বিসমিল্লাহির রহমানির রাহিম
প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের সামনে একটি মূল্যবান আর্টিকেল আলোচনা করব যা হল পয়লা ফাল্গুনের শুভেচ্ছা স্ট্যাটাস টি ক্যাপশন নিয়ে। প্রিয় বন্ধুরা আপনারা যারা পয়লা ফাল্গুনের শুভেচ্ছা স্ট্যাটাস ভক্তি সংগ্রহ করে প্রিয় মানুষের কাছে শেয়ার করতে চান তাদের জন্যই আজকের এই আর্টিকেলে আমি কিছু বাদ বাছাই করা গুরুত্বপূর্ণ পহেলা ফাল্গুনের শুভেচ্ছা ও ক্যাপশন গুলো আলোচনা করেছি আপনারা এখনই চলে আসুন আমাদের আর্টিকেল এবং সংগ্রহ করুন পহেলা ফাল্গুনের শুভেচ্ছা ও প্রতিষ্ঠাটাস ও ক্যাপশন গুলো।
এবছর ১৪ ফেব্রুয়ারি ২০২৪ রোজ সোমবার পহেলা ফাল্গুন উদযাপিত হবে পুরো বাংলাদেশ। সাথে পাশের দেশ ভারতেও পহেলা ফাল্গুন পালন করা হয়। এদিন উপলক্ষে অনেকেই নানান পরিকল্পনার মাধ্যমে উদযাপন করে। বিশেষভাবে বসন্ত উৎসব ফুলের সমাহারে চারপাশে গন্ধ ছড়ায়। তাই বেশিরভাগ মানুষ মাথায় ফুলের মালা বিশেষ পড়ে ঘুরে বেড়ায় পুরো শহরে।
ফাল্গুন নিয়ে কিছু কথা
এই পহেলা ফাল্গুন নিয়ে অনেক অনেক বিশ্ব কবিরা নানা রকমের কবিতা লিখে গেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বিভিন্ন কবিতার মাঝে বসন্ত উৎসব নিয়ে কথা তুলে ধরেছেন।
সর্বপ্রথম ১৪০১ বঙ্গাব্দ সালে বাংলাদেশে প্রথম পহেলা ফাল্গুন উৎসব পালিত হয়। সেই সাথে বসন্ত জয়ন্তি বা বসন্ত উৎসব নিয়মিতভাবে চলে এসেছে। প্রথম প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পহেলা ফাল্গুন উৎসব পালন করা হতো। কিন্তু এখন বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় পহেলা ফাল্গুন পালন করা হয়।
ফাল্গুন নিয়ে উক্তি
আপনারা যারা পহেলা ফাল্গুন নিয়ে উক্তি জানার জন্য ইন্টারনেটে সার্চ করে থাকেন তাদের জন্য আজকের এই আর্টিকেলে আমি বাছাই করা কিছু উক্তি আলোচনা করেছি। আপনারা খুব সহজে আমাদের আর্টিকেল থেকে পহেলা ফাল্গুনের বাছাই করা উক্তি গুলো সংগ্রহ করে প্রিয় মানুষের কাছে শেয়ার করতে পারবেন। নিচে পহেলা ফাল্গুনের বাছাই করা উক্তি গুলো বিস্তারিত আলোচনা করা হলো।
চৈতে গিমা তিতা, বৈশাখে নালিতা মিঠা, জ্যৈষ্ঠে অমৃতফল আষাঢ়ে খৈ, শায়নে দৈ। ভাদরে তালের পিঠা, আশ্বিনে শশা মিঠা, কার্তিকে খৈলসার ঝোল, অগ্রাণে ওল। পৌষে কাঞ্ছি, মাঘে তেল, ফাল্গুনে পাকা বেল।
– ক্ষণা
হেরো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল-বরনী, যেন যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে; পুরানো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে, নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে
– রবীন্দ্রনাথ ঠাকুর
মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে। মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে। কুহক লেখনী ছুটায়ে কুসুম তুলিছে ফুটায়ে, লিখিছে প্রণয়-কাহিনী বিবিধ বরন-ছটাতে
– রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার অশোকে কিংশুকে, অলক্ষ্য রঙ লাগল আমার অকারণের সুখে
– রবীন্দ্রনাথ ঠাকুর
আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো
– জহির রায়হান
আজি এ বসন্ত দিনে বাসন্তী রঙ ছুয়েছে মনে; মনে পরে তোমাকে ক্ষণে ক্ষণে চুপি চুপি নিঃশব্দে সঙ্গোপনে
– সংগৃহীত
মনের আকাশে ঐ ফাগুন; পিয়াসী পাখি উড়ে যায় সুদূরেতে, কার যেছায়া মাখি!
