মনকে বশ মানানো খুবই কঠিন কাজ। এই কাজটা সকলের দ্বারা সম্ভব হয় না। আর যাঁরা এই কাজে অপারগ, তাঁরাই ভুগতে থাকেন প্রেমের যাতনায়। আর এই যাতনা যে অসহ্য। কোনও মলমেই সারতে চায় না। তাই তো কবিগুরু বলে গিয়েছেন, ‘সখী, ভালোবাসা কারে কয়! সেকি কেবলই যাতনাময়’।
এখন প্রশ্ন হল, আপনিও কি এমন সমস্যায় ভুগছেন? তাহলে যত দ্রুত সম্ভব আমাদের এই প্রতিবেদনটি পড়ে নিন বন্ধুরা। এই প্রতিবেদনে উল্লেখিত কয়েকটি টিপস ব্যবহার করলেই আপনার মন থেকে প্রাক্তনের স্মৃতি কপূর্রের মতো উবে যাবে।
প্রেমের জোয়ারে…
বিয়ে করে নতুন সংসার সাজিয়ে ফেললেন। আর এদিকে আপনি কিনা রয়ে গেলেন সিঙ্গেল। এ কেমন বিচার! তাই নিজের প্রতি এবার সুবিচার করতে হবে বন্ধু। সুতরাং আজ থেকেই নতুন কারও সঙ্গে প্রেমের জোয়ারে ভেসে যাওয়ার সংকল্প গ্রহণ করুন। কোনও পছন্দের নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে হবে। তাহলেই দেখবেন নতুন প্রেমের সুবাস পুরনো সব দুর্গন্ধকে উড়িয়ে নিয়ে চলে যাবে। আপনি নতুন করে বাঁচার অর্থ খুঁজে পাবেন।
টাইম টু মুভ অন
জীবনে বাস্তববাদি হন মশাই। প্রাক্তন বান্ধবী আপনাকে লেঙ্গি মেরে সুখে-শান্তিতে সংসার করছেন। আর এদিকে আপনি তাঁর স্মৃতি আগলে রেখে রোজ একটু একটু করে বিষ পান করছেন। কিন্তু এতে কি আদৌ কোনও লাভ মিলবে? তিনি কি আর কোনওদিন আপনার জীবনে ফিরে আসবেন? না, এই জন্মে তাঁর ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তাই এবার সময়ে এসেছে এই বাঁধন থেকে মুক্ত হওয়ার। সুতরাং যত দ্রুত সম্ভব নিজের সঙ্গে কথা বলুন। মনের পরিবর্তে মস্তিষ্কের কথা শুনুন। দেখবেন ফল মিলবে হাতেনাতে।
কাজে ডুবে যান
কর্মই আমাদের জীবনের মোক্ষ। আর সবই ছলনা বই কিছুই নয়। তাই সারাদিন নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখুন। কাজের জায়গায় নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে চলে যান। এতে আপনার দুটি লাভ হবে। প্রথমত, কাজের চাপে আপনার মনে প্রাক্তনের চিন্তা ঢুঁ মারার সুযোগ পাবে না। দ্বিতীয়ত, আপনার প্রোমোশনও হয়ে যাবে নিশ্চিত। ফলে লক্ষ্মীলাভের সেরা সুযোগ রয়েছে মশাই! তাহলে আর শুভ কাজে দেরি কেন!
পরিবারই শেষ কথা
প্রেমিকার এই ধরনের আচরণ আপনাকে ভিতর থেকে সম্পূর্ণ শেষ করে দিতে পারে। এমনকী হেসেখেলে বেঁচে থাকার ইচ্ছেও চলে যাওয়া সম্ভব। তবে মনে এমন খেয়াল আসলে নিজের মা-বাবার কথা ভেবে দেখুন। আপনি ছাড়া যে তাঁদের কেউ নেই। তাই তাঁদের খুশি রাখাটাই হল আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। সুতরাং নিজের জন্য না হোক পরিবারের সদস্যদের স্বার্থেই নতুন করে সব শুরু করার চেষ্টা করুন। আশা করছি, কিছুদিনেই আপনার মন থেকে তাঁর স্মৃতি উধাও হয়ে যাবে।
নিজেকে ভালোবাসতে শিখুন
মেঘ বালিকার’ প্রেমে হাবুডুবু খেতে খেতে নিজেকে ভালোবাসতেই ভুলে গিয়েছেন আপনি। তাই এবার ফাঁকা সময় পেলেই নিজেকে সময় দিন। গান শুনুন, কবিতা পড়ুন, সিনেমা দেখুন বা যা ভালো লাগে, অবসরে তাই করুন। পারলে কোনও এনজিও-এর সঙ্গে যুক্ত হয়ে সামাজিক কাজের সঙ্গেও যুক্ত হয়ে যেতে পারেন। পিছিয়ে পড়া মানুষের উপকার করে, তাঁদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারলে যে আনন্দ পাওয়া যায়, তা আপনি আর কিছুতেই পাবেন না।
পরিশেষে প্রিয় বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পরেও তাকে ভুলে যেতে পারেন না। বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি আশা করছি সবারই ভালো লাগবে। প্রিয় বন্ধুরা তথ্য পাওয়ার জন্য সবাই আমার আপডেট বিডি একাত্তর ডট কম ওয়েবসাইট টি ভিজিট করবেন।