শারদীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আপনারা যারা দূর্গা পূজা নিয়ে উঠতে স্ট্যাটাসের ক্যাপশন জানার জন্য ইন্টারনেটের সার্চ করে থাকেন তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজন আপনারা এখান থেকে খুব সহজেই দুর্গাপূজা নিয়ে ক্যাপশন খুঁজে পাবেন। প্রথমেই বলি দুর্গাপূজা আসলে সবাই এরা আমেজের উৎসবে মেতে ওঠে। সবাই কিভাবে পূজা উদযাপন করবে তা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। তারই একটি আরেকটি কাজ হল নিজের প্রিয়জনদের কে শুভেচ্ছা জানানো। আর শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন ধরনের স্ট্যাটাস ক্যাপশন কবিতা রয়েছে। তাই আজকে আমরা সেই স্ট্যাটাস, ক্যাপশন ও কবিতা বিষয়ক লেখা লিখতে চলেছি।
দুর্গাপূজা কবিতা
প্রথমা তে মায়ের স্নেহ দ্বিতীয়া এর দিন বাড়লো
তৃতীয়া ও চতুর্থীতে গয়না দিয়ে মা সাজলো
পঞ্চমীতে মা বোধনে বিরাজল
ষষ্ঠীর ঢাকের তালে সপ্তমীর দিন এগিয়ে এলো
অষ্টমীতে সন্ধিপূজায় কাঁসর ঘন্টা বাজল
নবমীতে দুঃখে সবাই মোন খারাপে কাঁদল
দশমীতে সবাই মিলে মাকে বিসর্জন করল।
আসছো তুমি আগমনী
জ্বেলে প্রদীপ দিয়েছি শঙ্খধ্বনি,.
দেখে তোমার ওই নয়নমনি
মনে আসে ভক্তির বাণী!!
আমাদের সবার কাছেই আছো তুমি
হয়ে আমাদের বিশ্ব মা জননী।
ঢাকের বাদ্যি হাওয়ায় ভাসে
অসুরদলনী উমা ফেরেন মায়ের কোলে
অন্যধারার পুজো হলেও
মা মেয়ের মিলন একই রকম মধুর লাগে।
দুর্গাপূজা নিয়ে স্ট্যাটাস
“মহামায়ার এই আশীর্বাদে সকলে সুস্থ ও সবল থাক, আনন্দ ফিরে আসুক সবার ঘরে ঘরে, ভালোবাসায় ভরে উঠুক সকলের জীবনকাল। শুভ মহা দুর্গাপূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন শুভ শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।”
“ধুপ জ্বালিয়ে, ঢাক আর শঙ্খ বাজিয়ে কর মাকে বরণ!! মায়ের কাছে প্রার্থনা করি খুশিতে ভরে উঠুক সকলের প্রাণ ও মন। সুস্থ থাকুক সকলেই শুভ এই দিনে, সকল কষ্ট ঘুচিয়ে যাক এই জীবনেল গহীনে। শুভ দূর্গা পূজা”
“দেখা করব তোমার সাথে আনন্দ হবে পূজার রাতে। সবাই মিলে একসাথে গাড়ি করে যাব পূজার মণ্ডপে। আনন্দ করব আমরা আত্মীয়-স্বজন, মনে থাকবে সারা জীবন!!!”
“ভিড়ের মধ্যে ঘুরে ঘুরে যাব পূজামণ্ডপে, ঘুরে ঘুরে দেখব সবি থাকবো না এক জায়গায় বসে। আনন্দের সীমা পার করে সেই মুহূর্তকে গেথে রাখব অন্তরে। তাইতো সকলকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানাই মন থেকে…”
দূর্গা পূজার ক্যাপশন
“শিউলি ফুলের গন্ধে পরিবেশ মনোরম হলো, ধুপ, প্রদীপ আর শাঁখ এর আওয়াজ,
মায়ের আগমনী বার্তা সকলকে জানিয়ে দিল।
সাজো সাজো রব উঠল চারিদিকে,
শিউলি ফুলের খামে ভরে শুভেচ্ছা পাঠালাম আপনজনকে।
শুভ দুর্গা পূজা”
“মন খারাপের দিনগুলো করে দিতে ভালো, মা দূর্গা পৃথিবীতে এলেন ঘোচাতে সকল কালো।
সকলের মনে আসুক সুখ ও খুশি, এই প্রার্থনা করি,
মায়ের চরণে প্রণাম জানাই প্রার্থনা তে হাত জড়ো করি।
শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা।
শুভ দুর্গা পূজা”
আশা করি, এই পোস্ট আপনাদের সবার ভালো লাগবে। ভাল লাগলে অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।আর যদি এই আর্টিকেলে কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সব সময়ের জন্য চেষ্টা করি আপনাদের সামনে ভালো একটি আর্টিকেল পেস্ট করতে। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ………………