বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টিকেট আলোচনা করব যা হল মাকে নিয়ে ক্যাপশন ও কবিতা নিয়ে। প্রিয় বন্ধুরা আমরা কেউ নাই যে মাকে ভালোবাসি না আমরা সবাই পৃথিবীতে মা কয় ভালোবাসি অনেক। আপনারা যারা মাকে নিয়ে ক্যাপশন করছেন তাদেরকে আজকের আর্টিকেলের স্বাগতম আমাদের এই আর্টিকেল থেকে সংগ্রহ করতে নিতে ভুলবেন না।
মাকে নিয়ে উক্তি
. পৃথিবীর সকল কিছু বদলাতে পারে । কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না।
২. একজন মা যদি তার সন্তান প্রসবের সময় মারা যায় তাহলে সে জান্নাতি বা ইসলাম তাকে শহীদের মর্যাদা দিয়েছে।
৩. মৃত্যুর যন্ত্রণাটা কেমন তা জানি না, তবে মা হারানোর যে কি যন্ত্রনা সেটা হয়তো মৃত্যুর যন্ত্রণার চেয়েও বেশি।
৪. যখন দেখবে মায়ের মুখ, তখন তুমি দেখতে পাবে দুনিয়ার সব ভালোবাসার সুখ।
৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে যাই করো না কেন নিজের মা-বাবাকে যদি যত্ন না করো তাহলে পরকালে কোন শান্তি পাবে না।
৬. পরকাল নয়, ইহকাল নয়,,, এই দুনিয়াতে যে বাবা-মায়ের সেবা না করবে তার জন্য জান্নাত যেন হারাম।
৭. তোমরা আল্লাহর ইবাদত কর, তার সঙ্গে অন্য কারোর শরিক করো না এবং মাতা পিতার সঙ্গে সুন্দর আচরণ কর।
মাকে নিয়ে স্ট্যাটাস
১. তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব।
২. এই দুনিয়াতে যার মা নেই, সেই হয়তো বোঝে মায়ের অভাবটা কি রকম।
৩. যার মা-বাবা থাকতেও সে তার মা-বাবা যত্ন নেয় না, তার মত অভাগা হয়তো দ্বিতীয় কোন ব্যক্তি নেই।
৪. আমার প্রথম দেখা তুমি, প্রথম পাওয়া তুমি, প্রথম শব্দ তুমি, প্রথম ভালবাসা তুমি,,, তুমি আমার সবকিছু মা।
৫. একজন মাই হতে পারে পৃথিবীর সবচেয়ে ভালো বন্ধু।
৬. এই পৃথিবী যার জন্য দেখছো, ভালোবাসো তাকে। কার জন্য তুমি এত কিছু করছ যে তোমাকে স্বার্থের জন্য ব্যবহার করে। ভালোবাসো মাকে যে তোমাকে জন্ম দিয়েছে।
৭. যদি ভালোবাসা হয় ফুলের মত পবিত্র, তাহলে মা সেই ভালোবাসার ফুল।
৮. এ পৃথিবীতে সর্বপ্রথম আমি যার মুখ দেখেছি সে হল আমার মা।
৯. মাগো আমি এলাম সবকিছু ছেড়ে তোমার কোলে ঘুমাবো বলে।
১০. ভালোবাসো তাকেই,,, যার জন্য এই দুনিয়াতে আসতে পেরেছো, যার জন্য এই সুন্দর পৃথিবীটা দেখছো। সে হলো প্রিয় মা।