সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোস্ট। আবারো বছর ঘুরে এলো মুসলিম বিশ্বের সবচেয়ে আনন্দের দিন ‘ঈদ’। পবিত্র ঈদুল ফিতর ইসলাম ধর্মের সবচেয়ে বড়ো উৎসব। মুসলমানরা ঈদ উল ফিতর পালনের জন্য অধীর আগ্রহের সাথে অপেক্ষা করে। রমজান মাসের 30 দিন রোজা রাখার পর চাঁদ দেখে ঈদ উল ফিতর উত্সব পালন করা হয়।বছরে আমরা দুটো ঈদ উদযাপন করি। একটি ঈদ উল ফিতর এবং অন্যটি ঈদ উল আযহা। আনন্দের এই দিনটি ঘিরে আমাদের বিভিন্ন আয়োজন আর পরিকল্পনার কোন কমতিই থাকেনা।ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদুল ফিতরের মেসেজ, ঈদুল ফিতরের স্ট্যাটাস ও ঈদুল ফিতরের ছবি আপনারা অনেকেই হয়তো এই বিষয় গুলো খুঁজছেন। তাদের কথা মাথায় রেখে সব গুলো বিষয় আজকে একটি পোস্টার মাধ্যমে আমাদের ভিজিটরদের জন্য নিয়ে এসেছি। ঈদ মানে খুশি আর এই খুশি আপনার শুভাকাংখীদের মধ্যে ভাগ ভাগই করার জন্য আমাদের দরকার ভালো মানের ঈদুল ফিতরের শুভেচ্ছা মেসেজ , ঈদুল ফিতরের স্ট্যাটাস, ঈদুল ফিতরের পিক। এই সমস্ত বিষয় বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ না করলে আমাদের অননন্দের পূর্ণাগটাই আসে না।এই বিশেষ দিনের উপলক্ষে আপনি আপনার প্রিয়জনকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস, এসএমএস, ছবি এবং পিকচার পাঠিয়ে ঈদ উল ফিতর এর শুভেচ্ছা জানাতে পারেন।
ঈদের শুভেচ্ছা:
আমরা সারা মাস রোজা রেখে ঈদুল ফিতরের দিন সকল শুভানুধ্যায়ীদের সাথে মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করে থাকি। আর এই শুভেচ্ছা বিনিময় আর মাধ্যমে ঈদুল ফিতরের খুশির মুহূর্ত গুলো আরো পরিপূর্ণতা অর্জন করতে সক্ষম হয়। তাই নিচে কিছু ঈদুল ফিতরের কিছু শুভেচ্ছা শেয়ার করলাম যেগুলো আপনাদের প্ৰয়োজনদের বেবহার করতে পারেন। শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আপনি ঈদের আনন্দকে আরও পরিপূর্ণতায় রূপান্তরিত করতে পারেন।
সোনালি সকাল, রোদেলা দুপুর, পরন্ত বিকেল, গোধূলি সন্ধ্যা, চাঁদনী রাত। সব রঙে রাঙিয়ে থাক আপনার সারাটি বছর, সারাটি জীবন। এই কামনায় ঈদ মোবারক।
এসেছে ইদ লাগছে ভালো, তাই তো আমায় বলতে হলো.. ইদ মানে আশায় ভরা আলো । ইদ মানে আশা, ইদ মানে সুন্দর জীবন সুন্দর ভালোবাসা। ইদ মোবারক।
ইদ একদিকে আনন্দ উৎসব,অন্যদিকে ইবাদত। এই আনন্দ আল্লাহর অশেষ রহমত ও ক্ষমাপ্রাপ্তির এবং জাহান্নাম থেকে মুক্তির। এ আনন্দ সিয়াম-কিয়ামের শুকরিয়া ও কৃতজ্ঞতার। এই আনন্দে কোনো পাপ-পঙ্কিলতা নেই। এ আনন্দে মিশে রয়েছে শুধুই সওয়াব ও পুণ্য। ইদ মোবারক।
নতুন সকাল নতুন দিন।
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাকা চাঁদ।
রঙ্গিন হোক ঈদের রাত।
ঈদ মোবারাক
আমার শুভকামনা, আপনার জন্য আমার শুভকামনা এই মহৎ অনুষ্ঠানে ঈশ্বরের কাছে আপনার দীর্ঘ সুখী জীবনের জন্য ন্যায়সঙ্গত প্রার্থনা। আপনাকে অনেক শুভেচ্ছা ঈদ মোবারক!
তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে, দিন গুলি তোর যাক না কেটে এমনি হেসে খেলে। অপূর্ণ না থাকে যেন তোর কোন শখ, এই কামনায় বন্ধু তোকে ঈদ মোবারক।
বাঁকা চাঁদের হাসিতে
দাওয়াত দিলাম আসিতে
আসবে কিন্তু বাড়িতে
বসতে দেব পিঁড়িতে
খেতে দেবো প্লেটে
আসতে যদি নাও পারো
“ঈদ মোবারক” গ্রহণ করো ।
ঈদের বার্তা এসেছে..
