আজকের এই পোষ্টের শুরুতে সকলকে সালাম জানিয়ে আসসালামুআলাইকুম শুরু করছি আজকের এই পোস্ট অন্ধকার ও আলো নিয়ে উক্তি স্ট্যাটাস ও ক্যাপশন গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অন্ধকার ও আলো নিয়ে স্ট্যাটাস উক্তি এবং ক্যাপশন গুলি আমাদের এই পোস্ট থেকে আপনারা উক্তি স্ট্যাটাসগুলো সংগ্রহ করতে পারবেন। আপনারা যারা অন্ধকার ও আলো নিয়ে উক্তি স্ট্যাটাস গুলো অনেক জায়গায় খোঁজ করেছেন সেই সকল বন্ধুদের জন্য আজকের এই আমাদের পোস্ট সেখান থেকে আপনি আপনার পছন্দের অন্ধকার ও আলো নিয়ে উক্তি স্ট্যাটাস ও ক্যাপশন গুলো মনোযোগ সহকারে পড়ে নিন।
নিয়ন আলো হল উজ্জ্বলভাবে প্রদীপ্ত, বৈদ্যুতিক গ্লাস টিউব বা বাল্বের সমন্বয়ে গঠিত বাতি যেগুলোতে বিরল নিয়ন বা অন্য গ্যাসসমূহ প্রবেশ করানো থাকে। নিয়ন আলোসমূহ এক ধরনের কোল্ড ক্যাথোড গ্যাস ডিসচার্জ লাইট। নিয়ন টিউব হল একটি বদ্ধ গ্লাস নল যেটিতে বেশ কয়েকটি গ্যাসসমূহকে কম চাপে পূর্ণ করা থাকে এবং যার প্রতিটি প্রান্তে একটি ধাতব ইলেকট্রোড থাকে। ইলেকট্রোডের জন্য প্রয়োগ করা উচ্চ শক্তিশালী কয়েক হাজার ভোল্ট টিউবটির গ্যাসকে আয়নিত করে, যার ফলে এটি রঙিন আলো ছড়িয়ে দেয়। আলোর রং নির্ভর করে টিউবের গ্যাসের উপর। নিয়ন লাইটের নাম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের নামানুসারে রাখা হয় যেটি জনপ্রিয় কমলা আলো প্রদান করে, আবার অন্যান্য গ্যাস এবং রাসায়নিকসমূহ দিয়ে অন্যান্য রং সৃষ্টি করা যায় যেমন, হাইড্রোজেন (লাল), হিলিয়াম (হলুদ), কার্বন ডাই অক্সাইড (সাদা), এবং পারদ (নীল)। নিয়ন টিউবগুলিকে যেকোন শৈল্পিক আকৃতির আকৃতিতে তৈরি করা যায় এবং তা হতে পারে কোন অক্ষর বা ছবি। তাদেরকে প্রধানত বিজ্ঞাপনের জন্য চমকপ্রদ, নানা রং এর প্রদীপ্ত চিহ্নসমূহ তৈরি করার জন্য ব্যবহৃত হত যাদেরকে নিয়ন সাইন বলা হত এবং তা ১৯২০ থেকে ১৯৫০ এর দশকে জনপ্রিয় ছিল।
নিয়ন আলো নিয়ে ক্যাপশন
> স্বপ্ন ভাঙার এই শহরে হৃদয় ছিল কত, নিয়ন আলোয় জেগেছিল রাত- ঢেকে দুঃখ শত।
> অতিরিক্ত মন খারাপ হলে মাঝে মাঝে নিয়ন আলোর সামনে দাঁড়ান। দেখবেন হালকা আলোয় আপনার চোখ এবং হৃদয় কোমলতা অনুভব করবে।
> তাহলে কি এক নিশি প্রহরে নিয়ন আলোতে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করে? মনে হয় যেন আঁধারে ডুবেই আপনার সব অপ্রাপ্তির অবসান হবে।
নিয়ন আলো নিয়ে গান আমাদের পেজ থেকে সংগ্রহ করতে পারেনঃ
> নিয়ন আলোর এক টুকরো ঝলকানিতে এই ক্লান্ত শহর জেগে থাকে। কতবার এই নির্জন শহরের পথে নিয়ন আলোকে সঙ্গী করে হেঁটেছি।
> মৃদুমন্দ নিয়ন আলোতে কত শত কাব্য রচনা করেছিলাম তোমার জন্য। কতবার বলতে চেয়েও বলতে পারিনি।
নিয়ন আলোর লুকোচুরিতে সেরা শহরটাকেও বড় অচেনা মনে হয়। মনে হয় যেন কত দূর থেকে এই শহর আমাকে দেখছে আর তাচ্ছিল্য করছে।
নিয়ন আলো নিয়ে স্ট্যাটাস
> গুমোট অন্ধকারে যখন দুঃখগুলো ঘরময় পায়চারি করতে থাকে। তখন হালকা নিয়ন আলোয় সবটুকু ছাপিয়ে, একঝলক সুখের অনুভূতি উঁকি দিয়ে যায়।
> কত রাত জাগার মানুষের সঙ্গী এই নিয়ন আলো। কত সিগারেটের ধোঁয়া, কত নিঃসঙ্গ নিঃশ্বাস এই নিয়ন আলোতে ধরা পড়েছিল।
> কম্পিউটার স্ক্রিনে ভেসে ওঠার নিয়ন আলো কতশত ক্ষন জন্মা স্বপ্নগুলোকে ছুঁয়ে দেয়। আবার পরক্ষণেই তা ভেঙ্গে যায়।
নিয়ন আলো নিয়ে কবিতা
নিয়ন আলোর শহরে
– মোঃ নুরুজ্জামান রুবেল
ওরে দেখরে চেয়ে-
একলা পথিক আমি হেঁটে চলি,
তোদের এই নিয়ন আলোর শহরে।
মাঝে মাঝে জীর্ণ কায়ার কৃষ্ণ ছায়া পড়ছে,
হলুদ আলোর বিপরীতের রাস্তাতে।
হাসনা হেনা ফুটেছে হয়তো কোন বাড়ির বাগানে,
ঘ্রাণে তার হারিয়েছি চলতে চলতে।
ওরে দেখরে চেয়ে-
একলা পথিক আমি হেঁটে চলি,
তোদের এই নিয়ন আলোর শহরে।
খুঁজে চলি তোরে এই জানা শহরে অজানা বেশে,
হঠাৎ থমকে গিয়ে চিন্তার জগতে হানা দেই,
আগের তোকে কি পাবো আমি?
এই আলোক সজ্জা ভরা শহরে।
ওরে দেখরে চেয়ে-
একলা পথিক আমি হেঁটে চলি,
তোদের এই নিয়ন আলোর শহরে।
তোকে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে উঠি,
তবুও যেন ভালবাসায় হয় না মোর ঘাটতি।
হয়তো কোন দিন দেখবি চেয়ে,
ছায়া হয়ে পড়ে আছি কোন ল্যামপোষ্টের তলে।
শেষ বারের মত দেখেনে মোরে,
একলা পথিক আমি হেঁটে চলি,
তোদের এই নিয়ন আলোর শহরে।