– সংগৃহীত
ফাগুনের রঙে রেঙেছো তুমি, না বলা কথা আজ বলবো আমিঃ হৃদয়ের ডাক শুনবে কি তুমি?
– সংগৃহীত
হে কবি! নীরব কেন-ফাল্গুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?
– সুফিয়া কামাল
কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি- দখিন দুয়ার গেছে খুলি? বাতাবী নেবুর ফুল ফুটেছে কি? ফুটেছে কি আমের মুকুল? দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?
– সুফিয়া কামাল
ফাল্গুন নিয়ে ক্যাপশন
প্রিয় বন্ধুরা বর্তমান যুগে দেখা যায় সব মানুষ এই ফেসবুক চালাতে পছন্দ করে আর অনেকেই আছেন যারা পহেলা ফাল্গুনের শুভেচ্ছা ফেসবুকে শেয়ার করতে চায়। তাই আমি আপনাদের জন্য পহেলা ফাল্গুনের ক্যাপশন গুলো বিস্তারিত আলোচনা করেছি আপনারা আমাদের আর্টিকেল থেকে সংগ্রহ করে ফেসবুকে শেয়ার করতে পারেন।
খেয়াঘাটে ওঠে গান অশ্বথতলে , পান্থ বাজায়ে বাঁশি আন্মনে চলে । ধায় সে বংশীরব বহুদূর গাঁয় , জনহীন প্রান্তর পার হয়ে যায়
– রবীন্দ্রনাথ ঠাকুর
দূরে কোন্ শয্যায় একা কোন্ ছেলে বংশীর ধ্বনি শুনে
– রবীন্দ্রনাথ ঠাকুর
হয়তো ফুটেনি ফুল রবীন্দ্রসঙ্গীতে যত আছে, হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে। আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা, দূরন্ত শিমুল গাছে গাছে, তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক
– নির্মলেন্দু গুণ
একঝাক পাখি এসে ঐকতানে , গান গায় এক সাথে ভোর বিহনে, অচানক দুনিয়াটা আজব লাগে, আড়মোড়া দিয়ে সব গাছেরা জাগে, লাল নয় কালো নয় সবুজ পাতা, জেগে ওঠে একরাশ সবুজ পাতা
– ফররুখ আহমেদ
বসন্ত এলো এলো এলোরে পঞ্চম স্বরে কোকিল কুহুরে মুহু মুহু কুহু কুহু তানে মাধবী নিকুঞ্জে পুঞ্জে পুঞ্জে ভ্রমর গুঞ্জে গুঞ্জে গুনগুন গানে
– কাজী নজরুল ইসলাম
আমরা চেষ্টা করেছি আজকের পোস্ট এর সাহায্যে সবাইকে ফাল্গুন নিয়ে কিছু কথা, ফাল্গুন নিয়ে পোস্ট ও ফাগুন নিয়ে ক্যাপশন শেয়ার করতে। তাই আজকের এই পোস্ট সবার সাথে শেয়ার করুন যাতে সবাই ফাল্গুন নিয়ে নানান পোস্ট করতে পারে।
পরিশেষে প্রিয় বন্ধুরা আমি আজকের এই আর্টিকেলে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা স্ট্যাটাসভক্তি ও ক্যাপশন বিস্তারিত আলোচনা করেছি আশা করছি অবশ্যই আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন এবং আর্টিকেলের মধ্যে কোন কিছু মিসটেক হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। প্রিয় বন্ধুরা আমি নিয়মিত এই ওয়েবসাইটে নিত্য নতুন পোস্ট করে থাকি, তাই আপনারা নিত্যনতুন তথ্য জানার জন্য অবশ্যই নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন ধন্যবাদ সবাইকে।