দুবাই এর রাজকন্যা শেখা মেহেরার গল্প

Native Banner

ংরাজকন্যার নাম হল “সেখা মেহেরা” তিনি হলেন আরবের এক অন্যতম ধনী রাজকন্যা। তার পুরো নাম হলো “মেহেরা বিন্ত মোহাম্মদ বিন রাশিদ আল মুক্তম”।তিনি দুবাই শাসক “মুহাম্মদ বিন রাশিদ আল মাখতুমের” তৃতীয় কন্যা “শেখা মেহরা”। শেখা মেহেরা দুবাই শাসকের কন্যাদের মধ্যে সবচেয়ে প্রিয় কন্যা। শেখা মেহরা প্রচুর অর্থ ব্যয় করেন এবং কোন আইন মেনে চলেনা।

দুবাই শাসক অত্যন্ত কঠোর হাওয়াই তার অন্যান্য কন্যারা হিজাব পরে এবং তার সম্পূর্ণ নির্দেশ মেনে চলে কিন্তু শেখা মেহেরা তাদের সকলের থেকে আলাদা কারণ শেখ মোহাম্মদ তাকে সকলের থেকে সুযোগ-সুবিধা বেশি দিয়ে থাকেন। তিনি প্রায় ৩০ বছর আগে গ্রিসের একটি সুন্দরী মেয়েকে বিয়ে করেন। তার নাম যোগ বিগারা বোস। বেশ কয়েক বছর তারা একসাথে সংসার করেছেন এর মধ্যে তাদের দুই সন্তান হয়। একটি ছেলে যার নাম শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ওমেয়ে যার নাম শেখ মেহেরা। কিন্তু এরপর তাদের ডিভোর্স হয়ে যায়।