আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আলোচনা করবো ।মা দিবস নিয়ে, মা দিবস কবে ,মা দিবস কেন উদযাপিত হয় ।কেন এই দিনটি সবার মাঝে প্রিয় । তাই নিয়ে আজকে আমাদের এই আয়োজন। মা কথাটি অতি মধুর কিন্তু যেন ভাই মায়ের চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। হ্যাঁ সত্যিই তাই মাত্র একটি অক্ষর মা শব্দ কিন্তু এ মা কথাটির মূল্য কোন কিছু দিয়ে পূরণ করা যাবে না।বিশ্ব মা দিবস 2022 প্রতিবছর এই বছরে মা দিবস পালিত হচ্ছে।তাই আমরা আপনাদের জন্য আজকে আমাদের ওয়েবসাইটে বিশ্ব মা দিবস উপলক্ষে GIF নতুন এবং আধুনিক সংযুক্ত করেছি।জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের সবশেষ আশ্রয়স্থল মা। শৈশব থেকে আনন্দ-বেদনা-ভয় কিংবা উদ্দীপনা- প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম।মা দিবস ব্যাপারটি ঠিক আমাদের কাছে মায়েদের জন্য রাখা সময়কে কেবল একটি দিনে আটকে দেয় না। তাই মা দিবস কেন একটি স্থানে একটি নির্দিষ্ট দিনে পালিত হয়, আর কেন অন্য স্থানে অন্য দিনে পালিত হয় সেই প্রশ্ন অবান্তর। তবে কৌতূহল মেটানোর জন্য মা দিবসের ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সময়ে পালিত হওয়ার ব্যাপারটি নিয়ে কথা বলাই যায়।আমাদের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন, তাহলে আপনি মা দিবস সংক্রান্ত সকল বিষয়ে জানতে পারবেন। এছাড়া আপনি আমাদের এখান থেকে মেসেজ এবং ছবি দিয়ে আপনার মাকে আপনি অভিনন্দন করতে পারবেন।
মা দিবস কবে:
প্রতিটি সন্তান মাকে প্রচুর ভালোবাসে। তাই প্রতিটি সন্তান প্রতিবছর মা দিবস পালন করে থাকে। ১৯১২ সালে আনা জার্ভিস স্থাপন করেন মাদার`স ডে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন্ (আন্তর্জাতিক মা দিবস সমিতি) এবং ‘মে মাসের দ্বিতীয় রবিবার’ আর ‘মা দিবস’ এইসব শব্দবন্ধের বহুল প্রচার করেন।
সুতরাং এই বছরও আপনারা মা দিবস পালন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে ‘মা দিবস’ ঘোষণা করেন।এর পর থেকে মে মাসের দ্বিতীয় রোববার আন্তর্জাতিক মাতৃ দিবস উদযাপন হিসেবে করা হয়ে থাকে।প্রিয় বন্ধুরা মা কথাটি একটি ছোট্ট শব্দ। কিন্তু কোন কিছুর মূল্য দিয়ে মায়ের মুল্য সাথে তুলনা করা যায় না ।মা আসলে একটি মূল্যবান কথা একটি শব্দ দ্বারা তৈরি ।অতুলনীয় তাই প্রতিটা দিনই মাতৃদিবস ।মায়ের কোনো বিকল্প নেই প্রতিটা দিনই মায়ের ।কিন্তু সারা বিশ্বে একটি বিশেষ দিন এই বিশ্ব মাতৃ দিবস বা মা দিবস পালন করা হয় মায়ের সঙ্গে পৃথিবীর কোন কিছুর তুলনা হয়না ।প্রতিটি মানুষের জীবনে অবিচ্ছেদ্য অংশ হচ্ছে মা। আর এই মায়ের জন্য বিশেষ দিনের দরকার হয় না ।একজন মায়ের জন্য সম্মান ভালোবাসা শ্রদ্ধা জানাতে এই বিশেষ দিনের আয়োজন ।এই মা দিবসে সকল মা জাতির প্রতি সম্মান জানানো হয় ।মায়ের জন্য নির্ধারিত এই দিনটি শুধু মায়ের জন্যই ।তাই বিশেষ এই দিনে প্রত্যেকে নিজের মত করে অনেক গুরুত্ব সহকারে মাকে বিশেষ সম্মান জানায়।
