বহুল আলোচিত হার্ভার্ড ড্রপআউট, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বনন্দিত জনহিতৈষী- বিল গেটস সম্পর্কে চেনেন না এমন লোক ডিজিটাল দুনিয়ায় খুঁজে পাওয়া যাবেনা।বিল গেটস যে কী রকম প্রতিভার অধিকারী তা আমাদের অনেকেরই অজানা। চলুন জেনে নিই বিল গেটসের জীবন থেকে নেয়া কিছু ঘটনা, যা তার অসাধারণ প্রতিভা ও ব্যক্তিত্বের স্বাক্ষর বহন করে।
বিল গেটস সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য
বহুল প্রতিভাবান ব্যক্তিত্বসম্পন্ন এই ব্যক্তির বিষয়ে অজানা অবিশ্বাস্য কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার আগ্রহ নিয়ে উপস্থিত হয়েছি আমাদের সাথে থাকুন এবং এই সমস্ত তথ্য সম্পর্কে জানেন আশা করছি এই তথ্যগুলো আপনার কোন না কোন ক্ষেত্রে কোন না কোন ভাবে উপকৃত করবে
নম্বর প্লেট মুখস্থ রাখা
মাইক্রোসফটের শুরুর দিকে বিল গেটস অত্যন্ত কঠোর পরিশ্রম করতেন। তিনি ছুটির দিনেও কাজ করতেন। কর্মীরা ঠিকভাবে কাজ করছে কিনা তা নজর রাখার জন্য তিনি সকল কর্মীর যানবাহনের নম্বর প্লেট মুখস্থ রাখতেন যাতে জানা যায় কে কখন আসছেন/যাচ্ছেন।
হ্যাকার বিল গেটস
বিল গেটস ও পল অ্যালেন (মাইক্রোসফটের আরেকজন সহপ্রতিষ্ঠাতা) হাইস্কুলে পড়ার সময় ধার করে কম্পিউটার চালাতেন। যেখান থেকে তারা কম্পিউটার এক্সেস করতেন সেখানে একটি কোম্পানির কিছু ফ্রি একাউন্ট ছিল। সেই কোম্পানির একটি একাউন্টিং ডকুমেন্ট হ্যাক করে বিল গেটস ও তার বন্ধু ফ্রি কম্পিউটার এক্সেসের একাউন্ট খোঁজ করেছিলেন। যদিও শেষ পর্যন্ত তারা সফল হননি।
নিজ হাতে থালা-বাসন ধোয়া
প্রতিরাতে নিজ হাতে থালা-বাসন ধৌত করেন বিল গেটস! ২০১৪ সালে রেডিটে এক এএমএ সেশনে বিল গেটস বলেন, “প্রতিরাতে আমি ডিশগুলি ধুয়ে থাকি, অন্যরা (এ কাজে আমাকে) সাহায্য করে, কিন্তু আমি এটা নিজের মত করে করতে পছন্দ করি।”
ক্লাস না করেও এ গ্রেড
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিল গেটস যেসব কোর্স নিয়েছিলেন তার কোনোটির ক্লাসেই তিনি কখনো উপস্থিত হননি। বরং অন্য কোর্সের ক্লাস করতেন গেটস। তারপরেও নিজের কোর্সে প্রায় সব সময়ই এ গ্রেড পেতেন এই জিনিয়াস!
বিল গেটস এর আয়
মাইক্রোসফট এর সহ-প্রতিষ্ঠাতা গেটস বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যাক্তি। তার প্রতি সেকেন্ড আর হলো $৩৮০ ডলার। যেটা বাংলাদেশ টাকার হিসাবে প্রায় ৩২ হাজার টাকার মতো আসে। তবে, ২০১৯ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত তাঁর নিট সম্পদের মূল্য ছিলো ১০৫ দশমিক ৮ বিলিয়ান মার্কিন ডলার। তাহালে চিন্তা করুন বিল গেটস কত টাকার মালিক।
বিশ্বের ধনীর তালিকায় প্রথম অংশে তার নাম লিপিবদ্ধ রয়েছে। তার এই অর্থ সম্পদের কারণে তিনি পরিচিতি অর্জন করেছে এমনটি নয় তার জীবনী সম্পর্কে জানার মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পেরেছি এছাড়া তার বিষয়ে কিছু অবিশ্বাস্য তথ্য রয়েছে যেগুলো বেশি সংখ্যক মানুষ জানে না তাই আমরা আমাদের আলোচনার মাধ্যমে এই ব্যক্তির বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।