পহেলা ফাল্গুন ২০২৩ কবে। আপনারা যারা এ বছরের পহেলা ফাল্গুন ২০২৩ কত তারিখ জানতে চান। তাদের জন্য আজকের পোস্টে দেওয়া হয়েছে এ বছরের বাংলা ফাল্গুন মাসের প্রথম দিন কবে।তাই ধৈর্য্য সহকারে পোস্ট টি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।পহেলা ফাল্গুন এলে সবাই নানান আয়োজন এ দিনটিকে উদযাপনের পরিকল্পনা করে। তাই ১৪ ফেব্রুয়ারী ২০২৩ রোজ সোমবার পহেলা ফাল্গুন বা ফাল্গুনের প্রথম দিন।
প্রকৃতির দখিনা দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। কোকিলের কণ্ঠে আজ বসন্তের আগমনি গান। ফুলে ফুলে ভ্রমরও করছে খেলা। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা সবকিছুই জানান দিচ্ছে আজ পহেলা ফাল্গুন।ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এত বর্ণিল সাজ।বসন্তের আগমনে প্রকৃতির সঙ্গে তরুণ হূদয়েও লেগেছে দোলা। সব কুসংস্কার পেছনে ফেলে, বিভেদ ভুলে, নতুন কিছুর প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে বসন্তের উপস্থিত। তাই কবির ভাষায় ‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত’।
পহেলা ফাল্গুন ২০২৩
বসন্ত উৎসব ২০২৩ স্ট্যাটাস ও শুভেচ্ছা
১. প্রিয়তমা/প্রিয়তম দেখো, শীতের জরাজীর্ণ সব কেটে গেছে, নতুন কচিপাতা যেন ভালবাসার মহা সমারোহে মেতে উঠেছে। দেখো পলাশ ফুলের গায়ে জমাট বেঁধেছে ভালবাসার লাল রং। প্রিয়া আমার হৃদয়ের গভীর হতে তোমাকে জানাই পহেলা ফাল্গুনের রক্তিম শুভেচ্ছা। প্রকৃতির মত তুমিও আজকে সেজে ওঠো অনেক সুন্দর ভাবে। ছড়িয়ে দাও ভালবাসা সব রং।
২.ফাগুনের প্রথম প্রহরে তোমাকে জানাই পলাশ ফুলের লাল রঙা শুভেচ্ছা। শীতের জরাজীর্ণ দিনকে পেঝনে ফেলে প্রকৃতি কেমন সেজে উঠছে দেখো বরণ করে নিচ্ছে নতুনকে। তেমনি আজ চলো মনের সমস্ত জরা জীর্ণতাকে ঝেড়ে ফেলে নিজেরা প্রকৃতির মত সুন্দর ও রঙিন হয়ে উঠি। এজন্য কবির বতই বলছি দেখো ফাগুর যে এসেছে ধরায়। নিজের মনকে আজ প্রকৃতির মত নির্মল করে তোলো।
পহেলা ফাল্গুন ২০২৩ কবে
এ বছরের পহেলা ফাল্গুন ফেব্রুয়ারি মাসে রয়েছে। মানুষ এই দিনটিতে ফুল দিয়ে নানান কিছু আয়োজন করে থাকে। বিশেষভাবে বেশিরভাগ মেয়ে মাথায় ফুলের বেনি পড়ে থাকে। তাই আজকের পোস্ট থেকে জেনে নিন পহেলা ফাল্গুন 2023 কত তারিখ। এ বছরের পহেলা ফাল্গুন ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে হবে।
শেষ কথা
আশাকরি পহেলা ফাল্গুন 2023 কত তারিখে জানতে পেরেছেন। বাকিরাও যাতে জানতে পারে তার জন্য পোস্টটি সবার সাথে বেশি বেশি শেয়ার করুন। এবং পহেলা ফাল্গুনের এসএমএস শুভেচ্ছা এবং বাণী পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।