প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পরও ভুলতে পারছেন না তাঁর স্মৃতি, এই ৫ কৌশলেই বদলে নিন নিজের মতিগতি

Native Banner

মনকে বশ মানানো খুবই কঠিন কাজ। এই কাজটা সকলের দ্বারা সম্ভব হয় না। আর যাঁরা এই কাজে অপারগ, তাঁরাই ভুগতে থাকেন প্রেমের যাতনায়। আর এই যাতনা যে অসহ্য। কোনও মলমেই সারতে চায় না। তাই তো কবিগুরু বলে গিয়েছেন, ‘সখী, ভালোবাসা কারে কয়! সেকি কেবলই যাতনাময়’।

এখন প্রশ্ন হল, আপনিও কি এমন সমস্যায় ভুগছেন? তাহলে যত দ্রুত সম্ভব আমাদের এই প্রতিবেদনটি পড়ে নিন বন্ধুরা। এই প্রতিবেদনে উল্লেখিত কয়েকটি টিপস ব্যবহার করলেই আপনার মন থেকে প্রাক্তনের স্মৃতি কপূর্রের মতো উবে যাবে।