প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন ।আমিও ভাল আছি ।আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।যা হলো ব্যার্থ প্রেম নিয়ে কিছু ছন্দ ।অনেক ছেলে মেয়ে তাদের মনের কষ্ট অন্য কাউকে বলতে না পেরে ফেইসবুকে স্টাটাস দিয়ে তাদের মনের কষ্ট গুলো কমানোর চেষ্টা করেন।সেইসব বন্ধুদের জন্য আজ আমি এই পোস্ট নিয়ে আলোচনা করবো।তো কথা না বাড়িয়ে চলুন এবার শুরু করা যাক।
এখন তোমাকে নিয়ে দেখা
স্বপ্ন গুলো দুঃখ দেয়।
তোমার দেওয়া ভালোবাসা গুলো
প্রতি রাতে কাঁদায় আমায়।………………..
জান, তুমি জানো? কাউকে ভালবাসি বোঝানোর সবথেকে বড় মাধ্যম হলো কান্না করে বোঝানো,..,, কারণ যার প্রতি চোখের জল আসে না, তার প্রতি কখনও ভালবাসা থাকে না। জোর করে হাসতে পারা যাবে কিন্তু কখনও কান্না করা যাবে না।………………
সত্যি কারের ভালোবাসা কোন দাম নেই , যারা ভালবাসা নিয়ে ছলনা করে , তাদের কাছে ভালবাসার লোকের, কোন অভাব নেই বলুন।……………………..
সত্যি কারের ভালোবাসা কোন দাম নেই, যারা ভালবাসা নিয়ে ছলনা করে , তাদের কাছে ভালবাসার লোকের, কোন অভাব নেই ।………………
মাটির পুতুল হঠাৎ করেই বদলে যায়,
মায়ায় কিংবা সার্থে পরে ডুবে ব্যাস্ততায়।
মরীচিকার ধোকায় পরে পিছুটান ভুলে যায়,
কেউ পেয়ে আনন্দিত কেউ না পেয়ে মুখ লুকায়।……………….
বুকের কষ্ট গুলো বুকে লুকিয়ে রেখেছি, চলে যাব অনেক দূরে, ফিরবো না তো আর , এতটা যন্ত্রণা ছিল এই বুকে, সাধ্য নেই তা আমার বয় বেড়াবার ।…………………..
সাদা পাতায় দোয়াতের কালি না কখনো মোছা যায়,
মানুষের বিষাক্ত নম্রতা কি সহজেই ভোলা যায়?
সব কিছুই ফেরত পাবে দেনা রাখা ঠিক নয়,
এই কি তোমার ভালবাসা?…………………….
বুকের মধ্যে শুধু স্মৃতি আছে অবশেষ,
তোমাতে আমার অসহায় দৃষ্টি অনিমেষ ।
দুঃখ বিনা বাকি নেই সুখের কোন লেশ,
তোমাকে ছাড়া আমিতো হয়ে গেছি শেষ ।……………….
যেসকল মানুষ হাজারও কষ্টের মাঝে তার ভালোবাসার মানুষটিকে মনে রাখে, সে সত্যিকার অর্থে ঐ মানুষটিকে অনেক ভালোবাস।………………..
আশা করি আজকের আমাদের এই পোষ্ট আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন। আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ………..