পহেলা ফাল্গুন ২০২৩ কবে হবে? (১ ফাল্গুন ১৪২৯) বাংলা ও ইংরেজি তারিখ

Native Banner

পহেলা ফাল্গুন ২০২৩ কবে। আপনারা যারা এ বছরের পহেলা ফাল্গুন ২০২৩ কত তারিখ জানতে চান। তাদের জন্য আজকের পোস্টে দেওয়া হয়েছে এ বছরের বাংলা ফাল্গুন মাসের প্রথম দিন কবে।তাই ধৈর্য্য সহকারে পোস্ট টি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।পহেলা ফাল্গুন এলে সবাই নানান আয়োজনএদিনটিকে উদযাপনের পরিকল্পনা করে। তাই ১৪ ফেব্রুয়ারী ২০২৩ রোজ সোমবার পহেলা ফাল্গুন বা ফাল্গুনের প্রথম দিন।পহেলা ফাল্গুন বা বসন্ত উৎসব বাঙালি সংস্কৃতির অন্যতম অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর প্রকৃতিতে বসন্ত আসে। ফাল্গুন-চৈত্র বসন্তকাল। এ সময় প্রকৃতি ফুলে ফুলে ভরে ওঠে।

শীতের রুক্ষতাকে পিছনে ফেলে প্রকৃতিকে আবার নতুন রূপে সাজিয়ে তোলার আগমনী বার্তা নিয়ে আসে বসন্ত। গাছে গাছে নতুন পাতা গজায়। ফুলের মুকুল আসে। পাখি গান গায়। আর বাতাসে ভাসে মিষ্টি ফুলের ঘ্রাণ। প্রজাপতিরা রঙিন ডানা মেলে জানায় ঋতুরাজের আগমনী বার্তা। বসন্ত শুধু প্রকৃতিতেই নয় মানুষের মনেও জাগায় প্রাণের ছোঁয়া। তাই বসন্তের প্রথম দিনটিকে উদযাপন করতে সবাই মেতে ওঠে উৎসবে। নিজেকে সাজিয়ে তোলে বসন্তের রঙে।ফাল্গুন নামটি এসেছে মূলত ফাল্গুনী নামে নক্ষত্র থেকে। খ্রিষ্টপূর্ব ১৫০০ সালের দিকে চন্দ্রবর্ষ ও সৌরবর্ষ উভয়ই মেনে চলা হতো। ফাল্গুন ছিল পূর্ণ চন্দ্রের মাস। ১৯৫০-১৯৬০ দশকেই আনুষ্ঠানিকভাবে পহেলা ফাল্গুন পালন শুরু হয়। সেসময় বাংলাদেশের জনগণ পাকিস্তানের সংস্কৃতি থেকে নিজেদের আলাদা করতে রবীন্দ্রসঙ্গীত শোনার পাশাপাশি বাঙালি নিয়মে পহেলা ফাল্গুন পালন শুরু করে।