কম্পিউটার নিত্যপ্রয়োজনীয় একটি ইলেকট্রনিক যন্ত্র। যার কল্যাণে ইন্টারনেট ইউজ করে আমরা পুরো বিশ্বের সাথে কানেক্টেড থাকতে পারি। কম্পিউটারের প্রয়োজনীয়তার যেমন শেষ নেই তেমনি এর দামের ভেরিয়েশনের শেষ নেই। যার ভালো কনফিগারেশনের জন্য মোটামুটি টাকা খরচ করতে হয়। কিন্তু আমরা একই দামে নতুনের চেয়ে ভালো কনফিগারেশনের পুরনো কম্পিউটার কিনতে পারবো। আমাদের আজকের পোস্টে আমরা পুরাতন পিসি কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন তা নিয়ে আলোচনা করবো। এতে আপনি সহজেই ভালো মানের পুরনো কম্পিউটার কিনতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনা শুরু করা যাক।
পিসি কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
পুরনো পিসি কেনার আগে আমাদের বেশকিছু বিষয় খেয়াল রাখতে হয়। কারন স্পেয়ার পার্ট কিনে কিনে সহজেই অল্প খরচে অনেক ভালো পিসি কনফিগার করা যায়। তবে এক্ষেত্রে আপনার কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে। আপনি যদি এক্সপার্ট হন তাহলে আরও ভালো হয়। এছাড়া আরও কিছু বিষয় আছে যা অনেক গুরুত্বপূর্ণ। কারন আপনি সঠিক ভাবে কনফিগার করতে না পারলে পুরো টাকা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাহোক চলুন পুরাতন পিসি কেনার আগে যে যে গুরুত্বপূর্ণ বিষয় জানা প্রয়োজন তা নিয়ে আলোচনা শুরু করা যাক।
কনফিগারেশন
মানুষ সাধারনত পুরনো জিনিস কিনে কম দামে ভালো জিনিস পাওয়ার জন্য। উদাহরণস্বরূপ বর্তমান মার্কেটে একটি মাঝারি লেভেলের গেমিং পিসি কেনার জন্য আপনাকে ৬০ হাজার টাকার উপরে খরচ করতে হবে। কিন্তু আপনি সেই একই পিসি পুরনো হিসেব কিনতে গেলে ৫০ হাজারের মধ্যে পাবেন। তাহলে এখানে একই কনফিগারেশনের কম্পিউটার ১০ হাজার টাকা কমেই কিনতে পারলেন। তবে প্রতিটি কম্পিউটারের গুনাগুন নির্ভর করে তার কনফিগারেশনের উপরে। অর্থাৎ কম্পিউটারের কনফিগারেশন যেমন ভালো হবে ইউজার এক্সপেরিয়ান্স তত ভালো হবে।
অভিজ্ঞ ভাই বন্ধুদের সাহায্য নিন
আমরা যারা অনলাইনে কাজ করি তাদের এমন অনেক বড় ভাই বা বন্ধু থাকে যারা কম্পিউটার, ল্যাপটপ ও প্রযুক্তির বিষয়ে অনেক অভিজ্ঞ হয়। পুরাতন পিসি বা পুরাতন ল্যাপটপ কেনার আগে অবশ্যই তাদের সাহায্য নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তারা সহজে বুঝতে পারবে পুরাতন ল্যাপটপ বা পুরাতন কম্পিউটার কেনা লাভ হবে নাকি লচ হবে।
সফটওয়্যার পারফরমেন্স
আমরা সাধারনত পুরনো পিসি কেনার সময় এসকল বিষয়ে গুরুত্ব কম দেই। ভাবি যে কম দামে যেহেতু পাওয়া যাচ্ছে তাহলে এত চিন্তা করে আর কি হবে। অথবা হার্ডওয়্যার কনফিগারেশন দেখেই পিসি কিনে ফেলি। কিন্তু ভালো হার্ডওয়্যার কনফিগারেশন যে ভালো সফটওয়্যার পারফরমেন্স দেবে তার কোন গ্যারান্টি নেই।
রিফান্ড এর জন্য বলুন
আপনি যদি কোনো ব্যাক্তির কাছ থেকে কম্পিউটার ক্রয় করে থাকেন, তবে পরবর্তীতে অর্থ ফেরত চেয়ে পণ্যটি ফিরিয়ে দেয়ার চিন্তা করা বোকামি। আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে ব্যবহৃত কম্পিউটার কিনে থাকেন, তবে উক্ত প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রয়কৃত পণ্য রিপ্লেস কিংবা রিফান্ড এর সুবিধা দিচ্ছে কিনা তা দেখে নিতে পারেন।
ওয়ারেন্টি ডকুমেন্ট
নতুন কোন কিছু কিনতে গেলে প্রতিটা পার্টসের সাথে ওয়ারেন্টি পাওয়া যায়। কিন্তু পুরনো জিনিসে ওয়ারেন্টি পাওয়ার সম্ভাবনা শূন। তবে তারপরেও অনেক পার্টসের ওয়ারেন্টি থাকা অবস্থায় তা বিক্রি করা হয়। এজন্য পুরনো পিসি নেওয়ার আগে বিক্রেতাকে ওয়ারেন্টি ডকুমেন্টস আছে নাকি তা জিজ্ঞাসা করে নেবেন। অথবা পিসি কেনার এক মাসের মধ্যে পিসি সমস্যা করলে রিটার্ন করা যাবে নাকি সে সম্পর্কে আলোচনা করে নেবেন।
পরিচিত কারো থেকে কিনুন
কোনো কম্পিউটার বা ল্যাপটপ কেনার সময় অবশ্যই পরিচিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে কেনার চেষ্টা করবেন। বিশেষ করে কোনো প্রতিষ্ঠান থেকে কিনলে আপনার কম্পিউটারে কোনো সমস্য হলে তারা সেটা সহজে ঠিক করে দিবে। আর কোনো প্রতিষ্ঠান কাস্টমারকে সহজে খারাপ পন্য দিবে না। তবে, হা অবশ্যই পরিচিত বা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কেনার চেষ্টা করবেন।