Native Banner
আসসালামুয়ালাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আজকের এই পোস্টে হাজির হয়েছি মায়ের ভালোবাসার কিছু স্ট্যাটাস গুরুত্বপূর্ণ সেরা উক্তি নিয়ে। আসলে আমাদের জীবনে মানুষের মূল্যবান সম্পদ জার্মানি সেই বুঝে তার বেদনা। মাঝে কি কি জিনিস বিশাল এ ভুবনে। মা আছেন একজন পূর্ণাঙ্গ নারী, যিনি গর্ভধারণ সন্তানের জন্ম দেওয়া সন্তানকে বড় করা তিনি বাবার পাশাপাশি একটি পরিবারে অভিভাবকের ভূমিকা পালন করেন মা একজন পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তি। মা ছাড়া একজন শিশুর জীবন অচল হয়ে পড়ে একটা শিশু প্রাথমিক পর্যায়ে মায়ের কাছেই আচার ব্যবহার কথাবার্তা চালচলন সবই শিক্ষা লাভ করে। মায়ের কোল যে কত বড় একটা মূল্যবান জিনিস তাই একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ অনুভব করতে পারে না। শত চিন্তা মাথায় আসতে পারে একবার মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে। মায়ের মুখের কথা হাসি দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের ভালোবাসার মতো শান্তি আর কোথাও পাবেন না। প্রিয় প্রিয় তাই আপনার হাতে জানেন দুনিয়ার সবকিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসার কখনো বদল হয় না ।মা জননী চোখের মনি অসিম তোমার দান খোদার পরে তোমার আসন ,আসমানের সমান।