সকল হতাসা দুঃখ দূর্দশাকে পাশ কাটিয়ে আমাদের মাঝে আবারো চলে এলো পহেলা ফাল্গুন বা বসন্তের প্রথম দিন। পহেলা ফাল্গুন বাঙ্গালীর নিজেস্ব ঐতিহ্য তাই দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় এই দিনকে। যেহেতু পহেলা ফাল্গুন ও বসন্ত বরন একই তারিখে তাই এই দিন কে কেন্দ্র করে বাঙ্গালী দের মাঝে জল্পনা কল্পনার কোন শেষ থাকেনা। আমাদের দেশের মানুষও নানা আয়োজনের মাধ্যমে এই দিনটি পালন করে থাকে। তাই পহেলা ফাল্গুন ও বসন্ত বরন উদযাপন কে সুন্দর ও সুশৃংখল করার উপায় গুলো নিয়ে আজকের এই আর্টিকেলে আলোচনা করবো ।
তাই আপনিও যদি আপনার প্রিয়জন, বন্ধু-বান্ধবী, কলিগ কে ফাল্গুনের ও বসন্তের শুভেচ্ছা বার্তা পিকচার, SMS, ছন্দ পাঠাতে চান তাহলে তাহলে এই আর্টিকেল টি আপনার জন্যে। কারন আমরা এই পোষ্টটির মাঝে রেখেছি বেশ কিছু বাছাই করা পহেলা ফাল্গুন/ বসন্তের কালেকশন ও আরো থাকছে পহেলা ফাল্গুন এর এসএমএস, কবিতা, ইমেজ, ছবি, কবিতা, ছন্দ, বানী ইত্যাদি। আপনি আমাদের সংগ্রহ থেকে নিয়ে আপনার প্রিয়জন কে এস,এম,এস করতে পারেন।
বাংলা ফাল্গুন/ বসন্তের স্ট্যাটাস
অনেকেই আছেন যারা পয়লা ফাল্গুনের স্ট্যাটাস প্রিয় মানুষের কাছে শেয়ার করার জন্য ফায়লা ফাল্গুনের গুরুত্বপূর্ণ স্ট্যাটাস খুঁজে থাকেন। কিন্তু তারা ভালো স্ট্যাটাস খুঁজে পান না তাই আজকে আমি আপনাদের জন্য আজকের এই আর্টিকেলে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ স্ট্যাটাস নিচে আলোচনা করেছি।
ফুল ফুটুক আর নাই ফুটুক তোমাকে জানাই বসন্তের শুভেচ্ছা
সকালের কোকিলের ডাকে বুঝে গেলাম
এসে গেছে বসন্ত
তাই তোমায় জানালাম পহেলা ফাল্গুনের শুভেচ্ছা
এ বসন্ত তোমার হোক চির মধুর
তোমার বসন্ত ভালো কাটুক এই আশায় তোমাকে জানাই বসন্তের শুভেচ্ছা
কখনো বা চাঁদের আলোতে কখনো বসন্তসমীরণে সেই ত্রিভুবনজয়ী, অপাররহস্যময়ী আনন্দ-মুরতিখানি জেগে ওঠে মনে
– রবীন্দ্রনাথ ঠাকুর
আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে।
– রবীন্দ্রনাথ ঠাকুর
কখনো বাগান, কখনো দিগন্ত কখনো শ্রাবণ, কখনো বসন্ত আমি সেই তোমাকেই খুঁজি
ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল , ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল । চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায় , বেণুবনে মর্মরে দক্ষিণবায়
– রবীন্দ্রনাথ ঠাকুর
ফাগুন নিয়ে উক্তি- ফাল্গুন নিয়ে ক্যাপশন
হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র সংগীতে যত আছে
হয় গাহেনি পাখি অন্তর উদাস সুরে
হয়তো কুসুম কলি ঘিরে
আকাশে মেলিয়া আখি
তবুও ফুটেছে জবা, দুরন্ত শিমুল গাছে
তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক।
গাছে গাছে নতুন পাতা..
ফুল ফুটছে বেস।
সব পাখির মন খারাপ..
শীতের হলো শেষ।
নতুন রুপে,নতুন সাজে..
