ভালোবাসা বা প্রেম হল মানুষের এক সহজাত প্রবৃত্তি। প্রেমে পড়েননি বা নিজের জীবনের বিশেষ সেই মানুষটিকে ভালোবাসেন নি এমন মানুষ পাওয়া সত্যিই বিরল। আবার কিছু কিছু ক্ষেত্রে প্রেমে পড়ার আগে আরো একটি পর্যায় থাকে যাকে আমরা বলি প্রেম নিবেদন যা সকলে করে উঠতে পারেন না বা ইতস্তত বোধ করেন। সেই সব প্রেমিক ভাবাপন্ন মানুষদের মুশকিল আসানের পথ আমরা করে দিয়েছি এই প্রতিবেদনটির মাধ্যমে। নিচে উল্লেখ করা হল প্রেম নিবেদনের কিছু রোমান্টিক উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন কবিতা ইত্যাদি।
ভালোবাসার নামই প্রেম। ভালোবাসার গভীরতাকে মোহ নামে আখ্যায়িত করেন অনেকে। তবে হাজারো দ্বন্দ্ব সংঘাতের এই পৃথিবী টিকে আছে ভালোবাসার টানে। স্নেহ-প্রীতির বন্ধন, প্রেম আর ভালোবাসার জন্য কি বিশেষ কোনো দিনের প্রয়োজন হয়! কিন্তু তারপরও পৃথিবীর মানুষ পালন করে আসছে একটি দিন। আর সেই কাঙ্ক্ষিত দিনটিই আজ— বিশ্ব ভালোবাসা দিবস। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসা নিবেদনের জন্য আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কীভাবে বলবেন? কী বলে মন জয় করবেন তার?
প্রেম নিবেদন করতে রোম্যান্টিক উক্তি
‘তুমি, শুধু তুমি কাছে থাকলে আমি বুঝি আমি বেঁচে আছি। অন্য পুরুষরা দাবি করে, তারা নাকি পরীর দেখা পেয়েছে। আমি দেখেছি শুধু তোমাকে, আর সেটুকুই আমার পক্ষে যথেষ্ট।’
— জর্জ মুর (আইরিশ ঔপন্যাসিক)
তোমাকে যে ভালোবাসি তা কেবল তুমি কেমন মানুষ তা দেখে নয়, তোমার সংস্পর্শে আমি যেমনটা হয়ে উঠি তার আকর্ষণেও।’
— এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং (১৯শ শতকের ব্রিটিশ কবি)
— সম্রাট অষ্টম হেনরি
— রেদোয়ান মাসুদ
– সম্রাট অষ্টম হেনরি।
— স্টিফেন কিং (আমেরিকান কথাসাহিত্যিক)
কিছু চোখ তোমার দিকে বাঁকা নজরে তাকাবে, কিছু হৃদয় তোমাকে আপন করে নিতে চাইবে, আর কিছু কণ্ঠ তোমাকে মধুর সুরে ডাকবে। তাই বলে তুমি সবার দিকে তাকাতে পারো না, সবার হৃদয়ের সাথে হৃদয় মেলাতে পারো না, সবার কণ্ঠে কণ্ঠ দিতে পারো না। তোমাকে এমন একজনকে বেছে নিতে হবে যে তোমার চেহারা দেখে ভালোবাসে না, ভালোবাসে শুধু তোমার হৃদয় দেখে।
-রেদোয়ান মাসুদ
প্রেম নিবেদন নিয়ে স্ট্যাটাস
হৃদয়ের সবটুকু দিয়ে তোমার কাছে মিনতি করছি, তোমার মন আর আমাদের মধ্যেকার ভালবাসার সবটুকু আমাকে জানতে দিও
ভালোবাসি ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি….ভালোবাসি ভালোবাসি । আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আঁখি, আঁখির জলে যায় ভাসি ~ভালোবাসি !
আমি তোমাকে উজাড় করে ভালোবাসতে চাই
তুমি কি গ্রহণ করবে আমাকে ?
আমি সারা জীবন তোমার সাথে একসাথে থাকতে চাই
তুমি কি গ্রহণ করবে আমার প্রেম
বনলতা সেন কেও হার মানায় তোমার সৌন্দর্য, স্বর্গের কোনো অপ্সরা যেনো মর্তে নেমে এসেছে। প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়েছি, তুমি এখন আমার কল্পনা বাস্তব সবটা জুড়ে আছো। তোমাকে সামনাসামনি বলতে পারিনি, তাই এখন বলছি ভালোবাসি তোমায়।
এক সঙ্গে বড় হওয়া আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ অধ্যায় হয়ে উঠতে পারে। চলো, এটিকে সত্যি করে তুলি আমরা দুজনে । তোমার হাত ধরে তোমায় নিয়ে চলি অক্ষয় ভালোবাসার দেশে।
তুমি হয়তো জান না, আমি মনেপ্রাণে তোমার কামনা করি। তোমাকে ছাড়া নিজের জীবন কল্পনা করতে পারাটা আমার কাছে অসম্ভবের সমতুল্য। সবসময়, প্রতিনিয়ত তোমার মুখই আমার চোখের সামনে ভেসে ওঠে। তুমি কি জন্ম-জন্মান্তরের জন্য আমার হবে?
এ ব্যাথা কি যে ব্যাথা বোঝে কি আনজনে –
সজনী আমি বুঝি মরেছি মনে মনে
একে তো ফাগুন মাস দারুন এ সময় -লেগেছে ভীষণ চোট কি জানি কি হয় ! অঙ্গে চোট পেলে- সে ব্যাথা সারাবার
হাজার রকমের ঔষধি আছে তার ।
মরমে চোট পেলে সারেনা এ জীবনে-
সজনী আমি বুঝি মরেছি মনে মনে !