আমাদের স্কুল জীবনের প্রতিটি ধাপের পরে পরে আমাদের জীবনে নিত্য নতুন বন্ধু যুক্ত হয়ে থাকে কিছু কিছু বন্ধু আমাদের আবার খুব বেশি আপন হয়ে থাকে যাদের সাথে আমরা দিনের এতটাই সময় অতিক্রম করে থাকি। যে তাদের ছাড়া আমাদের জীবন চলা দুষ্কর তাদের প্রতি আমাদের এই নির্ভরশীলতা একসময় বিরাট ক্ষতির কাছে নিয়ে যায়। বন্ধুত্ব এমন এক ধরনের মূল্যবান জিনিস যা কখনো হারিয়ে গেলে পুনরায় ফিরে পাওয়া যায় না কারণ সেই বন্ধুটিকে যদি কোন কারণে হারিয়ে ফেলি তার অভাবটি কোনদিন পূরণ করা হয় না।উদাহরণস্বরূপ বলা যায় একটি কাচের গ্লাস ভাঙলে যেমন পুনরায় জোড়া লাগানো যায় না যদিও জোড়া লাগা যায় কিন্তু গ্লাসের উপরে দাগ থেকে যায় ঠিক সেরকমই একজন প্রকৃত বন্ধুর সাথে বিশ্বাস ভেঙ্গে গেলে সে বিশ্বাস আর পুনরায় সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায় না। আমাদের জীবনে এমন অনেক ধরণের কথা থাকে যা আমরা সহজেই কারো সাথে শেয়ার করতে পারি। আমাদের জীবনের নানান ক্ষেত্রে আমরা পেয়ে থাকি বন্ধু। আমাদের জীবনের বন্ধুর সংখ্যা হিসেবে করতে হয়তো একদিন অতিবাহিত হয়ে যাবে। তার মধ্যে কিছু কিছু বন্ধু থাকে আমাদের লাইফে। যাদের গুরুত্ব কোন অংশে কম নয়। আমাদের জীবনের নানান ক্ষেত্রে তারা জড়িয়ে থাকে। তারা হয়ে থাকে সবার থেকে আলাদা ,সবার থেকে ভিন্ন ধরণের ,সবার থেকেই আলাদা হয়ে থাকে।
বন্ধুত্ব নিয়ে উক্তি:
একটি ভালো বই একশ জন বন্ধুর সমান । কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরীর সমান ।
– ডক্টর এ.পি.জে আব্দুল কালাম ।
যারা কোনো স্বার্থের বশবর্তী হয়ে তোমার কাছে আসে, পরীক্ষা না করে তাদের বন্ধুত্বের প্রতি আস্থা স্থাপন করো না। যাকে তুমি ঘৃণা করো, তাকে ভয় করে চলো।
– বড়পীর হযরত আবদুল কাদের জিলানি (রহ.)
সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।’ তাই জীবনকে সুন্দর করতে হলে অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। অসৎজনের সঙ্গে সম্পর্ক রেখে কখনো ভালো হওয়ার আশা করা যায় না। তা ছাড়া প্রত্যেক ব্যক্তি হাশরের দিন তার বন্ধুর সাহচর্য লাভ করবে।’
‘পাখি’ নই যে উড়ে যাব।
‘সূর্য’ নই যেডুবে যাব।
‘প্রদ্বীপ’ নই যে নিভে যাব।
আমি তো তোমার ‘বন্ধু’ তাই চিরদিন পাশে ‘রব’
“বন্ধু আমার সাঝের বাতি সকল খুশির উৎস,
বন্ধু আমার চলার পথের গুরুত্বপূর্ণ অংশ।
“বন্ধুত্ব ব্যাখ্যা করা বিশ্বের সবচেয়ে কঠিন বিষয়। এটি স্কুলে শেখার কিছু নয়, তবে আপনি যদি বন্ধুত্বের অর্থ না শিখে থাকেন তবে আপনি সত্যই কিছুই শিখেননি। ”
– মোহাম্মদ আলী
বন্ধু হলো তিনি আপনাকে জানেন এবং আপনাকে একইভাবে ভালবাসেন ”
– এলবার্ট হাবার্ড
কিছু লোক পুরোহিতদের কাছে যায়। বাকিরা কবিতায়। আমি আমার বন্ধুদের কাছে।
– ভার্জিনিয়া উলফ
লোক তার সঙ্গীর স্বভাব-চরিত্র দ্বারা প্রভাবিত। অতএব সে যেন খেয়াল রাখে কার সঙ্গে সে বন্ধুত্ব করছে।
– প্রিয় নবীজি (সা.
তুমি আমার কথা মেনে মূর্খের বন্ধুত্ব থেকে দূরে থাকো। মূর্খের বন্ধুত্ব জ্ঞানীকে বরবাদ করে দেয়। মূর্খের সঙ্গে বন্ধুত্বের পরিণামস্বরূপ মানুষ তোমাকে মূর্খ বলে স্মরণ করবে।
– হযরত আলী (রা.)
নতুন বন্ধুদের সম্পর্কে ভালো বিষয়টি হলো, তারা আপনার সত্তায় নতুন শক্তি এনে দেয়।”
– শান্না রদ্রিগেজ
যে ব্যক্তি প্রতিশোধ স্পৃহার আগুনে জ্বলতে থাকে, তার অন্তরের রক্তক্ষরণ কখনো বন্ধ হয় না।
-বুআলী সিনা
শেষ কথা:
বন্ধুত্ব মানব জীবনের অমূল্য সম্পদ ।আর যদি সে বন্ধুত্বের প্রকৃত না হয় তাহলে সে বন্ধুত্ব দিয়ে কোনো কাজে আসে না ।তাই বন্ধুত্ব অবশ্যই প্রকৃত হতে হবে ।আমরা বিশ্বাস করি আমাদের লেখা আপনার পছন্দ হয়েছে ।অনুগ্রহপূর্বক কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ।আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য ধন্যবাদ।