আসসালমুআলাইকুম আশা করি সবাই ভাল আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।আপনি যদি মিথ্যাবাদী বা মিথ্যা কথা নিয়ে উক্তি খোঁজ করে থাকেন তাহলে আজকের এই পোস্ট আপনার জন্য। আজকের এই পোস্টে বিখ্যাত মনীষীদের বলা উক্তি তুলে ধরা হয়েছে। মিথ্যা কথা বলা মহাপাপ একথা আমরা সকলেই জানি।বর্তমান সময়ে মিথ্যার সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে।মিথ্যা বলাটা ও যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বর্তমান তথ্য প্রযুক্তির সময়ে মিথ্যা কথা বলা আরো সহজ হয়েছে।এখন প্রায় সকালে হাতে মোবাইল ফোন আছে এর জন্য মিথ্যা কথা আরো সহজ হয়ে গেছে।মানব চরিত্রের সবচেয়ে খারাপ দিক গুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট দিক হচ্ছে মিথ্যা বলা।সামাজিক কোনও বিষয়ের কথা এলে দেখা যায় মিথ্যার অস্তিত্ব থাকতে পারে কিংবা অন্তত সাদাসিধে কিছু নির্দোষ মিথ্যা-যা হয়তো সমাজে আমাদের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে।আজকের পোষ্টে পেয়ে যাবেন মিথ্যাবাদী নিয়ে উক্তি, মিথ্যাবাদী নিয়ে ইসলামিক বাণী, ফেসবুক স্ট্যাটাস, মিথ্যা কথা নিয়ে উক্তি, ছবি ও কবিতা।আশা করি আজকের এই পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।
মিথ্যাবাদী নিয়ে কিছু কথা:
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধ্বংস তাদের জন্য, যে লোক হাসানোর জন্য ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলতে থাকে। তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস।
—তিরমিজি শরীফ
যে ব্যক্তি মিথ্যা বলে ও মিথ্যার অন্বেষায় থাকে এভাবে একসময় আল্লাহর কাছে সেই চরম মিথ্যুক হিসেবে লিখিত হয়ে যায়।
—সহীহ মুসলিম
আল্লাহ তা’আলা বলেনঃ যারা মুসলমান পুরুষ ও মুসলমান নারী কে কোন প্রকার মিথ্যা অপবাদ দিয়ে কষ্ট দেয়, তারা বড় মিথ্যাবাদী। এবং তারা প্রকাশ্যে গুনাহর বোঝা বহন করবে।
—সূরা আহযাব, আয়াত ৫৮
আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত এক হাদিসে রাসূল (সা.) বলেন, ‘সত্যবাদিতা হচ্ছে শুভ কাজ। আর শুভ কাজ জান্নাতের দিকে নিয়ে যায়। আর বান্দা যখন সত্য বলতে থাকে, এক সময় আল্লাহর কাছে সে সত্যবাদী হিসেবে পরিচিত হয়। আর মিথ্যা হচ্ছে পাপাচার, পাপাচার জাহান্নামের দিকে নিয়ে যায়, বান্দা যখন মিথ্যা বলতে থাকে, আল্লাহর কাছে এক সময় সে মিথ্যুক হিসেবে গণ্য হয়’।
—(বুখারি : ৫৭৪৩, মুসলিম : ২৬০৭)
মিথ্যাবাদী নিয়ে উক্তি:
সব জায়গাতেই প্রতারণা। প্রাকৃতিক পৃথিবীতে প্রাণীকুল ছদ্মবেশ এবং ব্যবহার দ্বারা প্রতিনিয়ত একজন আরেকজনকে প্রতারণা করে যাচ্ছে ।বিখ্যাত মনীষীরা নানান ধরনের উক্তি বলেছেন তার মধ্যে মিথ্যা বিষয়েও নানান ধরণের উক্তির বলেছেন। তাই অনেকে চায় মিথ্যা কথা বা মিথ্যাবাদী নিয়ে উক্তি পেতে। তাই আমারা আজকের এই পোস্টে কিছু বাছাই করা মিথ্যাবাদী উক্তি নিয়ে উক্তি তুলে ধরেছি।
যারা অতিরিক্ত মিথ্যা বলে, খুব শীঘ্রই তারা অন্যের নিকট নিম্ন শ্রেণীর ব্যক্তি হিসাবে পরিণত হয়।
