নিয়ন আলো নিয়ে ক্যাপশন,গান,স্ট্যাটাস,ও কবিতা

Native Banner

আজকের এই পোষ্টের শুরুতে সকলকে সালাম জানিয়ে আসসালামুআলাইকুম শুরু করছি আজকের এই পোস্ট অন্ধকার ও আলো নিয়ে উক্তি স্ট্যাটাস ও ক্যাপশন গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অন্ধকার ও আলো নিয়ে স্ট্যাটাস উক্তি এবং ক্যাপশন গুলি আমাদের এই পোস্ট থেকে আপনারা উক্তি স্ট্যাটাসগুলো সংগ্রহ করতে পারবেন। আপনারা যারা অন্ধকার ও আলো নিয়ে উক্তি স্ট্যাটাস গুলো অনেক জায়গায় খোঁজ করেছেন সেই সকল বন্ধুদের জন্য আজকের এই আমাদের পোস্ট সেখান থেকে আপনি আপনার পছন্দের অন্ধকার ও আলো নিয়ে উক্তি স্ট্যাটাস ও ক্যাপশন গুলো মনোযোগ সহকারে পড়ে নিন।

নিয়ন আলো হল উজ্জ্বলভাবে প্রদীপ্ত, বৈদ্যুতিক গ্লাস টিউব বা বাল্বের সমন্বয়ে গঠিত বাতি যেগুলোতে বিরল নিয়ন বা অন্য গ্যাসসমূহ প্রবেশ করানো থাকে। নিয়ন আলোসমূহ এক ধরনের কোল্ড ক্যাথোড গ্যাস ডিসচার্জ লাইট। নিয়ন টিউব হল একটি বদ্ধ গ্লাস নল যেটিতে বেশ কয়েকটি গ্যাসসমূহকে কম চাপে পূর্ণ করা থাকে এবং যার প্রতিটি প্রান্তে একটি ধাতব ইলেকট্রোড থাকে। ইলেকট্রোডের জন্য প্রয়োগ করা উচ্চ শক্তিশালী কয়েক হাজার ভোল্ট টিউবটির গ্যাসকে আয়নিত করে, যার ফলে এটি রঙিন আলো ছড়িয়ে দেয়। আলোর রং নির্ভর করে টিউবের গ্যাসের উপর। নিয়ন লাইটের নাম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের নামানুসারে রাখা হয় যেটি জনপ্রিয় কমলা আলো প্রদান করে, আবার অন্যান্য গ্যাস এবং রাসায়নিকসমূহ দিয়ে অন্যান্য রং সৃষ্টি করা যায় যেমন, হাইড্রোজেন (লাল), হিলিয়াম (হলুদ), কার্বন ডাই অক্সাইড (সাদা), এবং পারদ (নীল)। নিয়ন টিউবগুলিকে যেকোন শৈল্পিক আকৃতির আকৃতিতে তৈরি করা যায় এবং তা হতে পারে কোন অক্ষর বা ছবি। তাদেরকে প্রধানত বিজ্ঞাপনের জন্য চমকপ্রদ, নানা রং এর প্রদীপ্ত চিহ্নসমূহ তৈরি করার জন্য ব্যবহৃত হত যাদেরকে নিয়ন সাইন বলা হত এবং তা ১৯২০ থেকে ১৯৫০ এর দশকে জনপ্রিয় ছিল।