নেটফ্লিক্স এখন পৃথিবীর সবচেয়ে বড় অন-ডিমান্ড ভিডিও স্ট্রিমিং সার্ভিস। প্রায় সব ধরনের মুভি আর টিভি শো পাবেন নেটফ্লিক্স এ। নিজেদের প্রডিউস করা প্রোগ্রামগুলোও নেটফ্লিক্স প্ল্যাটফর্মে ব্যাপক জনপ্রিয়। এগুলোকে নেটফ্লিক্স অরিজিনালস বলা হয়। মাসিক ৮ থেকে ১২ ডলার সাবস্ক্রিপশন চার্জ থাকলেও বাংলাদেশেও এটি কম জনপ্রিয় নয়।
নেটফ্লিক্স কি?
নেটফ্লিক্স একটি মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠান, যেটি ১৯৯৭ সালের ২৯ আগস্ট মাসে রিড হ্যাস্টিংস এবং মার্ক রেন্ডোল্ফ দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের স্কটস ভ্যালি শহরে প্রতিষ্ঠিত হয়।
বিশ্বের ১৫ ভাগ ইন্টারনেট ট্রাফিক নেটফ্লিক্স দিয়েই আসে
ফেসবুক কিংবা গুগলের গ্রাহক অনেক বেশি হলেও নেটফ্লিক্স ভিডিও স্ট্রিমিং সার্ভিস হওয়াতে অনেক বেশি ব্যান্ডউইডথ ব্যবহার করে। মূলত বিশ্বে প্রতি সেকেন্ডে ব্যবহৃত ইন্টারনেট ব্যান্ডউইডথ এর ১৫ ভাগই নেটফ্লিক্স এর জন্য ব্যবহৃত হয়।
নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার ১৬৯+ মিলিয়ন
২০১৯ এর প্রথমে সারা বিশ্বে নেটফ্লিক্স এর সাবস্ক্রাইবার সংখ্যা ১৫৮ মিলিয়নেরও বেশি। অবশ্য এদের মাঝে শুধু যুক্তরাষ্ট্রের গ্রাহক সংখ্যাই ৬১.৯৭ মিলিয়ন। বিশ্বের ১৯০ টির বেশি দেশের মানুষ নেটফ্লিক্স সেবা পায়। সাম্প্রতিক লকডাউনের কারনে ঘরে বন্দি মানুষের কাছে বিনোদন চাহিদা বেড়ে যাওয়ায় বর্তমান গ্রাহক সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৬৯ মিলিয়নে। গত দু’মাসে প্রায় বৃদ্ধি পেয়েছে প্রায় ১.৫ কোটি+ সাবস্ক্রাইবার।
নেটফ্লিক্স এর বয়স কিন্তু গুগল থেকে বেশি
শুরুর দিকে নেটফ্লিক্স ডাকের মাধ্যমে ডিভিডি ডেলিভারির কাজ করতো। তাদের সেই কার্যক্রম ১৯৯৮ থেকে শুরু হলেও কোম্পানি হিসেবে তারা আত্মপ্রকাশ করে ১৯৯৭ সালে। সেই হিসেবে তাদের বয়স টেক জায়ান্ট গুগল এর চেয়েও এক বছর বেশি।
আমি কিভাবে বাংলাদেশে নেটফ্লিক্স ব্যবহার করতে পারি?
নেটফ্লিক্স বাংলাদেশ থেকে চালানোর জন্য একটা মাত্র প্রতিবন্ধকতা রয়েছে,আর সেটা হলো এর বিল পরিশোধ। কারণ, বাংলাদেশ থেকে বিকাশ, নগদ, রকেট বা অন্য কোন সহজ মোবাইল ব্যাংকিং দিয়ে বিল পরিশোধ করা যায় না।
এজন্য আপনাকে ডুয়েল কারেন্সি ডেবিট/ক্রেডিট/প্রিপেইড কার্ড দিয়ে কাঙ্ক্ষিত পরিমাণ ডলার পরিশোধ করতে হবে।
কিন্তু আজকাল এটা অনেকটা সহজ হয়ে গেছে। বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ৩০০- ৯০০ টাকায় দেশীয় গ্রাহকদের বিকাশ, নগদের মাধ্যমে সাবস্ক্রিপ্টশন আইডি প্রধান করে থাকে। নির্দিষ্ট পেমেন্ট পরিষদের পর প্রতিষ্ঠানগুলো আপনাকে একটি জি-মেইল এবং পাসওয়ার্ড প্রধান করে থাকবে। যার মাধ্যমে লগইন করে আপনি মাসিক পেমেন্টর মাধ্যমে নেটফ্লিক্স ব্যবহার করতে পারবেন। যা আপনার বিনোদনের জগতে নতুন মাত্রা যোগ করবে।
নেটফ্লিক্সে ৭৬০০০ সাব-ক্যাটেগরি আছে
সাধারণত ধরন অনুযায়ী মুভি বা টিভি সিরিজকে কিছু জনরা তে ভাগ করা হয়। কিন্তু নেটফ্লিক্স এদিক থেকে এক ধাপ এগিয়ে। তারা তাদের প্রোগ্রামগুলোকে ৭৬০০০ জনরা তে ভাগ করেছে। এগুলোকে তারা বলছে মাইক্রো-ক্যাটেগরি।