দীর্ঘ একটা বছর অপেক্ষা করার পরে আর কিছু দিনের মধ্যেই মা দুর্গার আগমন ঘটবে। আর সে কারণে আমরা অনেকেই নিজের প্রিয় মানুষ গুলো কে দূর্গা পূজার শুভেচ্ছা বার্তা দিতে চাই। আর এই শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য আমরা ইন্টারনেট থেকে জনপ্রিয় সব দুর্গা পূজার ক্যাপশন এবং দুর্গা পূজার স্ট্যাটাস খুঁজে থাকি। তো আপনিও যদি এই কমের স্ট্যাটাস কিংবা ক্যাপশন খুঁজে থাকেন। তাহলে আপনি একবারে সঠিক জায়গা তে চলে এসেছেন। আশা করি এ গুলো আপনার অনেক ভালো লাগবে। এবং আপনি চাইলে এ গুলোর মাধ্যমে আপনি আপনার প্রিয় মানুষের সাথে শুভেচ্ছা ও বিনিময় করতে পারবেন।
দুর্গা পূজার স্ট্যাটাস
-
কৈলাস থেকে ফিরে এসেছে আমাদের মা দুর্গা। তিনি যেন এই পৃথিবীর সকল অশুভ শক্তি কে দূর করে দেন। তিনি যেন সবার মাঝে শান্তি বিরাজ করতে পারেন।
-
ঢাকের সেই দুরুম দুরুম আওয়াজ এর সাথে নিজের মনের ভেতরে থাকা সকল হতাশা কে দূর করে দিন। এবং মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করুন।
-
স্বর্গ থেকে মা এই পৃথিবীতে এসেছেন। কারণ মা হলো দুর্গতি নাশিনী। মা এই পৃথিবীর বুকের সকল পাপ, অবিচার, অন্যায় কে দূর করে দিবে। মা তোমাকে জানাচ্ছি প্রণাম।
-
এক বছর অপেক্ষার পরে মা আমাদের মাঝে ফিরে এসেছেন। আমরা যেন দুর্গা মাকে সফল ভাবে বরণ করতে পারি। মায়ের পূজা আরাধনা করতে পারি।
-
মা দুর্গার আগমনে শরতের সেই কাশফুলের মত যেন আমাদের জীবন সুন্দর হয়ে ওঠে। এই প্রত্যাশা নিয়ে তোমাকে জানাচ্ছি শুভ শারদীয় শুভেচ্ছা।
-
ভুলে যাও তোমাদের মধ্যে যত আছে ভেদাভেদ। বরণ করে নাও দুর্গা মায়ের আগমন কে। কারণ মা থাকবে মাত্র কয়েকটা দিন। সময় থাকতে দূর্গা মায়ের আশীর্বাদ নিন।
-
মা দুর্গা হল জগৎ জননী, মা দূর্গ হলো দুর্গতিনাশিনী। মায়ের চরণ তলে যেন আমাদের অবস্থান হয়। সেজন্য মা দুর্গা তোমাকে জানাচ্ছি শত শত কোটি প্রণাম।
-
সপ্তমী আসলেই মা দুর্গার পূজো তে আমাদের আনন্দ কয়েক গুণ বেড়ে যায়। আমরা আমাদের এই আনন্দ কে ভাগাভাগি করে নেই একে অপর এর সাথে। যেন মা দুর্গা আমাদের সবাইকে ভালো রাখে।
-
দুর্গা মায়ের চরণ স্পর্শ করলেই যেন আমাদের মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করে। কারণ দুর্গা মায়ের আশীর্বাদের ফলেই আমরা আমাদের মনের ভেতরে থাকা সকল পাপ দূর করতে পারি।
-
জগৎ জননী মা দূর্গা যদি তোমাকে আশীর্বাদ করে। তাহলে অবশ্যই তোমার জীবন থেকে সকল দুঃখ-কষ্ট, বেদনা দূর হয়ে যাবে। তাই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম কর। মায়ের কাছে আশীর্বাদ চাও।
-
বছর ঘুরে এসেছে মায়ের আগমন। মায়ের চরণ স্পর্শ করে যেন এই পৃথিবীর সকল পাপাচার দূর হয়ে যায়। এই ধরণী তে যেন সুখ শান্তি ফিরে আসে। শুভ শারদীয়া শুভেচ্ছা।
-
শরতের ঐ মেঘের ভেলায় মা দুর্গা এসেছে ফিরে। মা তোমার চরণে যেন আমাদের স্থান হয়। তুমি আমাদের রক্ষা করো মা। জয় মা দূর্গা।
-
মা দুর্গা পূজার সপ্তমী পেরিয়ে এসেছে অষ্টমী। বাকি দিন গুলো যেন তুমি ভালো ভাবে মায়ের পূজা করতে পারো। সেটাই দুর্গা মায়ের কাছে আশীর্বাদ চাই। শুভ শারদীয়া শুভেচ্ছা।
