বিসমিল্লাহির রহমানির রাহিম পূর্বের নাই আজকেও আবার একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব মানিক এন্টারপ্রাইজ পরিবহন নিয়ে। মানিক এন্টারপ্রাইজ পরিবহন টি উত্তরবঙ্গ থেকে ঢাকা পথে নিয়মিত যাতায়াত করে থাকে। এই পরিবহনের মালিকের উত্তরবঙ্গ থেকে ঢাকার পথে বেশ কয়েকটি বাস চলাচল করে থাকে। এই পরিবহনটি ঢাকা থেকে বগুড়া -লালমনিরহাট-বুড়িমারী রুটে নিয়মিত চলাচল করে. এটি একটি এসি ও নন এসি বাস পরিবহন পরিষেবা. এই পরিবহন মালিকের উত্তরবঙ্গে থেকে ঢাকা গামী অনেক বাস রয়েছে যাত্রীদের উত্তম সেবা প্রদান করে থাকে।প্রিয় বন্ধুরা তাই আর দেরি না করে আমাদের আর্টিকেলটি পড়ুন এবং মানি এন্টারপ্রাইজ পরিবহনের সকল রুট ম্যাপ ভাড়ার তালিকা ও টিকিট কাউন্টার সম্পর্কেবিস্তারিত জানুন।
মানিক পরিবহনের কাউন্টার সমূহ ও মোবাইল নাম্বার
পুরো দেশব্যাপী মানিক পরিবহনের যতগুলো কাউন্টার রয়েছে তাদের ঠিকানা ও যোগাযোগ নাম্বারঃ আমরা আজ ধারাবাহিক ভাবে সংযুক্ত করব যাতে এই পরিবহনের মাধ্যমে যারা ভ্রমণ করতে ইচ্ছুক. তারা সহজে কাউন্টারগুলো খুঁজে নিতে পারেন এবং মোবাইল নাম্বার কল করে সহজে যোগাযোগ আগাম টিকিট বুক করতে পারেন. আসুন তাহলে নিচের দিকে কাউন্টারে ঠিকানা ও মোবাইল নাম্বার প্রদান করা হবে:
বগুড়া ও লালমনির জেলার কাউন্টার সমূহ ও মোবাইল নাম্বার
প্রিয় বন্ধুরা আপনার হাতে অনেকে এখনো জানেন না যে মানিক এন্টারপ্রাইজ পরিবহনটি বগুড়াও লালমনিরহাট জেলা সহ বিভিন্ন জেলায় যাতা নিয়মিত যাতায়াত করে থাকে। তাই নিচে বগুড়াও লালমনিরহাট জেলার কাউন্টার সমূহের মোবাইল নাম্বার বিস্তারিত আলোচনা করা হলো।
কাউন্টার নাম | ফোন |
সাতমাথা কাউন্টার, বগুড়া জেলা | ফোনঃ 01978-245040, 01978-245041. |
ঠনঠনিয়া বাসস্ট্যান্ড কাউন্টার, বগুড়া জেলা | ফোনঃ 01978-245042. |
শাকপালা মোড় কাউন্টার, বগুড়া জেলা | ফোনঃ 01712-803423. |
লালমনিরহাট কাউন্টার, লালমনিরহাট জেলা | ফোনঃ 01938-245033/01938-245034. |
বুড়িমাড়ি কাউন্টার, লালমনিরহাট জেলা | ফোনঃ 01938-245029. |
ঢাকা জেলার কাউন্টার সমূহ ও মোবাইল নাম্বার
প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন যে ঢাকা জেলা আছে একটি ঘনবসতিপূর্ণ জেলা। জনবসতি ঘন হওয়ার কারণে ঢাকা জেলায় মানিক এন্টারপ্রাইজ পরিবহনের টিকিট কাউন্টার গুলো এলোমেলোভাবে অবস্থান করা হয়েছে তাই মানুষ ঠিকমতো খুজে পায় না প্রিয় বন্ধুরা তাই জনগণের সুবিধার জন্য নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনার এখান থেকে খুব সহজেই মানিক এন্টারপ্রাইজ পরিবহনের ঢাকা জেলার রোড ম্যাপ টিকিট কাউন্টার ও ভাড়ার তালিকা সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন।
কাউন্টার নাম | ফোন |
রাজ্জাব আলী মার্কেট কাউন্টার, গাবতলী, মিরপুর, ঢাকা জেলা শহর | ফোনঃ +880 1993-339726. |
নন্দেরবাগ কাউন্টার, ঢাকা জেলা সিটি | ফোনঃ 01938-245035/ 01938-245036. |
মহাখালী কাউন্টার, ঢাকা জেলা শহর | ফোনঃ 01957165978. |
কল্যাণপুর কাউন্টার, ঢাকা জেলা শহর | ফোনঃ 01993-339725. |
গাড়ির গুনগতমান
এই গাড়িটির গুণগতমান অন্যান্য পরিবহনের তুলনায় অনেক ভালো. এ পরিবহনটি এসি ও নন এসি, আরামদায়ক, নিরাপদ, সঠিক সময়ে ও আন্তরিক কর্তৃপক্ষ. যাত্রীদের যেকোন সমস্যার সমাধানে আন্তরিক ও অধিক সেবা প্রদান করে থাকে. পরিবহন টিকেট পানির ব্যবস্থা, টিস্যুর দাম সহ অনেক সুবিধা প্রদান করে থাকে. তাছাড়াও গাড়িতে মশা প্রতিরোধক স্প্রে ও সুগন্ধি স্প্রে ব্যবহার করা হয়।
মানিক পরিবহন রুট সমূহ
এ পরিবহন থেকে উত্তরবঙ্গের বিভিন্ন রুটে নিয়মিত চলাচল করে থাকে. আমরা এখানে সকল রুটের একটি পূর্ণাঙ্গ ধারণা আপনাদের প্রদান করব. আসুন তাহলে এই পরিবহনের সময় নিচে থেকে জেনে নিবেন।
- ঢাকা থেকে বগুড়া
- ঢাকা থেকে লালমনিরহাট
- ঢাকা থেকে বুড়িমারী