না পাওয়ার কিছু কথা ও স্ট্যাটাস 2023

Native Banner
বিসমিল্লাহির রহমানির রাহিম
প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন ।আমিও ভাল আছি ।আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি না পাওয়ার কিছু কথা ও স্ট্যাটাস নিয়ে ।যারা না পাওয়ার কিছু কথা ও স্ট্যাটাস খুঁজছেন তাদেরকে আমার এই ওয়েবসাইটে স্বাগতম।আমি আজকে আপনাদের সাথে না পাওয়ার কিছু কথা ও স্ট্যাটাস নিয়ে আলোচনা করব।আশা করছি আজকের এই আলোচনা আপনাদের সবার ভালো লাগবে। মানুষের জীবনের চাওয়ার কোন শেষ নেই।চাওয়ার সাথে সাথে না পাওয়ার অনেক মিল আছে। এখন আমি আলোচনা করব না পাওয়ার কিছু কথা ও স্ট্যাটাস নিয়ে।তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের আলোচনা।
না পাওয়ার কিছু কথা:
মানুষ হচ্ছে এমনি যার চাহিদার কোনো শেষ নেই। আর এটা হচ্ছে মানুষের জীবনের একটি বড় ভুল। কোন কিছু চাওয়ার আগে তা ভেবে চিন্তে করা উচিত। যার যেমন যোগ্যতা রয়েছে ঠিক তেমনি কিছু কারো কাছ থেকে আশা করা উচিত। প্রতিটি মানুষের জীবনে যাওয়ার সাথে সাথে না পাওয়ার কিছু কষ্ট রয়েছে। অনেকেই মুখে তা প্রকাশ করতে পারে আবার অনেকেই সেগুলো নিজের অজান্তে কষ্ট পেতে থাকে। কিন্তু তা মানুষকে বুঝতে দেয় না। মানুষের চাওয়ার কখনো শেষ হয় না। অনেকেই আছেন কিছু চাওয়ার সাথে সাথে পেয়ে জান আবার অনেকেই আছেন একটু দেরিতে হলেও তার মনের আশা পূর্ণ হয়। আর কিছু কিছু ক্ষেত্রে অনেকের জীবনের চাওয়া পাওয়ার সামান্য হলেও তা পূর্ণতা পায় না। এই না পাওয়াটা বুকের মধ্যে লালন করে তাদের বেঁচে থাকতে হয়। কষ্টে তাদের দিন কাটাতে হয়।মানুষের মনের মধ্যে অনেক চাওয়ার হয়েছে।তার মধ্যে সবথেকে বড় চাওয়া হল। মনের চাওয়া। মন কখনোই কোনো কিছু শুনতে চায় না।মন তার মনের মানুষকে ঠিকই খুঁজে বের করে।কখনো কখনো এই যাওয়াই মানুষের জীবনে অভিশপ্ত হয়ে দাঁড়ায়। না পাওয়ার কষ্ট কতটা যন্ত্রনা সেই শুধু বুঝে যে তার মনের মানুষকে খুজে পেয়েও না পাওয়াই থেকে যায়। তার চারপাশের মানুষ থাকে যতই বোঝাক না কেন মন তো তার কোন কথা মানে না। মানুষের মন সত্যিই অদ্ভুত। সব কিছু বোঝার পরেও অনেক সময় অনেক কিছুই বুঝতে চায়না। মানুষ সবসময়ের জন্য আশা করে ভালো কিছু পাওয়ার জন্য। কিন্তু আশা করলে তো আর সবকিছু পাওয়া যায় না। না পাওয়ায় এমন একটি কষ্টকর। যা অনেকেই মেনে নিতে না পেরে অনেক কিছু ঘটে ফেলে। তখন তো আর কোন কিছু বোঝার মতো অবস্থায় থাকে না। যে জীবনে একটি জিনিস মন থেকে যাওয়ার পরে সেটার পায় না সেই একমাত্র বুঝতে পারে না পাওয়ার কতটা যন্ত্রণাদায়ক।না পাওয়া নিয়ে আমাদের মনে অনেক কথা থাকে কষ্ট থাকে, যে কথা বা কষ্ট গুলো আমরা কেউকে বলতে পারি না । আবার নিজের মধ্যে চেপে রাখতেও অনেক কষ্ট হয় ।সেই সকল বন্ধুদের জন্য আজকে আমার এই আলোচনা। আশা করি আজকের এই আর্টিকেলটি পরে আপনাদের না পাওয়ার যন্ত্রণা কিছুটা হলেও হালকা হবে। আমি চেষ্টা করেছি সেই সকল বন্ধুদের জন্য ভালো ভালো কিছু স্ট্যাটাস নিয়ে আলোচনা করতে।

না পাওয়ার স্ট্যাটাস:

নিচে আমি আপনাদের জন্য কিছু না পাওয়ার স্ট্যাটাস দিয়ে দিলাম। যারা না পাওয়ার স্ট্যাটাস খুঁজছেন আশা করি তারা এখানে এই স্ট্যাটাস গুলো পেয়ে যাবেন। আরে স্ট্যাটাসগুলোর মাধ্যমে আপনারা আপনাদের মনের কষ্টগুলো ফেসবুকে শেয়ার করতে পারবেন।

তোমাকে না পাওয়াটাই ভালো হয়েছে বোধহয়। পেয়ে যাওয়ার পর যদি দেখতাম আমার বিকেলের অবশ কল্পনার সাথে তোমার এতটুকু পার্থক্য আছে, তবে কি আমি মেনে নিতে পারতাম! তার চেয়ে বরং তুমি আমার কল্পনাতেও বেশ আছো। আমার নিজের পছন্দের মতো হয়ে।