প্রিয় বন্ধুরা আপনারা জানেন ১৪ই ফেব্রুয়ারি এই দিনটিকে মানুষ বিভিন্নভাবে ভালোবাসা দিবস হিসেবে পালন করে থাকে। প্রিয় বন্ধুরা আপনারা যারা ১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের শুভেচ্ছা ও প্রীতি স্ট্যাটাস জানার জন্য ইন্টারনেটে সার্চ করে থাকেন। তাদের জন্য একটি সুখবর কেননা এই আর্টিকেলে আমি আপনাদের জন্য ১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের বাছাই করা গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। আপনারা আমাদের আর্টিকেল থেকে গুরুত্বপূর্ণ উক্তি স্ট্যাটাস ক্যাপশন গুলো সংগ্রহ করে প্রিয় মানুষকে জানাতে ভুলবেন না।
বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে সকল বয়সী মানুষের কাছে অন্যরকম এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এই ভালোবাসা দিবস যদিও বা বিধর্মীদের রীতিনীতি অনুসারে কালক্রমে বর্তমান সময়ে চলমান রয়েছে। তবে কিছু কিছু ব্যক্তিবর্গ এই দিবসটিকে স্মরণীয় করে রাখতে চাই। এ ছাড়া তারা নিজেরদের সম্পর্কের সাক্ষী হিসেবে এই দিনটিকে স্মরণীয় হিসেবে ধরে রাখতে চাই। তাই বিশ্ব ভালোবাসা দিবসে আপনার প্রিয়জনকে বিশ্ব ভালোবাসা দিবসের স্ট্যাটাস, উক্তি, শুভেচ্ছা, ক্যাপশন ও ছবি দেয়ার জন্য আপনারা আমাদের এখান থেকে এ সকল কিছু সংগ্রহ করে নিতে পারেন।
বিশ্ব ভালবাসা দিবসের উক্তি
১.মানুষের অনুপস্থিতিতে টের পাওয়া হলো সবচেয়ে কঠিন কাজ। তবে যদি ভাবে আপনি কারোর জন্য একাকিত্ব বোধ করছেন তবে ভেবে নিন আপনার জীবনেও প্রিয় মানুষ বলতে কেউ আছে।
— নিক্কি স্কেইফেলবিন
২. মাঝে মাঝে আমরা এমন কারোর সাথে পরিচিত হই যাদের অনেক আগে থেকেই চেনা মনে হয় এবং তারাই হলো আমাদের প্রিয় মানুষ।
— অভিজিত দাস
৩. যে তোমাকে বুঝতে পারে এবং সেই সাথে তোমার অনুভূতিকে ধরে নিও সেই তোমার প্রিয় মানুষ।
— অভিজিৎ দাস
৪. ভালবাসা হলো একটি গোপন রত্ন। আপনি ততক্ষণ এর কথা জানবেন না যতক্ষণ না আপনার প্রিয় মানুষ এসে এটা উন্মুক্ত করে।
— দেবাশীষ মৃধা
৫. প্রিয় মানু্ষ হলো সেই যাকে দেখার পর আপনার সময়টা থেমে যায় তার নিরীহত্ব দেখে।
— প্রদীপ বেন্ডুকলে
৬. প্রিয় মানুষ শুধু সেই নয় যে আপনার ডায়েরীতে থাকে বরং মানুষটি হলো সে যে আপনার উক্তিতেও শামিল।
— ক্রিথি আক্স
৭. কিছু সময় তোমার জীবনে মানুষ কমে গেলেও মানুষের মূল্য বেড়ে যায়, আর এই সময়টাতেই তোমার প্রিয় মানুষ এসে থাকে।
— সংগৃহীত
৮. যে তোমাকে ভালোবাসে এবং তোমাকে পরিপূর্ণ করে মনে রেখো সেই তোমার প্রিয় মানুষ।
— অভিজিৎ দাস
৯. যখন তোমাকে জীবন বিশেষ কেউ দিয়েই দেয় তাহলে আর চেও না।
— এম.এফ মোঞ্জাজের
১০. এর চেয়ে সুন্দর আর কি হতে পারে যখন আপনি আপনার পছন্দের মানুষটির প্রিয় মানুষ।
— সংগৃহীত
ভালোবাসা দিবসের কবিতা
প্রিয় বন্ধুরা ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকে মানুষের কাছে রাঙিয়ে তুলতে অনেক কবি বিভিন্ন রকমের কবিতা লিখে গেছেন। যার ফলে এই কবিতাগুলো প্রেমিক-প্রেমিকারা একে অপরের কাছে শেয়ার করে ভালোবাসা দিবসটিকে আরো মজবুত করে তুলতে সক্ষম হয়। প্রিয় বন্ধুরা নিচে কিছু গুরুত্বপূর্ণ কবিতা আলোচনা করা হলো।
