শুভ নববর্ষ পাঠক বন্ধুরা আপনাদের সবাইকে পহেলা বৈশাখের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই লেখাটি।পহেলা বৈশাখ সম্পর্কে আমরা কিছু জানবো। বাঙালি জাতি পহেলা বৈশাখ কেন উদযাপন করে? পহেলা বৈশাখে কি করা হয়।পহেলা বৈশাখ হচ্ছে বাংলা পঞ্জিকার প্রথম মাস। বৈশাখ মাসের ১ তারিখ শুরু হয় বাংলা নববর্ষ। এ দিনটি বাঙালি জাতির জন্য এক আনন্দময় দিন। এই দিনটিতে বাংলার মানুষ পান্তা ইলিশের প্রতি ভালোবাসাটাই অন্যরকম।তাই পহেলা বৈশাখের কথা চিন্তা করে আপনাদের সামনে পহেলা বৈশাখ পান্তা ইলিশের কিছু ছবি নিয়ে হাজির হলাম। আপনার প্রিয় মানুষ ও প্রিয় বন্ধু-বান্ধবদের সাথে পোস্টটি শেয়ার করতে পারেন। আর এই ছবিগুলো আপনি ডাউনলোড করে রাখতে পারেন।যুগ যুগ ধরে পহেলা বৈশাখ বাঙালি জাতি উদযাপন করছে। যেমন ইংরেজি নতুন বছরকে উদযাপন করা হয়।বাঙালি জাতি আনুরুপ ভাবে এই পহেলা বৈশাখ উদযাপন করে। তাই আপনাদের সামনে পহেলা বৈশাখ নিয়ে কিছু পিক তুলে ধরব।ঢাকায় রমনার বটমূলে পহেলা বৈশাখে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মঙ্গল শোভাযাত্রা করে আসছে। এটি বাঙালি জাতির সংস্কৃতির মধ্যে অন্যতম স্মৃতিচারণ।
পহেলা বৈশাখের কিছু:
পহেলা বৈশাখের কিছু কথা মেলা উদযাপনের সময় বিভিন্ন গান ও যাত্রার আয়োজন করা হয়।গ্রামাঞ্চলে পহেলা বৈশাখের দিন পান্তাভাত ও ইলিশের নানান ধুম পড়ে। পাশাপাশি শুটকির ভর্তা ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। পহেলা বৈশাখের দিন নারী-পুরুষ ছোট-বড় সবাই বৈশাখী মেলায় ঘুরতে যায় ।পহেলা বৈশাখের দিন মেয়েরা বৈশাখী শাড়ি এবং ছেলেরা রংবেরঙের পাঞ্জাবি পরে মেলায় আনন্দ উপভোগ করেন। এ সময় পহেলা বৈশাখের উপলক্ষে বইমেলার আয়োজন হয়ে থাকে। বাংলার বিভিন্ন সংস্কৃতির এখানে পাওয়া যায়। তাই বৈশাখী মেলা উদযাপন এর পাশাপাশি আপনি বাংলার বিভিন্ন ধরনের লেখকের এর বই মেলা থেকে সংগ্রহ করতে পারেন।
আগামী ১৫ই এপ্রিল বাংলা সনের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ।এই দিনটি বাঙালির হাজার বছরের সংস্কৃতিতে শ্রেষ্ঠ একটি দিন। পহেলা বৈশাখের এই দিনটি বেশ জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করা হয়। এই দিনটি তে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত একটি বিখ্যাত মেলা হচ্ছে বৈশাখী মেলা।এ মেলা উপলক্ষে বাঙালিরা বিভিন্ন রকম গান নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। মেলায় তাঁরা নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র কেনা বেচা করে থাকে।
পহেলা বৈশাখের শুভেচ্ছা:
না পাওয়ার কষ্ট টুকু ভুলে যেও,
আর সবার সাথে মিলেমিশে থাকার শপথ নিও।
নতুন বছরের শুভেচ্ছা নিও,
যতদিন বেঁচে আছো,
তোমার জন্য সকাল-দুপুর, তোমার জন্য সন্ধা, তোমার জন্য সকল গোলাপ এবং রজনীগন্ধা। তোমার জন্য সব সুর তোমার জন্য ছন্দ। নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ।
—শুভ নববর্ষ।
পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রান l পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো সুখ আর বিনুদুনময়! এই কামনায় তোমাদের জানাই
—শুভ_নববর্ষ
পুরনো যত হতাশা, দুঃখ,অবসাদ,
নতুন বছর সেগুলোকে করুক ধূলিস্যাৎ।
সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।
—শুভ পহেলা বৈশাখ*
বসন্তের আগমনে কোকিলের সুর
গ্রীস্মের আগমনে রোদেলা দুপুর
বর্ষার আগমনে সাদা কাঁশফুল
তাই তোমায় শুভেচ্ছা জানাতে মন হল বেকুল
—শুভ নববর্ষ…
পহেলা বৈশাখের উক্তি:
বাংলার ইতিহাস নিয়ে বহু কবি এবং লেখকগণ বহু উক্তি রচনা করেছেন। তাদের এই উক্তিগুলো বর্তমান পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা আছে। তাদের এই উক্তিগুলো বাঙালিদেরকে অনুপ্রেরণা যোগায় বাঙালি সংস্কৃতিকে ধরে রাখার জন্য। এছাড়াও নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয় বাংলার ইতিহাসের সাথে।
নিশি যখন ভোর হবে। সুখ তারা নিভে যাবে, আসবে একটা নতুন দিন, দুঃখ হতাশা যাও ভুলে, হাসি আনন্দ নিও তুলে, বছরটা হোক অমলিন।
—শুভ নববর্ষ*
বৈশাখি মেঘ ঢেকেছে আকাশ, পালকের পাখি নীড়ে ফিরে যায় ভাষাহীন এই নির্বাক চোখ আর কতোদিন? নীল অভিমান পুড়ে একা আর কতোটা জীবন? কতোটা জীবন!!
—রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।
— রবীন্দ্রনাথ ঠাকুর
বৈশাখ হে, মৌনী তাপস, কোন্ অতলের বাণী এমন কোথায় খুঁজে পেলে। তপ্ত ভালের দীপ্তি ঢাকি মন্থর মেঘখানি এল গভীর ছায়া ফেলে॥
— রবীন্দ্রনাথ ঠাকুর
মুক্ত করি দিনু দ্বার– আকাশের যত বৃষ্টিঝড় আয় মোর বুকে, শঙ্খের মতন তুলি একটি ফুৎকার হানি দাও হৃদয়ের মুখে। বিজয়গর্জনস্বনে অভ্রভেদ করিয়া উঠুক মঙ্গলনির্ঘোষ, জাগায়ে জাগ্রত চিত্তে মুনিসম উলঙ্গ নির্মল কঠিন সন্তোষ।
—রবীন্দ্রনাথ ঠাকুর
পহেলা বৈশাখের কবিতা;
ইলিশ মাছের ৩০ কাঁটা
বোয়াল মাছের দাড়ি
বৈশাখ মাসের ১ তারিখে
আইসো আমার বাড়ি
ছেলে হলে পানজাবি
মেয়ে হলে শাড়ি
করব বরন বন্ধু তোমায়
আইসো আমার বাড়ি
আপনাকে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা রইল
হাসি দুঃখ গ্লানি,
ছিল আছে থাকবে ।
নতুন বছরের শুভদিন,
আসবে কাছে ডাকবে ।
ঐসব গ্লানি ভূলে গিয়ে,
নাও মনে ঐ ডাক ।
জানাই হে প্রিয় সকলকে ।
শুভ পহেলা বৈশাখ ।
নতুন সূর্য, নতুন প্রান
নতুন সুর, নতুন গান
নতুন উষা নতুন আলো
নতুন বছর কাটুক ভালো।
কাটুক বিষাদ, আসুক হর্ষ
শুভ হোক নববর্ষ।
আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে,
নবরুপে পহেলা বৈশাখ…
আজ শুধুই ভালবাসার উজানে,
বাঙালির বর্ষবরণ নানা আয়োজনে,
রমনীরা আজ সেজেছে নতুন সাজে,
পায়ের নূপুর ঘুঙ্গুর বাজে।
নাচবে দুলেদুলে দেখবো প্রানখুলে,
প্রিয়ার ভালবাসা জমা থাক।
আবার এসেছে ফিরে, বাঙালির ঘরে,
নতুন সাজে পহেলা বৈশাখ।
শুভ নববর্ষ !!
পহেলা বৈশাখ ছবি:
শেষ কথা:
আশা করি আপনাদের সবার পহেলা বৈশাখের শুভেচ্ছা অনেক ভালো লেগেছে। তাই সবার সাথে শেয়ার করুন পহেলা বৈশাখের শুভেচ্ছা এসএমএস। এবং আরো নতুন নতুন পহেলা বৈশাখের শুভেচ্ছা পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।