-
অষ্টমীর এই আগমনী তে মুখরিত হয়েও যাক গোটা পৃথিবী। ভুলে যাও তোমার ভেতরে আছে যত ভেদাভেদ। শান্ত মনে স্মরণ করে নাও দূর্গা মায়ের এই অষ্টমী তিথিকে।
-
মা দুর্গা যেন আমাদের সকল কর্মময় জীবন কে অনেক সুন্দর রাখে। আমরা যেন প্রতিবছর এভাবেই মা দুর্গার আগমন কে বরণ করে নিতে পারি। মা দুর্গা তুমি আমাদের আশীর্বাদ করো। শুভ শারদীয় শুভেচ্ছা।
দুর্গা পূজার ক্যাপশন
-
মা দুর্গার আগমন মানে আমাদের মাঝে আনন্দ। মা দুর্গার আগমন মানে সকল অশুভ শক্তির বিনাশ। আর সে জন্য তোমাকে জানাচ্ছি শুভ শারদীয় শুভেচ্ছা।
-
আপনি এবং আপনার পুরো পরিবারের মানুষ যেন এবারের দুর্গা পুজো কে খুব ভালোভাবে উপভোগ করতে পারে। এই আশা ব্যক্ত করে মায়ের কাছে আশীর্বাদ চাচ্ছি। শুভ দূর্গা পূজার শুভেচ্ছা।
-
ছোট এই জীবনে আমরা প্রতি বছর মায়ের আগমন দেখতে পারি। মা দুর্গা যেন আমাদের সবার প্রতি কৃপা করে। এই পৃথিবীতে থাকা সকল দুর্গতিনাশ করে দেয়। শুভ শারদীয়া শুভেচ্ছা।
-
যদি আপনি দুর্গা মায়ের কৃপা পেতে চান। তাহলে অবশ্যই পাপ কাজ থেকে নিজে কে বিরত রাখুন। তাহলে মা দুর্গা অবশ্যই আপনার প্রতি সহায় হবেন। জয় মা দূর্গা। শুভ দূর্গা পূজার শুভেচ্ছা।
-
অসুরের মত যেন কারো পরিস্থিতি না হয়। মা যেন এই পৃথিবীর সকল অশুভ শক্তি কে দূর করে দেয়। আর সে কারণেই তো মা দুর্গা প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে। মা তুমি আমাদের আশীর্বাদ করো। শুভ শারদীয়া ও শুভেচ্ছা।
-
আধার কেটে আসুক আলো। মানুষ যেন মানুষ কে বাসে ভালো। মা দুর্গার আগমনে যেন সবার জীবনে জ্বলে আলো। মায়ের কৃপায় আলোকিত হোক তোমার আমার সবার জীবন। হ্যাপি দুর্গাপূজা।
-
শারদ এর ঐ শীতল ছোঁয়া লাগুক সবার মনে। পাঠিয়ে দাও এই বার্তা তুমি সবার কাছে দুর্গা মায়ের আগমনে। সবার জীবনের ব্যর্থতা যেন ধুয়ে মুছে চলে যায়। মা দুর্গা যেন সবার প্রতি হয় সহায়। হ্যাপি দুর্গা পূজা।
-
এবারের মায়ের আগমনে যেন আমাদের মনের ভেতরে থাকা অসুর শক্তি অনেক দূরে চলে যায়। আমরা যেন বিশুদ্ধ মনে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে পারি। আমরা যেন মায়ের আশীর্বাদ নিতে পারি। শুভ শারদীয় শুভেচ্ছা।
-
মা দুর্গা ফিরে এসেছে। তাই মায়ের চরণ স্পর্শ করে সবাই পুষ্পাঞ্জলি দিন। যেন মা দুর্গা এই পৃথিবীর সকল অরাজকতা দূর করে দেয়। সকলের জীবনে যেন শান্তি ফিরিয়ে নিয়ে আসে। সে জন্য তোমাকে জানাচ্ছি শুভ শারদীয় শুভেচ্ছা।
-
শরতের ঐ কাশ ফুলের মত সবার মন যেন অনেক সাদা হয়। এই আশা ব্যক্ত করে মায়ের এই আগমন কে স্বাগতম জানাচ্ছি। মা দুর্গা তোমাকে শত কোটি প্রণাম।
-
যেন তুমি এবং তোমার পরিবারের সবার দুর্গতিনাশ হয়ে যায়। মা দুর্গা, যেনো তোমাদের প্রতি সহায় হয়। সেজন্য মায়ের কাছে আশীর্বাদ নাও। জয় মা দূর্গা! দুর্গতিনাশিনী।
-
আমাদের জীবনে যত অশুভ শক্তি আছে। আমাদের মনের ভেতরে যত অসুর শক্তি আছে। মা যেন সেই সকল অশুভ শক্তি কে একেবারেই দূর করে দেয়। তুমি আমাদের আশীর্বাদ করো মা।
ল