আমি যদি বৃষ্টি হতাম
স্পর্শ করতাম তোমার অন্তরকে,
ধুয়ে দিতাম বিষাদকে
মেঘলা বরণ অঙ্গ জুড়ে
তুমি আমায় জড়িয়ে নিতে।
কষ্ট আর পারতাে নাকো
কষ্ট দিতে।
হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে
ভালােবাসা মানে এক মুঠো রােদ
বসন্তের ঐ হাওয়া
ভালােবাসা মানে মনের সাগরে
স্বপ্নের তরী বাওয়া।
ভালােবাসা মানে শিশির ভেজা
সবুজ ঘাসের জমি ,
ভালােবাসা মানে সব সীমা ছারিয়ে
শুধু তুমি আর আমি।
হ্যাপি ভ্যালেন্টাইন’স ডে
বিশ্ব ভালবাসা দিবসের ক্যাপশন
যত দূরে থাক না কেনো,
থাকবো তোমারই পাশে,
যেমন করে বৃষ্টি জড়িয়ে থাকে ঘাসে,
তোমার সকল কষ্ট মুছে,
মুখের হাসি ফিরিয়ে দিব।
হৃদয় থেকে বলছি তোমায়,
অনেক বেশি ভালোবাসি।
মিষ্টি মেয়ে, মিষ্টি হেসে, মিষ্টি কথা বলে
আমায় পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাবো ঐ নীল আকাশে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা ভালোবাসা,
আমি শুধু পেতে চাই তোমার ভালবাসা।
খুজে দেখো মনের মাঝে,
আমি আছি তোমার স্বপ্নের সাঁজে,
তুমি ভেসে যাও আমার হৃদয় জুড়ে
অনুভুতির সাগরে,
সারা জীবন এভাবেই ভালোবাসে যাব।
তোমায় ভেবে হারিয়ে যাই অনেক দূরে
যেখানে রয়েছে শুধু তোমার ভালোবাসার সূখের নীড়।
সেই নীড়কে আপন করে কাটিয়ে দিতে চাই শত জনম।
তাই আমি কল্পনার সাগরে ভেসে চলে যাই,
তোমার হৃদয় সৈকতে, তুমি দিবেনা ধরা ?
জানো পাখি কেন ডাকে?
তোমার ঘুম ভাঙ্গানোর জন্য।
জানো ফুল কেন ফোটে?
তুমি দেখবে তাই।
জানো আকাশ কেন কাঁদে?
মন খারাপ হলে।
জানো তোমাকে পছন্দ করি কেন?
তুমি খুব ভাল লাগে বলে।
আর তোমায় ভাল লাগে বলে তোমায় এত ভালোবাসি।
প্রেম মানে হৃদয়ের টান,
প্রেম মানে একটু অভিমান,
প্রেম মানে অফুরন্ত ভালোবাসা।
নিজেকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি,
নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার ভালবেসেছি,
জীবনকে খুজতে গিয়ে তোমার মত জীবন সঙ্গী পেয়েছি।
কে তুমি?
কেন তোমায় আমি খুজি?
কেন তোমায় আমি কল্পনার সাগরে দেখতে পাই?
কেন তোমায় আমি অনুভব করি?
কেন তোমায় আমি চাই?
জানি না, কিছু জানি না,
শুধু জানি আমি তোমায় ভালোবাসি।
কোনো এক কুয়াশা ভেজা সকালে দেখতে পেয়েছি তোমায়,
সাদাসিধে সাজে এলোমেলো চুলে মুখ ঢেকে যায় তোমার চাঁদ মুখ,
তোমায় দেখে পাগল হয়ে যায় আমার মন
অজান্তেই বলে উঠি তোমায় ভালোবাসি।
ভালোবাসা নীল আকাশের মত সত্য
শিশির ভেজা ঘাসের মত পবিত্র
কিন্তু সময়ের কাছে আমি পরাজিত
বাস্তবতার কাছে অবহেলিত
তবুও বলব আমি তোমায় ভালোবাসি।
প্রিয় বন্ধুরা আজকের আর্টিকেলে ভালো ভালোবাসা দিবসের ক্যাপশন গুলো আলোচনা করেছি আশা করি অবশ্যই সবারই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন আবার নতুন কিছু জানতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করবেন কেননা আমাদের আগামী ওয়েবসাইটে নিয়মিত নতুন নতুন তথ্য