বিসমিল্লাহির রহমানির রাহিম
প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন ।আমিও ভাল আছি ।আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাঁধন ব্লাড ব্যাংক এর ডোনার তালিকা, ঠিকানা, অবস্থান ও কন্টাক্ট নাম্বার নিয়ে ।যারা বাঁধন ব্লাড ব্যাংক এর ডোনার তালিকা, ঠিকানা, অবস্থান ও কন্টাক্ট নাম্বার খুঁজছেন তাদেরকে আমার এই ওয়েবসাইটে স্বাগতম।আমি আজকে আপনাদের সাথে বাঁধন ব্লাড ব্যাংক এর ডোনার তালিকা, ঠিকানা, অবস্থান ও কন্টাক্ট নাম্বার নিয়ে আলোচনা করব।আশা করছি আজকের এই আলোচনা আপনাদের সবার ভালো লাগবে।
বাধন প্রতিষ্ঠানটি:
বাধন প্রতিষ্ঠানটি একটি স্বায়ত্তশাসিত ও স্বেচ্ছাসেবী রক্তদানকারী কেন্দ্র। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে অবস্থিত।এই রক্তদানকারী প্রতিষ্ঠানটি ১৯৭৭ সালে প্রথম তাদের কার্যক্রম শুরু করেন।
বাঁধনের শাখা:
এখন পর্যন্ত এই স্বেচ্ছাসেবী রক্তদানকারী বাঁধন প্রতিষ্ঠানটির মোট শাখা রয়েছে 32 টি। বাঁধনের শাখা গুলির মধ্যে দশটি রয়েছে বিশ্ববিদ্যালয় এবং বাইশটি রয়েছে বিশ্ববিদ্যালয় কলেজ পর্যায়।
বাঁধন ব্লাড ব্যাংক এর ঠিকানা :
বাংলাদেশের সববৃহৎ বাঁধন ব্লাড ব্যাংক এর ঠিকানা নিচে দেওয়া হল:
বাঁধন, টি.এস.সি (নিচতলা),(জোনাল অফিস), ঢাকা বিশ্ববিদ্যালয়।ফোন- ০২-৮৬২৯০৪২
সকাল ৬ টা থেকেরাত ১০ টা পর্যন্ত)
ই-মেইল- du@badhan.orgওয়েব সাইট- www.badhan.org
রক্তের প্রয়োজনে মোবাইল ফোন সার্ভিস:
আপনি যেনে থাকবেন যে বাঁধন ব্লাড ডোনার বাংলাদেশের সকল স্থানে রয়েছে। এবং এই সংস্থাটি একটি বড় সংস্থা। আপনার যে কোন সময় রক্ত প্রয়োজন হতে পারে তাই আপনি যে কোন সময় তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি নিচে দেওয়া নাম্বারে বাংলালিংক সিম দিয়ে ফোন করে নিকস্থ ব্লাড ব্যাংক এ যোগাযোগ করে সকল তথ্য সংগ্রহ করতে পারেন।
বাংলালিংক মোবাইল সার্ভিস নাম্বার ৮০০৮
বাঁধনের সকল শাখা ও মোবাইল নাম্বার বাংলাদেশ
আমরা আপনাদের সুবিধার জন্য বাঁধন ব্লাড ডোনারের সকল শাখা গুলো আপনার সামনে তুলে ধরলাম এবং সাথে তাদের মোবাইল নাম্বার গুলো যাতে আপনি সহজে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। চলুন দেখে নেই সকল শাখা গুলো।
সন্ধানী ব্লাড ব্যাংক:
নাম | যোগাযোগ |
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখা | ৮৬২১৬৫৮ |
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখা | ৯৬৬৮৬৯০, ৮৬১৬৭৪৪, ০১৮১৯-২৮৪৮৭৮ |
ঢাকা ডেন্টাল কলেজ শাখা | ৯০১১৮৮৭, ৮০১৭১৪৬, ৯০০২০৩৫ |
বাংলাদেশ মেডিকেল কলেজ শাখা | ৯১২৪৬১৯, ৯১১৮২০২; এক্স: ৪৩০ |
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা | ৭৩১৯১২৩, ৯৬৬৮৬৯০, ০১৮১৯-২৮৪৮৭৮ |
ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা | ০৯১-৫৪৮২৯ |
রাজশাহী মেডিকেল কলেজ শাখা | ০৭২১-৫২১৬৫১৮০, ০১৭২১-৭৭৩০৮০ |
খুলনা মেডিকেল কলেজ শাখা | ০৪১-৭৬১৫০৯ |
সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখা | ০৮২১-৭১০৮৮০ |
চট্টগ্রাম শাখা | ৬১৬৬২৫ |
রংপুর মেডিকেল কলেজ শাখা | ৫২১৬৫১৮০ |
বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ | ৬৪৪-৫১০০২৯৫ |
চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা | ০৩১-৬১৬৬২৫ |
দিনাজপুর মেডিকেল কলেজ শাখা | ০৫৩১-৪৭৪৮ |
বাঁধন ব্লাড ব্যাংক
নাম | যোগাযোগ |
সন্ধানী ইন্টারন্যাশনাল আই ব্যাংক | ৯১২৪৩৫৩, ০১১৯০-১৫১৪৮০ |
স্যার সলিমুল্লাহ কলেজ ব্লাড ব্যাংক | ৭৩১৯১২৩ |
ইসলামী ব্যাংক হাসপাতাল ব্লাড ব্যাংক | ৮৩১৭০৯০, ৮৩২১৪৯৫ |
কোয়ান্টাম ফাউন্ডেশন | ৯৩৫১৯৬৯, ৮৩২২৯৮৭, ৯৩৪১৪৪১, ৮৩১৯৩৭৭ |
সন্ধানী ন্যাশনাল আই ডোনেশন সোসাইটি | ৮৬১৪০৪০ |
ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি শাখা | ৮৬২৯০৪২, ০১৭১১-০২৫৮৭৬ |
বুয়েট শাখা | ০১৯১২-০৮২৯১৯ |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা | ০১৭১২-১৮০২৪৬ |
ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার, চট্টগ্রাম | ০৩১-৬২০৬৮৫, ৬১২৩৯৫, ৬২০৯২৬ |
পোর্ট হাসপাতাল, চট্টগ্রাম | ৫০২০২৪ |
রেলওয়ে হাসপাতাল, চট্টগ্রাম | ৭২০১২১-৩৯ |
রেটিনা ব্লাড ব্যাংক | ৯৬৬৩৮৫৩, ০১৬১৪-৬০৬৪১১ |
রেড ক্রিসেন্ট সোসাইটি | ৯১১৬৫৬৩, ৮১২১৪৯৭ |
বেগম তোয়েবা মজুমদার রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার, দিনাজপুর | ০৫৩১-৬৪০২১ |
ব্লাড ব্যাংক, খুলনা | ৭৬২০০৬ |
চট্টগ্রাম মেডিকেল কলেজ | ৬১৬৮৯১-৯৪, ৯৪৬১৬১৯৯ |
বাঁধন ব্লাড ডোনার প্রধান কর্যালায়:
প্রধান কার্যালয়৩১/ভি, শিল্পাচার্য জয়নুল আবেদীন সড়ক,
(পুরাতন শান্তিনগর), ঢাকা – ১২১৭।
(ইস্টার্ন প্লাস মার্কেটের পূর্ব পাশে)।
ফোন: ৮৩২২৯৮৭
মোবাইল: ০১৭১৪-০১০৮৬৯
ই-মেইল: blood@quantammethod.org.bd
ওয়েব সাইট: www.quantammethod.org.bd
বাঁধনে রক্ত দান করার প্রক্রিয়া:
আপনি চাইলে বাঁধনের যে কোন শাখায় গিয়ে নিজের রক্ত দিয়ে আসতে পারেন।
- আপনি সেচ্চায় বাঁধনে রক্ত দান করলে, রক্ত দান শেষে গুলুকোসের ব্যবস্থা করে বাধন।
- এবং রক্ত দাতাকে বিভিন্ন পুষ্টি কর ফলমূল দিয়ে থাকে।
- রক্ত নেওয়ার জন্য যে সিজিজ বা মাধ্যম ব্যবহার করা হয়, তা পুনরায় আর ব্যবহার করে না।
- এখানে রক্ত সংরক্ষণ বা প্রক্রিয় প্রযুক্তির নিময়ে করা হয়।
- রক্ত সংগ্রহের জন্য CPDA-1 (উন্নয়ন মানের ব্যগ) ব্যবহার করা হয়।
শেষ কথা:
পাঠক বন্ধুরা আমি এই আর্টিকেলের মাধ্যমে বাঁধন ব্লাড ব্যাংক এর ডোনার তালিকা, ঠিকানা, অবস্থান ও কন্টাক্ট নাম্বার করেছি। আশা করি, এই আর্টিকেল আপনাদের সবার ভালো লাগবে। ভাল লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।আর যদি এই আর্টিকেলে কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সব সময়ের জন্য চেষ্টা করি আপনাদের সামনে ভালো একটি আর্টিকেল পেস্ট করতে। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ………………