বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামালাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনারা এখনো যারা নদী নিয়ে উক্তি স্ট্যাটাস ও ক্যাপশন জানার জন্য ইন্টারনেটে সার্চ করে থাকেন তাদের জন্যই আজকের এই আয়োজন। প্রিয় বন্ধুরা আপনারা খুব সহজে আমাদের আজকের এই আর্টিকেল থেকে নদী নিয়ে খুব স্ট্যাটাস বাছাই করার ক্যাপশন গুলো সংগ্রহ করে নিতে পারবেন।
নদীর প্রাকৃতীক সেীন্দর্য মানুষকে যেমন বিমোহিত করে তেমনি কিছু মানুষ নদীর ভয়াবহতার কবলে পড়ে সর্বস্ব হারায়। আমাদের দেশে এমন কিছু নদী আছে যে নদী বর্ষা কালে মানুষকে দারুন দুর্ভোগের মধ্যে ফেলে দেয়। যদিও এতে নদীর কোনো দোষ নেই এটা নিতান্তই প্রকৃতীর নিয়ম এবং মানুষের কর্মকান্ডের ফল।
নদীতে নৌকা ভ্রমনের মাধ্যমে আমরা অপরুপ সৌন্দর্য উপভোগ করি যে সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। শরৎ কালের নদীর পাড়ের কাশফুল নিয়ে আসে ভালোবাসার ছোয়া তাইতো নদী হয় অপরুপা মায়াময়ী। যে মায়া সকল কষ্টকে ভূলিয়ে শান্তিতে বাচার আশা জাগায়। আমাদের উচিৎ অবসর সময়ে নদীর সৌন্দর্যগুলোকে উপভোগ করা।
নদী নিয়ে ক্যাপশন
১. নদীর ধারে ঘুরতে যাবো তুমি আর আমি ভালোবাসার সাক্ষি হবে মধুমতি নদী।
২. যে নদীতে মিশে যায় সকল রঙ্গের পাপ সেই নদীতে ভ্রমনে যাবো ধরোনা অজুহাত।
৩. নীরব নদীর তীরে উড়ছে পাখি ধীরে এমন দৃশ্য তুমি পাবে নকো ফিরে।
৪. ডিঙ্গি নৌকা করে ঘুরবো নদী ভরে ভালোবেসে তুমি আগলে রেখো মোরে।
৫. নদীর ঢেউয়ের ধ্বনি মায়া ভরা মনি কাশফলের সৌন্দর্য মুগ্ধ সকল জনই।
৬. চাদের আলোয়, নদীর নীড়ে নৌকা করে ঘুরবো যখনা দেখবো আমি আকাশ পানে মিটি মিটি তারার জল্পনা।
৭. নদী হলো শ্রোত স্বিনি দেখতে চমৎকার। দেখবো আমি আবাক চোখে মুদ্ধ হবো বারং বার।
৮. জীবন হচ্ছে একটা নদীর মতো য়ে নদীতে শাতরিয়ে পাড়ি দেওয়া অনেক কঠিন।
৯. ছেট্ট মোদের নদী ভাসাও তুমি তরি, নিয়ে যাও মোরে অতল সুখের নিড়ে।
১০. নদীর স্রোতের টানে ভাসিয়ে নিও মোরে, থাকবো না আমি মিথ্যা এ শহরে।