নিভাবে মনের আগুন।
তাইতো আজ প্রকৃতি জুড়ে।।
বসন্তের ফাগুন।
গাছের পাতা ঝরে
নতুন করে গজিয়েছে পাতা
এইতো এসে গেছে বসন্ত
তাইতো তোমাকে জানাই বসন্তের শুভেচ্ছা
গাছে গাছে ফুলের সমারোহ কোকিলের কন্ঠে চারপাশ মন মুগ্ধ
তাই তোমায় জানাই বসন্তের শুভেচ্ছা
কোকিলের মিষ্টি মধুর ডাক
গাছের ফুলের সুন্দর সমাহার
সবকিছুতেই লেগে আছে বসন্ত
তাই সবাইকে জানাই বসন্তের শুভেচ্ছা
আজি আসিয়াছে বসন্ত, গাছে গাছে ফুটিয়াছে ফুল;
গজিয়াছে নব পল্লব, পাখিরা করিছে কলরোল।
প্রকৃতি সাজিয়াছে অপরূপ সাজে,
জনমনে প্রফুল্লতা সর্ব কাজে।
মাঘের অস্থি কম্পিত শীত পালিয়ে
হলো ঋতু রাজের নব জাগরণ ;
ফাগুনের মিষ্টি রোদ্দুর কিরণে
চিত্তে জাগে আহ্লাদের শিহরণ।
বসন্তের আগমনে কোকিলের সুর
গ্রীস্মের আগমনে রোদেলা দুপুর
বর্ষার আগমনে সাদা কাশফুল
এই দুপুরে তোমাকে দেখতে মন হল ব্যাকুল
হে বসন্ত ক্ষণিকের মায়ায় যাসনে তুই চলে
যদিও যাবি যাস তুই আমায় একটু বলে
যাবার সময় দিস আমায় তোর রংয়ের একটুখানি ছোঁয়া
দিবি কি আমায় ? আমি এই অল্প খানি চাই
সারাজীবন থাকবো আমি তোরই অপেক্ষায়
আজ আমি বৃষ্টিতে ভিজেছি
আর মন খুলে কেঁদেছি
কেউ বুঝতেই পারিনি যে আমার
চোখ থেকে গড়িয়ে পড়ছে বৃষ্টির জল
নাকি চোখের জল
তাইতো বৃষ্টি এলেই আমি
নিজেকে ভাসিয়ে দেই বৃষ্টির জলে
ফাল্গুনের কবিতা / বসন্ত নিয়ে প্রেমের কবিতা
প্রিয় বন্ধুরা নিচে পহেলা ফাল্গুন একটি গুরুত্বপূর্ণ কবিতা আলোচনা করা হলো আপনারা চাইলে আমাদের আজকের এই আর্টিকেল থেকে গুরুত্বপূর্ণ কবিতার সংগ্রহ করে প্রিয় মানুষের কাজে শেয়ার করতে পারেন।
প্রেম ফাগুনের হাওয়া যখন লাগে আমার গায়
উদাস হয়ে যায়রে বন্ধু, মন যে তোমার নায়।
তোমায় ভালবাসতে চায়রে বন্ধু কাছে পেতে চায় ।
তোমার পায়ের ধূলো পরে যখন আমার আঙ্গিনায়
ধন্য আমার ভালবাসা ফুল ফোঁটা মন বাগিচায়,
আমার বাকি জীবন চায়রে বন্ধু তোমার থাকতে চায়।
প্রথম ফাগুন দিনে
একগুচ্ছ গোলাপ দিলেম কিনে।
সেই সে গোলাপ
ফুটেছিল সাহারার প্রান্তরে
একটি একটি করে।
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত
শান বাধানো ফুটপাতে
পাথরে ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ
কচি কচি পাতায় পাজর ফাটিয়ে হাসছে।
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত।
মেঘ কে দূত বানিয়ে যে চিঠি পাঠালে অজানার ঠিকানায়
তাতে লাগুক দখিনা হাওয়া
সমীরণ ছেড়ে নিমজ্জিত হোক পৃথিবীর রুক্ষ বুকে
কমলতাই উদ্ভাসিত হোক বশুমতি
বসন্তের ফুলের সৌরভে মুখরিত পৃথিবীর অপার মহিমা
দোলা দিক লোকের মনে মনে
কামনাই বাধি বুক আর তোমাকে পাঠাই
ফাল্গুনের পরিস্ফুট প্রথম ফুলকলি স্পর্শের অসীম সুখ।
ফাগুনের প্রথম সকালে
মেঘের কাছে পাঠালাম চিঠি
সে চিঠি হারিয়ে যাবে কিনা আছলের আচমকা বাতাসে
তবুও প্রতি ফাগুনে পাথাবো চিঠি
আকাশের খোলা খামে
সবাইকে ফাল্গুনের অনেক শুভেচ্ছা।
মাঘের অস্থি কম্পিত শীত পালিয়ে
হলো ঋতু রাজের নব জাগরণ ;
ফাগুনের মিষ্টি রোদ্দুর কিরণে
চিত্তে জাগে আহ্লাদের শিহরণ।