আজ বিশ্ব ভালোবাসা দিবস ২০২৩। এই দিনটিকে ঘিরে মানুষের অনেক প্রশ্ন থাকে। তারমধ্যে সেন্ট ভ্যালেন্টাইন দিবস কিভাবে যাত্রা শুরু হয় সে সম্পর্কিত। ভালোবাসা দিবসের অন্য নাম ভ্যালেন্টাইন। বর্তমানে ভালোবাসা দিবস পালনকারী এ্যাংলিকান কমিইউনিয়ন। ভালোবাসা দিবসের ধরন সাংস্কৃতিক, খ্রিস্টান ও বাণিজ্যিক। ভালোবাসা দিবসের তাৎপর্য হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইনের উৎসব পর্ব, ভালোবাসা এবং অনুরাগ উদযাপন।
ভালোবাসা দিবসের এসএমএস শুভেচ্ছা ও কবিতা । এই পাতায় আপনি পাবেন অনেক গুলো খুব সুন্দর সুন্দর বাংলা ভালোবাসা দিবসের জন্য এসএমএস ( sms ) আপনার ভালোবাসার মানুষকে উইশ করার জন্য । আশা করি আপনাদের কাছে এসএমএস গুলো অনেক ভালো লাগবে । ভালো লাগলে আমাদের ওয়েব সাইটের লিংক আপনাদের ফেসবুকের ওয়ালে পোস্ট করবেন । যাতে করে আপনার বন্ধুরাও এই এসএমএস গুলি পেতে পারে ।
ভালোবাসা দিবস 2023
ভালোবাসা দিবসের আগেই একটি সপ্তাহ জুড়ে বাংলাদেশের সাতটি দিবস উদযাপিত হয়। যেমন রোজ ডে, প্রপোজ ডে, হাগ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, কিস ডে। এই দিনগুলোকে মানুষ নানান ভাবে উদযাপন করে থাকে।ভালোবাসা দিবস পালন করা হয় অভিবাদন কার্ড এবং উপহার পাঠানো ডেটিংও গির্জা পরিষেবা করে। এটি প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি পালন করা হয়। তবে জুলাই ০৬ অর্থডক্স গির্জা কর্তৃক পালিত হয়। অন্যদিকে জুলাই ৩০ অর্থডক্স গির্জা কর্তিক নির্দিষ্ট তারিখ।
ভালোবাসা দিবসের স্ট্যাটাস
আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে,
আমি তোমাকে চাই চলনাতে নয় ভালোবাসায় ,
আমি তোমাকে চাই তোমার মত করে নয় আমার মত করে ,
আমি তোমাকে চাই ক্ষনিকের জন্য নয় চিরদিনের জন্য ।
★★★হ্যাপি ভ্যালেন্টাইন ডে★★★
ভালোবাসা দিবসের ক্যাপশন
ভালোবাসা দিবস উপলক্ষে মানুষ ফেসবুকে পোস্ট দেবে না এটা হয় না। কারণ বর্তমান মানুষ ভালোবাসা দিবসকে একটা উপলক্ষ মনে করেছে। কিন্তু এর ইতিহাস ভিন্নরকম ইঙ্গিত। তাই নিচে কিছু ভালো মানের ভালোবাসা দিবসের ক্যাপশন তুলে ধরা হয়েছে।
আমার বন্ধুদের এবং পরিবারের জন্য, আমি আপনাকে একটি শুভ ভালোবাসা দিবস উদযাপনের শুভেচ্ছা জানাই এবং এই বিশেষ ভালবাসার দিনে আপনার লালিত মায়াভরা মুহূর্তগুলি শুভ হোক। ভালোবাসা দিবসের শুভেচ্ছা বন্ধু।
যতই দূরে হারিয়ে যাও , আমি তোমাকে খুঁজে বের করবোই । যতই পর ভাবো আমায় , আমি তোমাকে আপন করে নেবো । যতই ঘৃনা কর আমায় , আমি চিরদিন এভাবে তোমায় ভালবেসে যাবো । যতই পাষাণ হোক তোমার মন , ওই মনে আমার জন্যে ভালবাসার ফুল ফুটাবোই।