প্রবাস জীবন এর কিছু কথা, স্ট্যাটাস, এসএমএস ,কবিতা ও উক্তি 2023

Native Banner
বিসমিল্লাহির রহমানির। আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করবো প্রবাস জীবন কাহিনী ও অজানা সকল তথ্য । অর্থাৎ এখান থেকে আপনি প্রবাস জীবন নিয়ে স্ট্যাটাস এবং প্রবাস জীবন নিয়ে কিছু কথা জানতে পারবেন। প্রবাস জীবন খুবই কষ্টের জীবন। দেশ, সমাজ ,সংসার পরিবারকে ছেড়ে বাইরে থাকার কষ্ট একমাত্র প্রবাসীরাই জানে। প্রবাসীদের মনে লুকিয়ে থাকে হাজারো কষ্ট। প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্তে মনে পড়ে দেশের স্মৃতি এবং চেনা মুখগুলো। চাইলেও তাদের সাথে দেখা করা সম্ভব না। প্রতিটা সময়ই নিজের সাথে যুদ্ধ করে চলতে হয় তাদের।প্রবাসের কর্মজীবিরা মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তানকে ভালো রাখার জন্যই রাত-দিন পরিশ্রম করে থাকেন। তাই প্রবাসের জীবন একটু ভিন্ন।প্রবাসী জীবন যে কততা কষ্টের সেটা যে না গেছে সে কখনো বুঝবে না। নিজের আপনজনদের ছেড়ে দূর প্রবাসের প্রত্যেকটা দিন যেনো কাটতেই চায় না। যারা এমন অশান্তির মধ্য দিন অতিবাহিত করছেন তাদের সবচেয়ে কাছের সঙ্গি হলো মোবাইল। বেশিরভাগ মানুষই বাড়ির বাইরে গিয়ে এই মোবাইল ফোনকে সঙ্গি করে নেয়।তাই শত যন্ত্রণার পরও দেশের মানুষটি প্রবাসে থাকে তার কষ্ট হলেও যাতে তার প্রিয় মানুষগুলো একটু ভালো থাকে, একটু স্বস্তিতে থাকে, একটু সুন্দর থাকে, সে যেন পরবর্তীতে দেশে ফিরে সে মানুষগুলোর হাসিমুখ দেখতে পারে। আহা, তার কাছে তখনই পরম শান্তি বলে মনে হয়। মনে হয় এই মুহূর্তটার জন্যই তো দেশের বাইরে থাকা।এজন্য আমরা আজকে এই পোষ্টের মাধ্যমে প্রবাসীদের জীবন নিয়ে কিছু স্ট্যাটাস তুলে ধরব।আপনারা যারা প্রবাসী রয়েছেন । তারা চাইলে এই পোস্টের মাধ্যমে আপনার এই স্ট্যাটাসটি সকলের কাছে পৌছে দিতে পারেন।