Native Banner
পাঠক বন্ধুরা আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে সবাই ভাল আছেন আমিও ভাল আছি ।আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে আলোচনা করব। তা হল বিশ্ব পরিবেশ দিবস। আপনাদের অনেকেরই হয়তো এখনো অজানা রয়েছে 5 ই জুন কেন এই দিনটিতে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে পরিবেশ দিবসের সকল গুরুত্বপূর্ণ অজানা তথ্য পেয়ে যাবেন ।তাই আর দেরি না করে মনোযোগ সহকারে আমাদের পোস্ট টি পড়ুন।
বিশ্ব পরিবেশ দিবস:
পাঠক বন্ধুরা আমরা জানি প্রতিবছর 5 ই জুন বিশ্বব্যাপী রাজনৈতিক আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত হয় এই দিবস এই দিনটিতে জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স গুরুত্বপূর্ণ ভাবে শুরু হয়েছিল। 5 ই জুন থেকে 16 জুন অবধি 1972 খ্রিস্টাব্দে এই কনফারেন্স শুরু হয়েছিল। জাতিসংঘের সাধারণ সভায় এই কনফারেন্স প্রথম চালু করেছিল। তখন থেকেই এই পরিবেশ দিবস প্রতি বছর পালিত হয়ে আসছে। তবে এই দিবসটি প্রতিবছরই আলাদা শহরে আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলেছেন প্রকৃতিতে রক্ষার এখন সময় নয়তো ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে গোটা মানবজাতির এবার পরিবেশ দিবসের আয়োজন কলম্বিয়া। জার্মানির সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে তারা ।সারা বিশ্বের বৈচিত্রের 10% রয়েছে কলম্বিয়াতে। 1972 সালে জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির উদ্যোগে প্রতিবছর সারাবিশ্বে 5 ই জুন দিবসটি পালন করা হয়ে থাকে।
পরিবেশ দিবসের ইতিহাস
১৯৬৮ সালের ২০ মে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার। চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা। সে বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। পরের বছর জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সমাধানের উপায় খুঁজতে সদস্যরাষ্ট্রগুলোর সম্মতিতে সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি ইতিহাসের প্রথম পরিবেশ-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়। ১৯৭৩ সালে সম্মেলনের প্রথম দিন ৫ জুনকে জাতিসংঘ ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা দেয়। ১৯৭৪ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
কেন পরিবেশ দিবস পালন করা হয় ?
মানুষ প্রতিনিয়ত পরিবেশকে বিভিন্নভাবে দূষিত করে তুলছে। পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে এই দিনের আয়োজন ।1972 সালের জুন মাসে সুইডেনের স্টকহোমে রাষ্ট্রসঙ্ঘের প্রথম মানব পরিবেশ সম্মেলন। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদে 5 জুন তারিখে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়া হয় তার দুবছর পরে 1974 সাল থেকে প্রত্যেক বছর দিনটি পালিত হয়ে আসছে। সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াবার জন্য এবং তাদের পরিবেশ সংরক্ষণের কাজে উৎসাহ দেবার উদ্দেশ্যে সারাবিশ্বে দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। মানুষকে পরিবেশ সম্বন্ধে পরিষ্কার পরিছন্নতা এককথায় সকল দিক দিয়ে সচেতনতা বাড়াবার জন্য ই 5 ই জুন এই দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। কেননা প্রকৃতি না বাসলে মানব জীবন বিপন্ন হয়ে পড়বে। পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সকলের। এই পরিবেশ সচেতনতা তৈরী করাই এই দিনটির উদ্দেশ্য। 1974 সালে প্রথম পালন করার সময় থেকেই প্রতিবছর এই দিনটির জন্য নির্দিষ্ট একটি বিষয় ঠিক করা হয় ।সঙ্গে প্রতিবছর কোন একটি শহর বা দেশকে দিনটির মূল্য আয়োজনের দায়িত্ব দেওয়া হয়।
পরিবেশ দিবস উপলক্ষে কর্মসূচি:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার (5 জুন) জাতীয় বৃক্ষরোপণ অভিযান-2021 এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 11টায় তিনি গণভবনে সোনালু, জাম, আমড়া ও ডুমুর বৃক্ষের চারটি চারা রোপণ করে জাতীয় এই বৃক্ষরোপণ অভিযান-2021এর উদ্বোধন করবেন। এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এবং সচিব জিয়াউল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
শেষ কথা:
পাঠক বন্ধুরা আমরা এই পোষ্টের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস নিয়ে গুরুত্বপূর্ণ সকল তথ্য আলোচনা করেছি। আশা করি আজকের এই পোষ্ট আপনাদের সবার ভালো লাগবে । ভালো লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন ।এবং আবার নতুন কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ।সবাই ভাল থাকবেন ধন্যবাদ।