— জন ফোর্ড
মিথ্যাবাদীর শাস্তি হলো তাকে কেউ বিশ্বাস করে না, এবং সেও অন্যদেরকে বিশ্বাস করতে পারে না ।
— জর্জ বার্নার্ড শ
যে ব্যক্তি তার প্রতিদিনের রুটি ভিক্ষা করে তার চেয়ে অন্যের কাছ থেকে আমাদের প্রতিদিনের সুখ প্রার্থনা করা আরও দুঃখজনক দারিদ্র্যের হাতছাড়া করে।
— চার্লস কালেব কলটন
মিথ্যা বলা মানে আত্মার ক্ষয়। জন্মের সময় মানুষ বিশাল এক আত্মা নিয়ে পৃথিবীতে আসে। মিথ্যা বলতে যখন শুরু করে তখন আত্মার ক্ষয় হতে থাকে। বৃদ্ধ বয়সে দেখা যায়, আত্মার পুরোটাই ক্ষয় হয়ে গেছে।
— হুমায়ূন আহমেদ
পাপের অনেক যন্ত্রপাতি আছে, তবে মিথ্যাটাই হল সবচেয়ে বড় যন্ত্র; যা অন্য সবকিছুকে ঘুরানাের জন্য হাতলের মতাে কাজ করে।
—ও,ডাবলিউ হােলমস
এখানকার দারিদ্রতা আসল, এ সম্পর্কে একেবারেই সন্দেহ নেই। আপনি যদি ধীরে ধীরে দারিদ্র্য থেকে দূরে এই পদক্ষেপগুলি নিতে তাদের সহায়তা করতে পারেন তবে আপনি অনেক কিছুই ঠিক করতে চলেছেন।
— পামেলা অ্যাটকিনসন
মিথ্যা ভাষণ বালকের পক্ষে অপরাধ, প্রেমিকের কাছে কলা-কৌশল, অবিবাহিত পুরুষের কৃতিত্বপূর্ণ কার্য সম্পাদ, আর বিবাহিত রমণীয় অভ্যাস।
—হেলেন রাউল্যান্ড
যখন আপনার প্রেমিক মিথ্যাবাদী হয়, আপনি এবং তাঁর মধ্যে অনেক মিল রয়েছে, তখন আপনারা দুজনই আপনার সাথে মিথ্যা কথা বলছেন ।
— সুসান ফরোয়ার্ড
মিথ্যাবাদী নিয়ে ফেসবুক স্ট্যাটাস:
মানুষ যখন কিছু কিছু করে মিথ্যা কথা বলা শুরু করে। সেই সূত্র ধরে পাপ কাজে জড়িয়ে পড়ে। মিথ্যা কথা যখন বলা শুরু করে তখন ধীরে ধীরে মিথ্যা কথা বলা বৃদ্ধি হয। যখন মিথ্যা কথা বলায় অভ্যস্ত হয়ে যায় তখন সেই মিথ্যার আশ্রয় নেয়। দেখা যায় সে মিথ্যার পথ থেকে সত্যের পথে আসতে চায় না। তার জন্য সত্যের পথে ফিরে আসা কষ্টকর হয়ে যায়। তাই অনেকে চায় মিথ্যাবাদী নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতে তাই আজকের এই পোস্টের কিছু ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য মিথ্যাবাদী নিয়ে স্ট্যাটাস তুলে ধরেছি আজকের পোস্টে।
দারিদ্র্য বিলোপ করার চেয়ে অনেক বড় কারণ হ’ল দ্রুত এবং কিছু পরিণতির প্রতিরোধক প্রভাব: দ্রুত গ্রেপ্তার, তাত্ক্ষণিক বিচার, নির্দিষ্ট শাস্তি এবং – কোনও সময়ে – রায়ের চূড়ান্ততা।
— ওয়ারেন ই বার্গার
আমি মিথ্যাবাদী, প্রতারক এবং কাপুরুষ, কিন্তু আমি কখনই কোনও বন্ধুকে হতাশ করি না। অবশ্যই এই হতাশ না করার জন্য সততা, ন্যায্যতা ও সাহসিকতার প্রয়োজন ।
— মার্ক লরেন্স
একজন গল্পকার অন্য মানুষকে সাহায্য করার জন্য গল্প তৈরি করে আর একজন মিথ্যাবাদী নিজেকে সাহায্য করার জন্য গল্প তৈরি করে ।
— ড্যানিয়েল ওয়ালেস
শারীরিক ক্ষুধা এবং শারীরিক দারিদ্র্য এমন একটি বিষয় যা আমি কেবল কল্পনা করতে পারি না। আমি যখন চীন ছিলাম তখন আমি দরিদ্র ছিলাম বাচ্চাদের হিসাবে আমাদের কখনই অনাহার ছিল না, তবে পর্যাপ্ত ভাত ছিল না।
— জোয়ান চেন
যখন আপনার প্রেমিক মিথ্যাবাদী হয়, আপনি এবং তাঁর মধ্যে অনেক মিল রয়েছে, তখন আপনারা দুজনই আপনার সাথে মিথ্যা কথা বলছেন ।
