ংরাজকন্যার নাম হল “সেখা মেহেরা” তিনি হলেন আরবের এক অন্যতম ধনী রাজকন্যা। তার পুরো নাম হলো “মেহেরা বিন্ত মোহাম্মদ বিন রাশিদ আল মুক্তম”।তিনি দুবাই শাসক “মুহাম্মদ বিন রাশিদ আল মাখতুমের” তৃতীয় কন্যা “শেখা মেহরা”। শেখা মেহেরা দুবাই শাসকের কন্যাদের মধ্যে সবচেয়ে প্রিয় কন্যা। শেখা মেহরা প্রচুর অর্থ ব্যয় করেন এবং কোন আইন মেনে চলেনা।
দুবাই শাসক অত্যন্ত কঠোর হাওয়াই তার অন্যান্য কন্যারা হিজাব পরে এবং তার সম্পূর্ণ নির্দেশ মেনে চলে কিন্তু শেখা মেহেরা তাদের সকলের থেকে আলাদা কারণ শেখ মোহাম্মদ তাকে সকলের থেকে সুযোগ-সুবিধা বেশি দিয়ে থাকেন। তিনি প্রায় ৩০ বছর আগে গ্রিসের একটি সুন্দরী মেয়েকে বিয়ে করেন। তার নাম যোগ বিগারা বোস। বেশ কয়েক বছর তারা একসাথে সংসার করেছেন এর মধ্যে তাদের দুই সন্তান হয়। একটি ছেলে যার নাম শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ওমেয়ে যার নাম শেখ মেহেরা। কিন্তু এরপর তাদের ডিভোর্স হয়ে যায়।
তাদের কখন এবং কিভাবে ডিভোর্স হয়েছিল সেসব সকলের অজানা। কিন্তু বিগারা বোস তার মেয়ে শেখার সাথে যোগাযোগ রাখেন। মা ও মেয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর তাদের প্রায় বিভিন্ন প্রোগ্রামে একসঙ্গে ছবি তুলতে দেখা যায়। এসবের পরেও শেখা মেহেরা ও শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তার পিতার সাথেই থাকেন। ২০০৯ সাল থেকে শেখা মেহেরা দুবাইয়ে বসবাস শুরু করে এর আগে মেহরা তার মায়ের জন্মভূমি গ্রিসে বাস করত। শেখা মেহেরা অর্ধেক গ্রিসে ও অর্ধেক আরবে কাটিয়েছে।
ছোটবেলা থেকে মেহেরা গতিশীল চরিত্র ও প্রতিযোগিতামূলক মনোভাব দেখিয়েছে। শেখা মেহেরার পোশাক-আশাক অন্যান্য সব কার্যকলাপ দুবাইয়ের সব অন্যান্য মুসলিম মেয়েদের থেকে একদম আলাদা কারণ তিনি শৈশব কাটিয়েছেন যুক্তরাজ্যে এই জন্যই তিনি পশ্চিম সংস্কৃতিতে অভ্যস্ত তাছাড়া তার ওয়েস্টার্ন কালচারের জন্য মেয়েরা সব হিজাব পরলেও শেখা মেহরা পড়তেন না। এর থেকেই বোঝা যায় যে দুবাই শাসক তার মেয়েকে কতটা স্বাধীনতা দিয়েছেন। রাজকন্যা মেহেরার বর্তমান বয়স ২৯ বছর। দুবাই শাসক তার প্রিয় পুত্র হেমাটান কে বয়স হওয়ার সাথে সাথে কাজিনস এর সাথে বিয়ে করতে বাধ্য করেন। কিন্তু মেহেরার বয়স ২৯ হওয়ার পরও তাকে বিয়ে করার জন্য প্রেসারাইজ করা হয়নি আর এর জন্যই শেখা মেহেরা এখন বিবাহিত। লেখা মেহেরা যুক্তরাজ্য থেকে ফিরে দুবাইয়ের বিখ্যাত zayed University থেকে ব্যবসার বিষয়ে graduation করেন।
ছাড়া দুটি শখ করে কেনা রয়েল বেঙ্গল টাইগার জন্য ব্যয় করেন এক কোটি টাকা। মেহেরার বিলাসী জীবনের শেষ কিন্তু এখানে নয়। বর্তমানে বিলাসবহুল ভবন প্রিন্সেস প্রহ্নের নিচ তলায় রয়েছে তার স্পেশাল কমপ্লেক্স তার মূল্য ১৩০ মিলিয়ন মার্কিন ডলার। এই জায়গাতেই মেহেরা বসবাস করেন ব্যক্তিগতভাবে চলাচলের জন্য ব্যবহার করেন lamborghini, bmw এর মত ব্র্যান্ডেড গাড়ি। তার কাছে প্রায় সব ধরনেরই গাড়ি আছে আর এর মধ্যে সবচেয়ে দামি গাড়িটির নাম mclaren720s spider ভারতীয় মুদ্রায় ১৩ কোটির মতন।
ও একটি গোলাপি রংয়ের Rolls-Royce ghost গাড়ি। তারাও কিছু গাড়িকে তিনি সোনাইমুড়িয়ে রেখেছেন। তিনি গাড়িগুলি তিন থেকে চারবারের বেশি ব্যবহার করেন না। শোনা যায় তার একটি প্রাইভেট জেট ও আছে। শুধু বিলাসিতায় নয় সমাজ সেবাতেও তিনি প্রশংসা অর্জন করেছেন।শেখা মেহেরা দেখতে সুন্দরী হলেও তার চরিত্র ততটাই ভয়ংকর। পশু পাখির প্রতি তার খুবই টান যে কারণে তার বাড়িতেই তৈরি করা হয়েছে প্রাইভেট চিড়িয়াখানা।সেখানে বিলুপ্ত প্রায় সকল ধরনের প্রাণী আছে।আছে দুটো সাদা চিতাবাঘ,সিংহ,হরিণসহ নানা ধরনের প্রাণী। এদের ট্রেনিং দেওয়ার জন্য আফ্রিকা থেকে আনা হয়েছে প্রাইভেট প্রশিক্ষক।