বিসমিল্লাহির রহমানির রাহিম
প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন ।আমিও ভাল আছি ।আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মহানগর প্রভাতী/গোধূলি ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে ।যারা মহানগর প্রভাতী/গোধূলি ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা খুঁজছেন তাদেরকে আমার এই ওয়েবসাইটে স্বাগতম।আমি আজকে আপনাদের সাথে মহানগর প্রভাতী/গোধূলি ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা নিয়ে আলোচনা করব।আশা করছি আজকের এই আলোচনা আপনাদের সবার ভালো লাগবে।
মহানগর প্রভাতী/গোধূলি ট্রেন নিয়ে কিছু কথা:
মহানগর প্রভাতী/গোধূলি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন কমলাপুর রেলস্টেশনের মধ্যে নিয়মিত চলাচল করে থাকেন।1986 সালের ট্রেনটি প্রথম উদ্বোধন করা হয় এবং ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম টু ঢাকা রুটে নিয়মিত চলাচল করেন। ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা যাত্রাকালে মহানগর গোধুলী নামে এবং ঢাকা থেকে চট্টগ্রাম যাত্রাকালে মহানগর প্রভাতী নামে চলাচল করেন।মহানগর প্রভাতী/গোধূলি বাংলাদেশ রেলওয়ে একটি আন্তঃনগর ট্রেন। এটিই বাংলাদেশের দ্রুতগামী ও বিলাসবহুল ট্রেন ।ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে আপনাকে বেশ কয়েকটি তথ্য জানতে হবে তা না হলে আপনি ট্রেনের যাতায়াত করতে ভোগান্তিতে পড়তে পারেন। বর্তমানে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাপনার বেশ উন্নতি হয়েছে এবং এই উন্নতির কারণে যাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।ট্রেন আমাদের দেশের অন্যতম জনপ্রিয় পরিবহন।মহানগর প্রভাতী বা গোধুলী এক্সপ্রেস ট্রেন নং 703 বা 70।মহানগর প্রভাতী/গোধূলি আপনার ভ্রমণকে শান্তিপূর্ণ এবং সন্তুষ্ট করতে পারে।বাংলাদেশ রেলওয়ে আন্তনগর ট্রেন সার্ভিস অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে যার মধ্যে মহানগর প্রভাতী/গোধূলি একটি।আমাদের মধ্যে অনেকেই আছে যারা ট্রেনে যাতায়াত করতে পছন্দ করে। কেননা বাস জার্নি অনেকটা বোরিং হয়ে থাকে। কারণ বাসে যাতায়াত করতে গেলে আমাদের ট্রাফিক জাম এ পড়তে হয়। যার ফলে আমাদের সময় নষ্টের পাশাপাশি ভোগান্তিতে পড়তে হয়। অন্যদিকে ট্রেন জার্নি অনেকটা সুবিধাজনক। কেননা ট্রেনে নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছানোর যায়।
মহানগর প্রভাতী/গোধূলি ট্রেনের সময়সূচী:
ট্রেন নাম্বার | উৎস স্থান | ছাড়ার সময় | পৌঁছানোর স্থান | পৌঁছানোর সময় | সাপ্তাহিক ছুটি
|
৭০৩ | চট্টগ্রাম | ১৫:০০ | কমলাপুর | ২১:১৫ | নেই |
৭০৪ | কমলাপুর | ০৭:৪৫ | চট্টগ্রাম | ১৪:৫০ |
মহানগর প্রভাতী/গোধূলি ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী:
মহানগর প্রভাতী/গোধূলি ট্রেনগুলোতে আরামদায়ক এবং বিলাসবহুল ভাবে যাতায়াত করার জন্য বিভিন্ন ধরনের আসন রয়েছে। ট্রেনে ভ্রমণ করলে অনেকেই ভ্রমণের ক্লান্তি অনুভব করেন না।অন্যান্য যাতায়াত মাধ্যম থেকে ট্রেনের যাতায়াতে কোনরকম দুর্ঘটনার হওয়ার সম্ভাবনা থাকে না।ট্রেনের মাধ্যমে নিরাপদের সাথে ভ্রমণ করা যায়।ট্রেনে সীমিত মূল্যের মধ্যে আপনি একটি আরামদায়ক এবং নিরাপদ ভ্রমণ উপভোগ করতে পারেন।8 টি স্টেশনে এগারসিন্ধু গোধূলি এক্সপ্রেস ট্রেনটি বিরতি নিয়ে থাকে।প্রিয় যাত্রীদের সুবিধার জন্য মহানগর প্রভাতী/গোধূলি ট্রেনের বিরতির সময়সূচী টেবিল আকারে প্রকাশ করা হলো।
ষ্টেশনের নাম | যাত্রা বিরতির সময় |
ফেনী জংশন | ১৬:২৫ |
গুণবতী | ১৬:৪৫ |
লাকসাম জংশন | ১৭:১৫ |
কুমিল্লা | ১৭:৪৬ |
আখাউড়া জংশন | ১৯:০০ |
ব্রাহ্মণবাড়িয়া | ১৯:২১ |
ভৈরব বাজার জংশন | ১৯:৪৪ |
ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন | ২০:৫৩ |
মহানগর প্রভাতী/গোধূলি ট্রেনের ভাড়ার তালিকা:
আসন বিন্যাস | মূল্য ( বড়দের) | মূল্য (ছোটদের) |
স্নিগ্ধা ২য় শ্রেণী | ৩৪৫ টাকা | ২৩০ টাকা |
স্নিগ্ধা | ৬৫৬ টাকা | ৪৩৭ টাকা |
বার্থ প্রথম শ্রেণী | ৪৬০ টাকা | ৩০৫ টাকা |
বার্থ এসি | ৭৮৮ টাকা | ৫২৪ টাকা |
শেষ কথা:
পাঠক বন্ধুরা আমি এই আর্টিকেলের মাধ্যমে মহানগর প্রভাতী/গোধূলি ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা আলোচনা করেছি। আশা করি, এই আর্টিকেল আপনাদের সবার ভালো লাগবে। ভাল লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।আর যদি এই আর্টিকেলে কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সব সময়ের জন্য চেষ্টা করি আপনাদের সামনে ভালো একটি আর্টিকেল পেস্ট করতে। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ………………