পহেলা ফাল্গুন ২০২৩ কবে? ১ ফাল্গুন ১৪২৯

Native Banner

পহেলা ফাল্গুন ২০২৩ কবে। আপনারা যারা এ বছরের পহেলা ফাল্গুন ২০২৩ কত তারিখ জানতে চান। তাদের জন্য আজকের পোস্টে দেওয়া হয়েছে এ বছরের বাংলা ফাল্গুন মাসের প্রথম দিন কবে।তাই ধৈর্য্য সহকারে পোস্ট টি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।পহেলা ফাল্গুন এলে সবাই নানান আয়োজন এ দিনটিকে উদযাপনের পরিকল্পনা করে। তাই ১৪ ফেব্রুয়ারী ২০২৩ রোজ সোমবার পহেলা ফাল্গুন বা ফাল্গুনের প্রথম দিন।

প্রকৃতির দখিনা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। কোকিলের কণ্ঠে আজ বসন্তের আগমনি গান। ফুলে ফুলে ভ্রমরও করছে খেলা। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা সবকিছুই জানান দিচ্ছে আজ পহেলা ফাল্গুন।ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এত বর্ণিল সাজ।বসন্তের আগমনে প্রকৃতির সঙ্গে তরুণ হূদয়েও লেগেছে দোলা। সব কুসংস্কার পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্তের উপস্থিত। তাই কবির ভাষায় ‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত’।