় পড়ে আপনাদের সবার ভালো লাগবে ।ভালো লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন ।এবং কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না ।সবাই ভাল থাকবেন ধন্যবাদ।