— সুসান ফরোয়ার্ড
এটি কেবল বইগুলিতে লেখা বলে প্রমাণ হিসাবে বিবেচনা করবেন না, যে মিথ্যাবাদী তার জিহ্বার সাথে প্রতারণা করবে সে তার কলমের সাহায্যে এটি করতে দ্বিধা করবে না।
– মাইমোনাইডস
যদি কেউ বলে যে তারা ভালো মিথ্যাবাদী, তবে সেটা অবশ্যই স্পষ্ট নয়, কারণ যে কোন বুদ্ধিমান মিথ্যাবাদী সর্বদা জোর দিয়ে বলে যে- তারা সব বিষয়ে সৎ ।
— চক ক্লোস্টারম্যান
অলস হওয়া এবং দরিদ্র হওয়া সর্বদা তিরস্কার করা হয়েছে এবং তাই প্রত্যেকে নিজের দারিদ্রতা অন্যের কাছ থেকে এবং নিজের অলসতা নিজের কাছ থেকে আড়াল করার জন্য সর্বাত্মক যত্ন সহকারে চেষ্টা করে।
— স্যামুয়েল জনসন
মিথ্যা বলা মানে আত্মার ক্ষয়। জন্মের সময় মানুষ বিশাল এক আত্মা নিয়ে পৃথিবীতে আসে। মিথ্যা বলতে যখন শুরু করে তখন আত্মার ক্ষয় হতে থাকে। বৃদ্ধ বয়সে দেখা যায়, আত্মার পুরোটাই ক্ষয় হয়ে গেছে।
— হুমায়ূন আহমেদ
রূপকথার সুন্দর মিথ্যাটুকু শিশুর মতাে উলঙ্গ, সত্যের মতাে সরল, সদ্য উৎসারিত উৎসের মতো স্বচ্ছ আর এখনকার দিনের সুচতুর মিথ্যা মুখােশ পরা মিথ্যা।
— রবীন্দ্রনাথ ঠাকুর
যারা কাজ করতে সক্ষম তাদের জন্য কাজকে দারিদ্র্যের থেকে মুক্ততম পথ হিসাবে দেখতে হবে। কাজের জন্য কেবলমাত্র বেশি অর্থ নয় – এটি রূপান্তরকামী। এটি নিজের এবং আপনার পরিবারের দায়িত্ব নেওয়ার বিষয়ে।
— আয়ান ডানকান স্মিথ
মিথ্যাবাদী নিয়ে কবিতা:
মিথ্যাচার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়।যারা মিথ্যাবাদী নিয়ে কবিতা খোঁজ করছেন তাদের জন্য আজকের এই পোস্টে আমরা মিথ্যাবাদী নিয়ে কবিতা তুলে ধরেছি। আশাকরি কবিতা আপনাদের কাছে ভালো লাগবে।
নীতিবিদ তারা তত বেশি করে সত্য-কথন ছল।
সত্যকামেরও নমস্য যারা সত্যনিষ্ঠ বীর –
সত্যের তরে হাসিতে হাসিতে যারা দিল নিজ শির!
হয়তো তাহারা অনেক মিথ্যা বলেছে জীবন ভরে,
তবু তারা বীর – তারা দিল প্রাণ সত্য-রক্ষা তরে।
সত্য লইয়া করিছে ওজন কে উনি মুদির মতো?
মনে মনে ভাবে কী কাজই করিনু আমি সে বিজ্ঞ কত!
বলি ওহে বাপু সত্য-ব্যাপারী, সত্য কি চাল ডাল?
কোথা কয় রতি সত্য কমিল, তাই নিয়ে দেবে গাল!
সত্য মুদির তথ্য –
অমুক বীরের জীবনে কমেছে হুঁহুঁ এতটুকু সত্য!
ও কে আসে বাবা? সত্যেরে তবু এরা মাপে, ও যে গণে।
দশটি কথায় বাঁধিল সত্য, হেসে মরি মনে মনে!
বাটখারা আর রশি নিয়ে এল সত্যের পিসি-মাসি,
মাপিয়া মাপিয়া ভরিল বস্তা, গুণে গুণে বাঁধে খাসি।
বন্ধু, শুনো না কূট-তর্কের যত হাতি ঘোড়া উট,
সত্যনিষ্ঠা থাকে যদি প্রাণে, বেপরোয়া বলো ঝুট!
শেষ কথা:
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্টের মিথ্যাবাদী সম্পর্কিত উক্তি তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকেরে পোস্ট আপনাদের কাছে ভাল লেগে থাকে। তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তাতে মিথ্যাবাদী সম্পর্কে তারাও অনেক কিছু জানতে পারবে।আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ………..