মা দিবসের শুভেচ্ছা:
আপনি কি মা দিবসের শুভেচ্ছা আপনার আম্মুকে জানাতে চান? তবে চিন্তার কিছু নেই কারণ আমাদের এখান থেকে আপনি বিভিন্নভাবে আপনার মাকে আপনি মা দিবসের শুভেচ্ছা জানাতে পারবেন। এর জন্য বিভিন্ন মাধ্যম আমাদের এই পোস্টে তুলে ধরেছি।
৯ মে বিশ্ব মা দিবস কে ঘিরে আপনারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করার কল্পনা করে রেখেছেন। তাই আমি বলবো যে আমাদের এখান থেকে মা দিবসের বিভিন্ন ধরনের অনুষ্ঠান করার জন্য আইডিয়া দিয়ে থাকি।মা—ছোট্ট একটা শব্দ, কিন্তু কী বিশাল তার পরিধি! সৃষ্টির সেই আদিলগ্ন থেকে মধুর এই শব্দটা শুধু মমতার নয়, ক্ষমতারও যেন সর্বোচ্চ আধার। মার অনুগ্রহ ছাড়া কোনো প্রাণীরই প্রাণ ধারণ সম্ভব নয়। তিনি আমাদের গর্ভধারিণী, জননী।কোনো মা, তা তিনি যে পেশাতেই থাকুন না কেন, যত কুশ্রীই হন না কেন, সন্তানের কাছে তিনি দেবীর মতোই। আর শুধু হিন্দু ধর্মে কেন? ইসলামে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতের কথা বলা হয়েছে। খ্রিষ্টধর্মেও রয়েছে মাদার মেরির বিশেষ তাত্পর্য। সেই মায়ের জন্য কি না বছরে একটা মাত্র দিন!
মা দিবসের গুরুত্বপূর্ণ বক্তব্য:
আপনারা যদি এই বিশ্ব মা দিবস সম্পর্কে কোন তথ্য জানতে চান তাহলে আমার মনে হয় আপনি সঠিক জায়গায় বা সঠিক ওয়েবসাইটে ভিজিট করেছেন। কারণ আমাদের এই ওয়েবসাইট থেকে মা দিবসের বিভিন্ন ছবি ক্যাপশন এসএমএস স্ট্যাটাস এবং মূল্যবান গিফ আপনার মাকে মা দিবসের অভিনন্দন জানাতে পারবেন।আমরা তো দেশকেও ‘মা’ বলে ডাকি। দেশের মাটিকে মা জ্ঞান করে তার পায়ে মাথা ঠেকাই আমরা। বড় গলায় গর্ব করি দেশমাতৃকার জন্য।কিন্তু নিজের মায়ের বেলায়? কতবার বলেছি—মা, তোমায় ভালোবাসি? জীবনচক্রের ঘূর্ণন শুরু হয় সেই জন্মলগ্ন থেকে। এরপর ছোটবেলা কাটিয়ে ওঠে কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য আর সবশেষে অনিবার্য মৃত্যু।এই ধ্রুব সত্য শুধু আপনার-আমার নয়, সবার জন্য। তাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিন। যতদিন ‘মা’ বেঁচে আছেন, ততদিন, প্রতিটি দিন পালন করুন মা দিবস হিসেবে।
উপসংহার :
পরিশেষে বলা যায় মা কথাটির ছোট্ট অতি, কিন্তু জেনো ভাই মায়ের চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই ।আসলে মা শব্দের মধ্যে পৃথিবীর সব ভালোবাসা আবেগের সমৃণ মা কথাটি ছোট্ট হলেও এর মূল্য অনেক। যাইহোক বন্ধুরা আজকে আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারলেন মা দিবসের উক্তি, গুরুত্বপূর্ণ এসএমএস অজানা সকল তথ্য। যদি আমাদের পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন। এবং কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ।