পহেলা বৈশাখের শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি, এসএমএস 2023

Native Banner

শুভ নববর্ষ পাঠক বন্ধুরা আপনাদের সবাইকে পহেলা বৈশাখের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই লেখাটি।পহেলা বৈশাখ সম্পর্কে আমরা কিছু জানবো। বাঙালি জাতি পহেলা বৈশাখ কেন উদযাপন করে? পহেলা বৈশাখে কি করা হয়।পহেলা বৈশাখ হচ্ছে বাংলা পঞ্জিকার প্রথম মাস। বৈশাখ মাসের ১ তারিখ শুরু হয় বাংলা নববর্ষ। এ দিনটি বাঙালি জাতির জন্য এক আনন্দময় দিন। এই দিনটিতে বাংলার মানুষ পান্তা ইলিশের প্রতি ভালোবাসাটাই অন্যরকম।তাই পহেলা বৈশাখের কথা চিন্তা করে আপনাদের সামনে পহেলা বৈশাখ পান্তা ইলিশের কিছু ছবি নিয়ে হাজির হলাম। আপনার প্রিয় মানুষ ও প্রিয় বন্ধু-বান্ধবদের সাথে পোস্টটি শেয়ার করতে পারেন। আর এই ছবিগুলো আপনি ডাউনলোড করে রাখতে পারেন।যুগ যুগ ধরে পহেলা বৈশাখ বাঙালি জাতি উদযাপন করছে। যেমন ইংরেজি নতুন বছরকে উদযাপন করা হয়।বাঙালি জাতি আনুরুপ ভাবে এই পহেলা বৈশাখ উদযাপন করে। তাই আপনাদের সামনে পহেলা বৈশাখ নিয়ে কিছু পিক তুলে ধরব।ঢাকায় রমনার বটমূলে পহেলা বৈশাখে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মঙ্গল শোভাযাত্রা করে আসছে। এটি বাঙালি জাতির সংস্কৃতির মধ্যে অন্যতম স্মৃতিচারণ।

পহেলা বৈশাখের কিছু:

পহেলা বৈশাখের কিছু কথা মেলা উদযাপনের সময় বিভিন্ন গান ও যাত্রার আয়োজন করা হয়।গ্রামাঞ্চলে পহেলা বৈশাখের দিন পান্তাভাত ও ইলিশের নানান ধুম পড়ে। পাশাপাশি শুটকির ভর্তা ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। পহেলা বৈশাখের দিন নারী-পুরুষ ছোট-বড় সবাই বৈশাখী মেলায় ঘুরতে যায় ।পহেলা বৈশাখের দিন মেয়েরা বৈশাখী শাড়ি এবং ছেলেরা রংবেরঙের পাঞ্জাবি পরে মেলায় আনন্দ উপভোগ করেন। এ সময় পহেলা বৈশাখের উপলক্ষে বইমেলার আয়োজন হয়ে থাকে। বাংলার বিভিন্ন সংস্কৃতির এখানে পাওয়া যায়। তাই বৈশাখী মেলা উদযাপন এর পাশাপাশি আপনি বাংলার বিভিন্ন ধরনের লেখকের এর বই মেলা থেকে সংগ্রহ করতে পারেন।