আনন্দে মন মেতেছে…
আছে যত দুঃখ অভিমান..
সব ভুলে গাইবো খুশির গান…
ঈদের নামাজ শেষে…
ভরবে মন আবেশে…
আসবে প্রাণে খুশির মোড়োক..
তোমাকে জানাই ঈদ মুবারাক💓💓
ঈদের বাংলা এসএমএস:
এই এসএমএস যার কাছে যাবি, যাকে পাবি, তাঁকেই আমার সালাম দিবি। লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি, আর মিষ্টি করে বলবি ঈদ মুবারোক।
আজ আমার প্রাণের খুশিতে
জ্বেলে যায় প্রদীপ শিখাতে
হাজার তারার মাঝে আলো
এলোরে এলোরে ঈদ বুঝি এলো।
সকলকে ঈদ মোবারক
খুশির ঈদে করবো মজা থাকবো মিলে মিশে,,
আনন্দেরই ভেলায় চড়ে যাবো আনন্দের দেশে,,
ঘরের মানুষ ফিরবে ঘরে যারা আছে বিদেশে,,
ঈদের শুভেচ্ছা দিলাম সকলকে ভালোবেসে,,
ঈদ মোবারক
ইদের দাওয়াত তোমার তরে, আসবে তুমি ঘরে। কবুল কর আমার দাওয়াত। না করলে পাবো আঘাত। তখন দেব করে আড়ি, যাব না আর তোমার বাড়ি। ইদ মোবারক
আকাশের ঐ চাঁদ সাক্ষী
সাক্ষী এই মিষ্টি খেজুর,
৩০ রোজা রেখেছি মাগো
ঈদের দিন পায়েস খাবো।
ঈদ মোবারক
ঐ যে আকাশে চাঁদ উঠেছে,
মেঘের উপর দেখা যায়।
সৌদিতে আজ ঈদ হয়েছে,
কালই তবে মোদের ঈদ।
(ঈদুল ফিতরের শুভেচ্ছা)
ঈদ মোবারক
আজকে খুশির বাঁধ ভেঙেছে,
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে
শাওআলের চাঁদ ওই উকি দিয়েছে,
সবার ঘরে আজ ঈদ এসেছে
সেই দিন আর নয় বেশি দূর,
রমযান শেষ হলে
কাটবে অপেখখার ঘোর।
ঈদ মোবারক
বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
তোমার জীবনের যত চাওয়া,
ঈদ থেকেই শুরু হোক সব পাওয়া
ঈদ মুবারক
হালিম খাবে, সেমাই খাবে
চটপটি আর পোলাও খাবে।
দাওয়াত দিলাম ঈদের দিন
পুরোন করবো তোমার ঋন।
ঈদ মোবারক
ঈদের দাওয়াত তোমার তরে, আসবে তুমি আমার ঘরে। কবুল করো আমার দাওয়াত, না করলে পাবো আঘাত। তখন কিন্ত দেবো আড়ি, যাবো না আর তোমার বাড়ী। ঈদ মোবারক সবাইকে। ঈদের অভিনন্দন।
শেষ হলো রোজার মাস আসলো মহান ঈদ””
পবিত্র মন আর প্রাণে খুশি নিয়েযাবো মসজিদ””
এক কাতারে সামিল হয়ে পড়বো ঈদের নামাজ””
বাড়ি ফিরে দুঃখী জনদের করবো দান খৈরাত””
বাড়ির যারা বড়ো আছেন করবো তাদের সালাম””
ছোট্টদের ভালোবাসা স্নেহ দিয়ে ভরিয়ে দেব প্রাণ””
বিশ্ব জুড়ে তৈরি হবে খুশির বিশাল এক মহল””
এমন দিনে দোয়া করি স্রষ্টা করুন সবার মঙ্গল
ঈদ মোবারক
ঈদ মোবারক সালাম জানাই
সব মানুষকে ভালোবেসে..
আজকে খুশির ঈদ এসেছে
রমজানের রোজার শেষে
মানবতার জ্বলুক আলো..
সবার মনের আঁধার দেশে
বুকে বুকে মিলন হবে..
একে অপরকে ভালোবেসে
ঈদ মোবারক
শেষকথা:
আমাদের ওয়েবসাইটি ভিসিট করার জন্য় ধন্যবাদ, আসা করছি ওপরের ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা স্ট্যাটাস ও ছবি গুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট বক্স-এ কমেন্ট করে আমাদের কাজটির প্রশংসা করতে ভুলবেন না।সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ………..