পবিত্র শবে বরাত আগামী ৭ মার্চ মঙ্গলবার দিবাগত রাত 2023

Native Banner

শবে বরাত শব্দটি একটি ফার্সি শব্দ যেখানে শবে শব্দের অর্থ রাত এবং বরাত শব্দের অর্থ সম্পর্ক ছেদ বা মুক্তি অর্থাৎ শবে বরাত শব্দের অর্থ মুক্তির রাত। ইসলাম ধর্মের শবে বরাত এক মহান তাৎপর্যপূর্ণ রাত এই রাতে আল্লাহ বান্দার মনের ইচ্ছা পূরণ করে থাকেন। শবে বরাতের রাত্রে মুসলমানরা সারা রাত্রি আল্লাহর ইবাদত করেন বিনিময়ে আল্লাহ তাদের মনের ইচ্ছা পূরণ করেন। শবে বরাত কবে ২০২৩ কত তারিখে তাই ইতিমধ্যে নির্ধারিত হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি বাংলাদেশের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে সেই হিসাবে আগামী ৭ই মার্চ ( মঙ্গলবার ) বাংলা ২১ফাল্গুন দিবাগত রাত্রে বাংলাদেশের শবে বরাতের রাত।

শবে বরাতের ফজিলত