প্রিয় বন্ধুরা আর কয়েকদিন পরেই চলে আসবে আমাদের মাঝে ফাগুন। পহেলা ফাল্গুনের শুভেচ্ছা ও স্ট্যাটাস অবধি জানার জন্য আপনারা অনেকেই ব্যাকুল হয়ে পড়েছেন কেননা পহেলা ফাল্গুন বা বসন্তকালের প্রেমিক প্রেমিকাকে খুশি রাখার জন্য ফাল্গুনের স্ট্যাটাস ও ক্যাপশন জানার জন্য অনেকে ইন্টারনেটে সার্চ করে থাকেন। তাই আমি আজকে এই আর্টিকেলে আপনাদের জন্য পয়লা ফাল্গুনের বাছাই করা উত্তিষ্ঠা ক্যাপশন গুলো আলোচনা করেছি আপনারা এই ক্যাপশন গুলো সংগ্রহ করে প্রেমিক প্রেমিকার মাঝে শেয়ার করতে পারবেন। তাই বন্ধুরা তার দেরি না করে চলে আসুন আমাদের আর্টিকেলে এবং পহেলা ফাল্গুনের নতুন কালেকশন গুলো সংগ্রহ করুন।
ফাল্গুন নিয়ে ক্যাপশন :
১.ফাগুনে আগুন ঝরা দৃষ্টি নিয়ে যেভাবে তুমি তাকিয়ে ছিলে। সেই মুহূর্তে আমার হৃদয় হরন হয়ে গিয়েছিল।
২. মনে পড়ে কোন এক ফাগুন বেলায়, তোমার ছোঁয়ায়? আমার এই জীবনের বিশেষ মুহূর্তটা রঙিন হয়ে উঠেছিল।
৩. এই মাতাল করা ফাগুনে তোমাকে এক পলক দেখার জন্য, আমি যেন আরো অশান্ত হয়ে উঠেছি। তোমার ওই মুচকি হাসিতে না হয় আমাকে শান্ত করে দিও।
৪. ফাগুনে প্রকৃতি যেনো তার পুরনো চাদর সরিয়ে নতুন কুঁড়িতে সেজে ওঠে। ঠিক তেমনি আমার ভালোবাসা দিয়ে তোমাকে নতুন রূপে সাজিয়ে তুলবো।
৫.ডালে ডালে আম্র মুকুলে সুসজ্জিত ফাগুনও বুঝিয়ে দেয়। দুঃখ যেমন তেমন সুখ মানুষের জীবনে খুব আয়োজন করেই আসে।
৬. আমার জীবনে তুমি ফাগুনের কোকিল হয়েই এসো না হয়। তোমার এই মৌসুমী উপস্থিতি বছরের বাকিটা সময় আমার জীবনকে আন্দলিত করে তুলবে।
৭. ফাগুন রাঙা শাড়ি পরে এসো আজ। আমার চোখে তোমার এই রূপ সুধা পান করে নেব।
৮. মনের আকাশে যে ফাগুন জমে আছে। তা যেন একটি হাসি পাখির ন্যায় ছটফট করতে থাকে।
৯. ফাগুনের মোহনায় যে হৃদয়ে স্রোত বয়ে যায়। সেই হৃদয় রঙিন না হয়ে থাকতেই পারে না।
১০. শতবর্ষী ফাগুনও প্রতিবছর একইভাবে প্রকৃতিতে আসে। শুধু অল্প কয়েক সংখ্যক মানুষই ফাগুনের আলোয় নিজেকে আলোকিত করতে পারে।
১১. ফাল্গুনে প্রতিটি পত্র পল্লবে যেন ভ্রমরের আনাগোনা বেড়ে যায়। ফুলে ফুলে বসন্তের ছোঁয়া লেগে যায় আর ভ্রমরের ব্যস্ত ভূমিকা আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে।
১২. তোমাকে কুড়িয়ে পায়নি। বরং পেয়েছিলাম কোন এক ফাগুন সন্ধ্যায়।
১৩. এখনো কি তুমি দেখনি ফাগুনের মহাপাল বসন্তের তরীকে ডেকে এনেছিল। ফলাফল প্রকৃতি যেন এক রঙিন উন্মাদনায় মেতে উঠেছে।
বসন্ত নিয়ে উক্তি
সূর্য-ঘড়ি সাত সকালে, ফাগুন রাঙ্গা শাড়ি পড়ে দিন গোনে আজ কার? বাসন্তিরা সবুজ টিপে, লাল সাদা আর হলুদ পাড়ে হাত ধরেছে তার
– সংগৃহীত
আজি এ বসন্ত দিনে বাসন্তী রঙ ছুয়েছে মনে; মনে পরে তোমাকে ক্ষণে ক্ষণে চুপি চুপি নিঃশব্দে সঙ্গোপনে
– সংগৃহীত
মনের আকাশে ঐ ফাগুন; পিয়াসী পাখি উড়ে যায় সুদূরেতে, কার যেছায়া মাখি!
– সংগৃহীত
ফাগুনের রঙে রেঙেছো তুমি, না বলা কথা আজ বলবো আমিঃ হৃদয়ের ডাক শুনবে কি তুমি?
– সংগৃহীত
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত
– সুভাষ মুখোপাধ্যায়
ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ আমার আপনহারা প্রাণ; আমার বাঁধন ছেঁড়া প্রাণ
– রবীন্দ্রনাথ ঠাকুর
ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে; দিল তারে বনবীথি কোকিলের কলগীতি, ভরি দিল বকুলের গন্ধে
– রবীন্দ্রনাথ ঠাকুর
ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল , ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল । চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায় , বেণুবনে মর্মরে দক্ষিণবায়
– রবীন্দ্রনাথ ঠাকুর
হলুদ বরন মেঘলা এ তার যৌবন উছলায় লাল ওরনার আড়াল দিয়া চক্ষু দুটি চায় খোপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে হায় বসন্তে এ বিহুর লগন উত্তাল হয়ি যায়
– সংগৃহীত
বিহুরে লগন মধুরে লগন, অকাশে বাতাসে লাগিল রে নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে অসিল রে
– সংগৃহীত
তাহার নাচ দেখি অমার অঙ্গ অবস হয় ঢোলের কাঠি দুহাত থিকে অপনি খসি যায় জগত জুড়ি বিহুর পরব খুসি জে ছড়ায় বসন্তে এ বিহুর লগন উত্তাল হয়ি যায়
– সংগৃহীত
আমাকে পাবে না খুঁজে, কেঁদে কেটে মামুলি ফাল্গুনে
– হেলাল হাফিজ
বসন্ত এলো এলো এলোরে পঞ্চম স্বরে কোকিল কুহুরে মুহু মুহু কুহু কুহু তানে মাধবী নিকুঞ্জে পুঞ্জে পুঞ্জে ভ্রমর গুঞ্জে গুঞ্জে গুনগুন গানে
– কাজী নজরুল ইসলাম
হয়তো ফুটেনি ফুল রবীন্দ্রসঙ্গীতে যত আছে, হয়তো গাহেনি পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে। আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা, দূরন্ত শিমুল গাছে গাছে, তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক
– নির্মলেন্দু গুণ
একঝাক পাখি এসে ঐকতানে , গান গায় এক সাথে ভোর বিহনে, অচানক দুনিয়াটা আজব লাগে, আড়মোড়া দিয়ে সব গাছেরা জাগে, লাল নয় কালো নয় সবুজ পাতা, জেগে ওঠে একরাশ সবুজ পাতা
– ফররুখ আহমেদ