বিজয় দিবসের স্ট্যাটাস:
আপনারা যারা বিজয় দিবসের ফেসবুক স্ট্যাটাস খুঁজছেন। তাদের জন্য আজকের এই পোস্ট এ বিজয় দিবস নিয়ে ফেসবুকে স্ট্যাটাস তুলে ধরা হয়েছে।
এই যে আমার দেশ এই যে আমার বাড়ি, এই বাংলাদেশের লাইগা আমি জীবন দিতে পারি।
আমার মায়ের সম্ভ্রম হারানো ফলাফল এই দেশ। ভাই বুকের রক্ত ঝরানো এই দেশের বিজয়।
আমরা রক্তাক্ত দেশের শোকাহত মায়ের চোখের জল,
আমরা এই দেশের শক্তি, আমরাই বল।
আমাদের বিজয়ের চেতনা ধারন করার জন্য ১৬ ডিসেম্বর আমাদের জীবনের গুরুত্বপূর্ণ দিন।
বিজয়ী যোদ্ধারা প্রথমে জিতে এবং তারপরে যুদ্ধে যায়, পরাজিত যোদ্ধারা প্রথমে যুদ্ধে যায় এবং তারপরে জয়ের চেষ্টা করে। – সান তজু”
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ মুক্তিযোদ্ধাদের,সম্ভ্রম হারানো মা বোনদের,পঙ্গুত্ত বরণকারি মুক্তিযোদ্ধাদের এবং জীবিত সকল মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ, দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বিজয়ের দিনটিতে বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি জানা-অজানা সেসব শহীদদের। সবাইকে মহান বিজয়ের শুভেচ্ছা।
বিজয় দিবসের উক্তি:
“সমবেদনা আত্মাকে তার সত্যিকারের বিজয়ের মুকুট দেয়।
– আবারজানি”
“পরাজয়ের বিরুদ্ধে জয় রক্ষার জন্য বিজয়ী আইন তৈরি করেন।
– টোবা বিটা”
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
হিংসতা দ্বারা বিজয় অর্জন ক্ষনিকের জন্য হলেও পরাজয়ের সমতুল্য
-মহাত্মা গান্ধী।
বিজয় হলো সমস্ত স্বপ্ন যা আপনার স্বপ্ন অর্জনে চলেছে তা স্বীকৃতি দেয়া
– টমি হিলফিগার।
সহজ বিজয় সস্তা। যারা কেবল লড়াইয়ের ফলস্বরূপ আসে তারাই মূল্যবান
-হেনরি ওয়ার্ড বিচার।
জীবনে বিজয়ের জন্য আমাদের লক্ষতে মনোনিবেশ করতে হবে
-ল হোল্টেজ।
ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা
-রবীন্দ্রনাথ ঠাকুর।
বিজয় দিবসের কবিতা:
মুক্তির ছড়া
আমার বাংলা তোমার বাংলা, সোনার বাংলাদেশ
সবুজ সোনালি ফিরোজা রুপালি, রূপের নাই তো শেষ
আমি তো মরেছি যতবার যায় মরা
নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া
এদেশ আমার এদেশ তোমার, সবিশেষ মুজিবের
হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের
১৬ই ডিসেম্বর
১৬ই ডিসেম্বর এলে
মনটা আমার কেমন কেমন করে
সোনার ছেলেরা যে যুদ্ধে গিয়ে
আর ফেরেনি ঘরে।
পাক হানাদারদের ওই হাতে
মরলো মানুষ দিনে রাতে
দেশের জন্য জীবন দিয়ে
শহীদ হলো তারা তাতে।
নয় মাস যুদ্ধ করে
সব হানাদার হলো শেষ
সৃষ্টি হলো এক নতুন দেশের
দেশের নামটি বাংলাদেশ।
বিজয় তুমি
“গুলসান আরা রবী”
বিজয় তুমি বাংলার লাল সবুজের পতাকা,
বিজয় তুমি বাংলার গণ মানুষের স্বাধীনতা।
বিজয় তুমি আমার মায়ের মুখের হাসির ছবিটা,
বিজয় তুমি সাঝ বেলায় আমার প্রিয় কবিতা।
বিজয় তুমি সকলের প্রিয় স্বাধীনতা,
বিজয় তুমি সহস্র শহীদের আত্মার বিনম্র শ্রদ্ধা।
বিজয় তুমি মুক্ত আকাশে পতঙ্গ হয়ে উড়ে যাওয়া,
বিজয় তুমি মায়ের বুকেতে শান্তিতে ঘুমিয়ে পড়া খোকা,
বিজয় তুমি আনন্দ উল্লাসে মেতে থাকা।
বিজয় তুমি ইচ্ছে মত নদীর কুলে ভেলায় ভাষা,
বিজয় তুমি ধান-শালিকের মুক্ত সুরের কথা।
বিজয় তুমি বাঙালির শান্তির সুখের পায়রা,
বিজয় তুমি মনের সুখে নীল আকাশের মুক্ত পাখি।
বিজয় তুমি সকালের শিশির কণা,
বিজয় তুমি স্বাধীনতার স্বর্গীয় উদ্যান।
বিজয় তুমি মুক্ত হয়ে নিঃস্বাশ ফেলা,
বিজয় তুমি গা জোড়ানো শীতল বাতাশ
বিজয় তুমি সবুজের বুকে রূপের বাহার
বিজয় তুমি বাঙালির কাছে অমৃত সুধা।
বিজয় ডিসেম্বর
( সিফাত আহমেদ )
লাল সবুজের স্মৃতি ঘেড়া নিশান আমার উড়ে।
কিনেছিলাম রক্ত দিয়ে বিজয় ডিসেম্বরে।
মাগো তোমার চোখের জলে,
জয় বাংলা ধ্বনি তুলে,
হাজার ছেলে প্রাণ দিল ঐ নতুন আশার ভোরে।
রক্ত দিয়ে কেনা এই বিজয় ডিসেম্বরে।
আশা করি আমাদের পোষ্ট থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা এবং মহান বিজয় দিবসের ছবি পেয়েছেন। পোস্টটি ভাল লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন।কারণ সবাই এই মহান বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা ছবি এবং কবিতা খুঁজছে।