বিসমিল্লাহির রহমান মাদকের উপর বিশেষ গুরুত্ব প্রদান করার প্রয়োজন রয়েছে মাধব বিরোধী আইন আরো কঠিনভাবে কার্যকর করতে হবে। মাদকের কারণে যে সমস্যা তৈরি হয়েছে তা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। মাদক আসক্ত ব্যক্তি কতটা ভয়ংকর হতে পারে এদের মাধ্যমে যে অপরাধগুলো কাজকর্মগুলো করা সম্ভব এ বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে পাশাপাশি মাদকের ক্ষতিকর দিকগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। এরফলে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা যাবে তবে বর্তমান সময়ে মাদক এর মত সমস্যা বিস্তার লাভ করেছে।
মাদক বর্তমান সময়ে সমাজের উপর যে ক্ষতিকর প্রভাব ফেলছে এই বিষয় সম্পর্কে আমরা সকলেই জানি। মাদক সম্পর্কিত বিষয় সম্পর্কে সচেতনতামূলক বেশ কিছু বিষয়ে নিয়ে কথা বলব আজকের আলোচনায়। সম্মানীয় পাঠক বন্ধুগণ আপনারা যারা মাদকের বিষয় সম্পর্কে সচেতন পরিবারের কিংবা সমাজের অন্য সদস্যদের অন্যান্য ব্যক্তিদের এই বিষয় সম্পর্কে সচেতনতামূলক বাণী জানাতে চান তাদের বিশেষ সহযোগিতা সম্পূর্ণ এই আর্টিকেল।
মাদক নিয়ে স্ট্যাটাস
নেশা হলো নিজের প্রতিই নিজের অত্যাচার।
— সাইকো
নেশার তোমার ভিতর নয় বরং তুমিই নেশা নামক খাচার ভিতর বন্দী আছো।
— সংগৃহীত
নেশা কোনো দর্শক নয় বরং এর কারণে পুরো পরিবারকেই কষ্টের সাথে খেলতে হয়।
— এডিক্টস টুডে
তোমার আগ্রহ তোমাকে তৈরি করে আর তোমার নেশা তোমাকে খেয়ে ফেলে।
— গাবর মাতে
সবচেয়ে বড় নেশা হলো ফেসবুক নামক মাদকের নেশা।
— সংগৃহীত
নেশা তোমাকে তোমার বাস্তবতা সম্পর্কে সন্দিহান এবং অন্ধ বানিয়ে ফেলে।
— ব্রেইনি রিডারস
মাদক নিয়ে উক্তি
সকল প্রকার নেশাই খারাপ হোক না তা মাদকের নেশা কিংবা নারীবাদী আদর্শের।
— কার্ল গস্তাভ জং
— নাসিম নিকোলাস তালেব
নেশা হলো এক মারাত্মক ব্যাধী যার ইতি টানতে হলে আপনাকে হাসপাতাল কিংবা জেলে যেতেও হতে পারে।
— রাসেল ব্রান্ড
নেশা হলো একটা পারিবারিক সমস্যা কেননা একজন নেশা করলেও পুরো পরিবারকেই তার মাশুল গুণতে হয়।
— শেলী লস
নেশা শুধু যে খারাপ ব্যক্তিদের জন্য তা কিন্তু নয় বরং পৃথিবীর প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছুর নেশা রয়েছে।
— রিভার ফোনিক্স
নেশা তার পথ যা কিছু পায় সব কিছুকেই ধ্বংস করে দেয়।
— সংগৃহী
আমি মাদকের প্রতি নেশাগ্রস্ত নই আমি শুধুই বাস্তবতাকে এড়িয়ে যেতে চাই।
— সংগৃহীত
নেশা শুধু যে খারাপ ব্যক্তিদের জন্য তা কিন্তু নয় বরং পৃথিবীর প্রত্যেকটি মানুষেরই কিছু না কিছুর নেশা রয়েছে।
— রিভার ফোনিক্স
নেশা তার পথ যা কিছু পায় সব কিছুকেই ধ্বংস করে দেয়।
— সংগৃহীত
মাদক নিয়ে কবিতা
মাদক
ভাতে করে জাত নষ্ট
প্রেমে নষ্ট কূল;
মাদক করে জীবন নষ্ট
ছিঁড়ে সুখের মূল।
মূল ছাড়া গাছ বাঁচেনা
বুঝতে সেটা হবে
সুখের পাখি ধরবে যদি
মাদক ছাড়ো তবে!
জীবনটা নয় ক্ষণ-কালের
সময় সেথায় ঢের
বাঁচতে হলে বাঁচার মতো
চাইনা নেশার জের!
মাদক নিয়ে স্লোগান
মাদককে না বলি
মাদকমুক্ত দেশ গড়ি